কলকাতা, 31 মে: কৌশিক-পুত্র ঋদ্ধি সেন সামাজিক মাধ্য়মে বিভিন্ন বিষয়ে সরব হয়েই থাকেন ৷ জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা এর আগেও দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে নিজের মত ব্যক্ত করেছেন ৷ আর এবার কবিতার মাধ্যমে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন তিনি ৷ সঙ্গে তিনি ব্যবহার করেছেন দু'টি ছবিও ৷ একটি ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রী মাটিতে দণ্ডবৎ আর তাঁকে ঘিরে রয়েছেন সাধু-সন্তরা ৷ বোঝাই যায় গত 28 মে নতুন সংসদ ভবন উদ্বোধনের মুহূর্তেরই ঝলক শেয়ার করেছেন অভিনেতা ৷ অন্যদিকে আরও একটি ছবি শেয়ার করেছেন ঋদ্ধি যেখানে উঠে এসেছে দিল্লির প্রতিবাদী ক্রীড়াবিদদের উপর চলা নিগ্রহের দৃশ্য় ৷
একদিকে যখন তাঁর স্বপ্নের সংসদ ভবন উদ্বোধন করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখনই দিল্লিতে তাঁদের উপর শারীরিক নিগ্রহের অভিযোগ নিয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন সাক্ষী মালিকরা ৷ এই 'সোনার মেয়ে'রা একসময় গর্বিত করেছিলেন গোটা দেশকে ৷ আর আজ তাঁরাই প্রতিবাদে গঙ্গায় পদক ভাসানোর সিদ্ধান্ত নিচ্ছেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই বিষয় নিয়ে লিখতে গিয়ে ঋদ্ধি লেখেন, "শিরদাঁড়া তোমার নুয়ে পড়েছে সেই কবেই ,ভাঙা কোমর/ তোমার মূলের আগেই তুমি নড়বড়ে/ তবু তুমি দিব্বি মজবুত এখনও/কারণ আমরা এখন ভোট দি ফেসবুকে l/ তোমার ছায়া তোমাকে ছেড়েছে বহু আগে/বাহারি পোশাক, পোশাকি মন, শরীর ঝুঁকে আছে ঠুঁটো স্তবে/তবু তুমিই অমৃত কাল, মিথ্যে গণতন্ত্রের সাজে/কারণ সত্যের সন্ধান জমজমাট শুধু ফেসবুকে l"
প্রধানমন্ত্রীকে নিয়ে ইঙ্গিতে কথা বলতে গিয়ে 'চৌকিদার' শব্দটিও তুলে এনেছেন ঋদ্ধি ৷ তাঁর কথায়, "তুমি যেন সদ্যজাত, ইতিহাস ও বর্তমান, সবই অচেনা তোমার কাছে/তোমার 'তুমির' দ্বারে তুমি চৌকিদারই বটে/ তাই চৌকিদারই চাকরি আজ ,আদানির দরবারে/ আমরাও ব্যস্ত খুব, চৌকিদারী ফেসবুকে l"
'আচ্ছে দিন','বেটি বাঁচাও বেটি পড়াও' একসময় ছিল প্রধানমন্ত্রীর প্রিয় বাক্যবন্ধগুলির অন্যতম ৷ এদিন সেই নিয়েও কটাক্ষ আক্রমণ করেছেন অভিনেতা ৷ লিখেছেন, "আইসক্রিম হাতে তুমিই ‘আচ্ছে দিন’ ,অলিম্পিকের মশাল/ নাকি সুরে ডাক ছেড়েছো , 'বেটি বাঁচাও বেটি ঠ্যাঙাও'/ ঘটছে বিকাশ, লাঠির বাড়ি, শ্বাসরোধ রাজপথে/ আমরা শুধু ক্রিকেট দেখি , হ্যাসট্যাগ, দেশপ্রেম ফেসবুকে l" এই কয়েকটি লাইন থেকে ঋদ্ধির মনোভাব স্পষ্ট। তিনি বলতে চেয়েছেন, অ্যাথলিটদের প্রতিবাদের মধ্যেও ক্রিকেট-উন্মাদনায় ছেদ পড়েনি ৷ কবিতায় সাম্প্রতিক বিষয় উঠে এসেছে এর আগেও ৷ সাম্প্রতিক সময়ে আমির আজিজ থেকে দেবাংশু ভট্টাচার্য বা রুদ্রনীল ঘোষ বারবার কবিতার মাধ্যমেই মনের কথা বলেছেন। এবার সেই কবিতাকেই তাঁর কথা বলার হাতিয়ার করলেন ঋদ্ধিও ৷
আরও পড়ুন: 'রাজনীতি'র ময়দানে সৌরভ-সঙ্গী দিতিপ্রিয়া, পারবেন কি মানুষের মন জয় করতে ?