ETV Bharat / entertainment

Ritwick Chakraborty Starrer Mr Kolketa: গোরার পর এবার 'মিস্টার কলকেতা', রহস্যময় ট্রেলার নিয়ে হাজির ঋত্বিক - মুক্তি পেল ঋত্বিক চক্রবর্তীর নতুন সিরিজের ট্রেলার

মুক্তি পেল ঋত্বিক চক্রবর্তীর নতুন সিরিজ 'মিস্টার কলকেতা'র ট্রেলার ৷ অভিনেতা কলকল্লোল দত্তকে এখানে দেখা যাবে একেবারে অন্য় রূপে ৷

Pic Ritwick Chakraborty Instagram
মুক্তি পেল ঋত্বিক চক্রবর্তীর নতুন সিরিজের ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 5:30 PM IST

হায়দরাবাদ, 24 অগস্ট: সেপ্টেম্বরের শুরুতেই পর্দায় আসতে চলেছে ঋত্বিক চক্রবর্তীর নতুন সিরিজ 'মিস্টার কলকেতা' ৷ এই প্রজেক্টে ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী রাজনন্দিনী পাল ৷ আর ঋত্বিকের সঙ্গে এখানে দেখা যাবে এক খুদেকেও ৷ যাকে নিয়ে চলে অভিনেতার কলকাতা ভ্রমণ ৷ বৃহস্পতিবার মুক্তি পেল সেই 'মিস্টার কলকেতা'-রই ট্রেলার ৷

24 অগস্ট দিনটিকে বাঙালির একাংশ পালন করে আসছেন কলকাতার জন্মদিন হিসাবে ৷ আর তাই সেদিনই হাজির কলকাতা প্রেমী কলকল্লোল দত্ত ৷ এই চরিত্রেই অভিনয় করতে চলেছেন ঋত্বিক ৷ লোকে তাকে ডাকে কলকে বলে ৷ সে মনে করে সে একজন লেজেন্ড ৷ আর লেজেন্ডরা চাকরি করে না ৷ তাই ডিপার্টমেন্ট অফ অ্যাসেসমেন্ট বিভাগের চাকরিতে সে প্রায়শই ফাঁকি দেয় ৷ খুঁজে বেড়ায় নানান সূত্র ৷

কলকাতার ইতিহাস নিয়ে কলকের ভীষণ আগ্রহ ৷ এইবার সে জড়িয়ে পড়বে এক জটিল রহস্যের জালে ৷ কি রয়েছে সেই রহস্যে? ইঙ্গিত মিলেছে ট্রেলারে ৷ মিউজিয়াম থেকে চুরি গিয়েছে প্রাচীন মসলিন ৷ তারই খানাতল্লাশে মগ্ন ঋত্বিক ৷ সিরিজে দেখা যাবে কৌশিক সেনের মতো অভিনেতাকেও ৷

সিরিজটি পরিচালনা করেছেন সুরোজিৎ চট্টোপাধ্যায় ৷ গল্পও লিখেছেন তিনিই ৷ গোরার মতো এক ক্ষ্যাপাটে গোয়েন্দার চরিত্রে রীতিমতো নজর কাড়ার পর ঋত্বিক কামাল দেখিয়েছেন শম্ভু বাবার চরিত্রে ৷ রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' সিরিজে খল নায়কের চরিত্রে এক অন্য় রূপে ঋত্বিককে আবিষ্কার করেছিলেন অনুরাগীরা ৷ এবারও আরও একটি অন্য়রকম চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ তার জন্য় অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷

আরও পড়ুন: অন্য এক তোপসেকে নিয়ে হাজির অনীক দত্ত, মুক্তি পেল 'যত কাণ্ড কলকাতাতেই' এর পোস্টার

