কলকাতা, 9 অগস্ট: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে ধারাবাহিক 'রামপ্রসাদ' । আসছে নতুন চরিত্র সুরবালা দেবী । এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রাত্রি ঘটক । 'তিথির অতিথি' ধারাবাহিক দিয়ে বাংলা টেলিভিশনে অভিষেক করেছিলেন তিনি । এরপর প্রধান চরিত্র হিসেবে 'সুখ' এবং 'ঠিকানা বৈকুন্ঠপুর'-এর মতো একাধিক কাজ রয়েছে তাঁর । তার আগে পরে একাধিক বাংলা ধারাবাহিকে নানা ধরনের চরিত্রে দর্শকের মনোরঞ্জন করেছেন অভিনেত্রী রাত্রি ঘটক ।
এছাড়া 'সুবর্ণলতা'র মতো সাহিত্যধর্মী ধারাবাহিকের উমাশশী থেকে 'ফিরকি' ধারাবাহিকে বৃহন্নলার চরিত্র রোজি সবেতেই নিজেকে প্রমাণ করেছেন তিনি । এরপর 'ফেলনা' ধারাবাহিকে উত্তরপ্রদেশের মহিলা ডনের চরিত্র জাহ্নবী হিসেবেও তাক লাগিয়ে দিয়েছেন রাত্রি। আর এবার 'রামপ্রসাদ' ধারাবাহিকে তিনি ফিরলেন বিধবার বেশে । তাঁর চরিত্রের নাম সুরবালা দেবী ।
কলকাতা থেকে রামপ্রসাদ যখন বাড়ি ফিরছে তখন ঝড়বৃষ্টির মুখে পড়ে সে । জমিদার বাড়িতে আশ্রয় হয় তার । জমিদার বাড়িতেও তখন ঘোর বিপদ । চুরি গিয়েছে বাড়ির প্রতিষ্ঠিত কালীমূর্তি । মূর্তিটা চুরি করেছে বাড়িরই পুরোহিত । তাকে ধরে ফেলে রামপ্রসাদ । এরপর রামপ্রসাদের শ্যামা সঙ্গীত শোনে জমিদার গিন্নি সুরবালা দেবী । রামপ্রসাদকে নিজের বাড়িতে সে রেখে দেয় পুরোহিত হিসেবে । রয়েছে ঘটনার আরও ঘনঘটা । এভাবেই এগোবে আগামী পর্বের গল্প ।
আরও পড়ুন: 'এসআরকেই আসল কিং', নতুন ডন রণবীরকে দেখেই অসন্তোষ নেটপাড়ায়
অভিনেত্রী আরও বলেন, "আমি এই ধরনের চরিত্র করতে চাই সবসময়ই । কিন্তু খুব কমই করার সুযোগ পেয়েছি । তবে, এরকম বিধবার বেশে ছোট চুলে দর্শক এই প্রথম দেখবে আমাকে । এই কিছুদিন আগে 'খেলনা বাড়ি'তে উত্তরপ্রদেশের একজন মহিলা ডনের চরিত্র করলাম । নাম জাহ্নবী । বেশ অন্যরকম লাগল । সাজটাও একেবারে আলাদা । ভিন্ন ধরনের চরিত্র সব শিল্পীই চায় ।"