'মিস্টার কলকেতা' সিরিজটি পর্দায় আসতে চলেছে আগামী 8 সেপ্টেম্বর ৷ হইচইতে গিয়ে খুঁজলেই পাওয়া যাবে কলকল্লোল দত্তকে ৷ ঋত্বিকের হাতে এছাড়াও এখন বেশ কয়েকটি কাজ রয়েছে ৷ জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় অনিবার্ণ চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ 'অপরিচিত' নামের এই প্রজেক্টের শুটিংও শুরু হয়ে গিয়েছে ৷

হায়দরাবাদ, 24 অগস্ট: সেপ্টেম্বরের শুরুতেই পর্দায় আসতে চলেছে ঋত্বিক চক্রবর্তীর নতুন সিরিজ 'মিস্টার কলকেতা' ৷ এই প্রজেক্টে ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী রাজনন্দিনী পাল ৷ আর ঋত্বিকের সঙ্গে এখানে দেখা যাবে এক খুদেকেও ৷ যাকে নিয়ে চলে অভিনেতার কলকাতা ভ্রমণ ৷ বৃহস্পতিবার মুক্তি পেল সেই 'মিস্টার কলকেতা'-রই ট্রেলার ৷

24 অগস্ট দিনটিকে বাঙালির একাংশ পালন করে আসছেন কলকাতার জন্মদিন হিসাবে ৷ আর তাই সেদিনই হাজির কলকাতা প্রেমী কলকল্লোল দত্ত ৷ এই চরিত্রেই অভিনয় করতে চলেছেন ঋত্বিক ৷ লোকে তাকে ডাকে কলকে বলে ৷ সে মনে করে সে একজন লেজেন্ড ৷ আর লেজেন্ডরা চাকরি করে না ৷ তাই ডিপার্টমেন্ট অফ অ্যাসেসমেন্ট বিভাগের চাকরিতে সে প্রায়শই ফাঁকি দেয় ৷ খুঁজে বেড়ায় নানান সূত্র ৷

কলকাতার ইতিহাস নিয়ে কলকের ভীষণ আগ্রহ ৷ এইবার সে জড়িয়ে পড়বে এক জটিল রহস্যের জালে ৷ কি রয়েছে সেই রহস্যে? ইঙ্গিত মিলেছে ট্রেলারে ৷ মিউজিয়াম থেকে চুরি গিয়েছে প্রাচীন মসলিন ৷ তারই খানাতল্লাশে মগ্ন ঋত্বিক ৷ সিরিজে দেখা যাবে কৌশিক সেনের মতো অভিনেতাকেও ৷

সিরিজটি পরিচালনা করেছেন সুরোজিৎ চট্টোপাধ্যায় ৷ গল্পও লিখেছেন তিনিই ৷ গোরার মতো এক ক্ষ্যাপাটে গোয়েন্দার চরিত্রে রীতিমতো নজর কাড়ার পর ঋত্বিক কামাল দেখিয়েছেন শম্ভু বাবার চরিত্রে ৷ রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' সিরিজে খল নায়কের চরিত্রে এক অন্য় রূপে ঋত্বিককে আবিষ্কার করেছিলেন অনুরাগীরা ৷ এবারও আরও একটি অন্য়রকম চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ তার জন্য় অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ৷

আরও পড়ুন: অন্য এক তোপসেকে নিয়ে হাজির অনীক দত্ত, মুক্তি পেল 'যত কাণ্ড কলকাতাতেই' এর পোস্টার

'মিস্টার কলকেতা' সিরিজটি পর্দায় আসতে চলেছে আগামী 8 সেপ্টেম্বর ৷ হইচইতে গিয়ে খুঁজলেই পাওয়া যাবে কলকল্লোল দত্তকে ৷ ঋত্বিকের হাতে এছাড়াও এখন বেশ কয়েকটি কাজ রয়েছে ৷ জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় অনিবার্ণ চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি ৷ 'অপরিচিত' নামের এই প্রজেক্টের শুটিংও শুরু হয়ে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.