ETV Bharat / entertainment

Ranbir on Daughter Raha: ক্লিন শেভে ছোট্ট রাহা তাঁকে চিনতে না-পারলে হৃদয় ভাঙবে রণবীরের - Raha Kapoor

টেলিভিশন রিয়েলিটি শো-তে গিয়ে মেয়ের সঙ্গে বন্ডিং নিয়ে কথা বললেন রণবীর কাপুর (Ranbir Talk About Daughter Raha) ৷ জানালেন, তাঁর বেয়ার্ড লুকেই রাহা তাঁকে চেনে ৷ তাই ক্লিন শেভ লুকে মেয়ে চিনতে না পারলে হৃদয় ভাঙবে অভিনেতার ৷

Ranbir Talk About Daughter Raha ETV BHARATA
Ranbir Talk About Daughter Raha
author img

By

Published : Mar 4, 2023, 8:55 PM IST

মুম্বই, 4 মার্চ: গতবছর নভেম্বর প্রথম সন্তানের মুখ দেখেছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ কন্যা রাহাকে নিয়ে মাঝেমধ্যেই কথা বলতে শোনা গিয়েছে তাঁদের ৷ ফের ছোট্ট রাহাকে নিয়ে অজানা কথা শেয়ার করলেন বাবা রণবীর (Ranbir Kapoor Talk About Daughter Raha) ৷ আসন্ন সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মাক্কর’ এর প্রচারে একটি টিভি শো-তে গিয়েছিলেন রণবীর কাপুর ৷ সেখানেই মেয়ের সঙ্গে তাঁর বন্ডিং নিয়ে কথা বলতে শোনা গেল রণবীরকে ৷ জানালেন গাল ভরা দাড়ির লুকেই বাবাকে চেনে মেয়ে রাহা ৷ আর তাই রণবীর এখন দাড়ি কাটাতে ভয় পান ৷ পাছে যদি ক্লিন শেভ লুকে মেয়ে তাঁকে চিনতে না পারে !

সকল বাবার মতো, রণবীরও তার মেয়ের ভালবাসাকে মূল্যবান বলে মনে করেন ৷ আর মেয়ের হাসিতে তাঁর দিনের শুভ সূচনা হয় ৷ রণবীর জানান, পরবর্তী 'অ্যানিমাল' জন্য তার দাড়ি বাড়িয়েছেন এবং রাহা জন্মের পর থেকে তাঁকে সেই চেহারায় দেখছে ৷ তবে, মেয়েকে কোল নিলে বা কাছে গেলে সে রণবীরের দাড়ি ধরে টানবে, এতে তিনি চিন্তিত নন ৷ রণবীরের চিন্তা অন্য জায়গায় ৷ দাড়ি কেটে ফেলার পর যদি রাহা তাঁকে চিনতে না পারে ! উল্লেখ্য, রণবীর এবং তাঁর সহ-অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি ইন্ডিয়ান আইডল 13-র মঞ্চে গিয়েছিলেন ছবির প্রচারে ৷ সেখানেই এ কথা জানান তিনি ৷

আরও পড়ুন: শ্যুটিং করতে উপত্যকায়, আলিয়া যেন কাশ্মীর কি কলি

মেয়ের হাসি নিয়ে রণবীর জানান, হাসির সময় তাঁর চোখের দিকে তাকিয়ে থাকে ছোট্ট রাহা ৷ রণবীরের বিশ্বাস, রাহা কখনোই চোখের নীচে দেখেনি ৷ তবে ৷ ব্রহ্মাস্ত্র অভিনেতা এও বিশ্বাস করেন, রাহা ক্লিন-শেভ চেহারাতেও অভ্যস্ত হয়ে উঠবে ৷ কিন্তু, তাঁকে রাহা চিনতে না-পারলে, সেটা রণবীরের জন্য হৃদয় বিদারক হবে ৷ আগামী সপ্তাহেই রংয়ের উৎসব ‘হোলি’ ৷ ইন্ডিয়ান আইডল 13-র প্রতিযোগীদের সঙ্গে হোলি স্পেশাল পর্বে মেতে উঠেছিলেন রণবীর এবং শ্রদ্ধা ৷

মুম্বই, 4 মার্চ: গতবছর নভেম্বর প্রথম সন্তানের মুখ দেখেছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাট ৷ কন্যা রাহাকে নিয়ে মাঝেমধ্যেই কথা বলতে শোনা গিয়েছে তাঁদের ৷ ফের ছোট্ট রাহাকে নিয়ে অজানা কথা শেয়ার করলেন বাবা রণবীর (Ranbir Kapoor Talk About Daughter Raha) ৷ আসন্ন সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মাক্কর’ এর প্রচারে একটি টিভি শো-তে গিয়েছিলেন রণবীর কাপুর ৷ সেখানেই মেয়ের সঙ্গে তাঁর বন্ডিং নিয়ে কথা বলতে শোনা গেল রণবীরকে ৷ জানালেন গাল ভরা দাড়ির লুকেই বাবাকে চেনে মেয়ে রাহা ৷ আর তাই রণবীর এখন দাড়ি কাটাতে ভয় পান ৷ পাছে যদি ক্লিন শেভ লুকে মেয়ে তাঁকে চিনতে না পারে !

সকল বাবার মতো, রণবীরও তার মেয়ের ভালবাসাকে মূল্যবান বলে মনে করেন ৷ আর মেয়ের হাসিতে তাঁর দিনের শুভ সূচনা হয় ৷ রণবীর জানান, পরবর্তী 'অ্যানিমাল' জন্য তার দাড়ি বাড়িয়েছেন এবং রাহা জন্মের পর থেকে তাঁকে সেই চেহারায় দেখছে ৷ তবে, মেয়েকে কোল নিলে বা কাছে গেলে সে রণবীরের দাড়ি ধরে টানবে, এতে তিনি চিন্তিত নন ৷ রণবীরের চিন্তা অন্য জায়গায় ৷ দাড়ি কেটে ফেলার পর যদি রাহা তাঁকে চিনতে না পারে ! উল্লেখ্য, রণবীর এবং তাঁর সহ-অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি ইন্ডিয়ান আইডল 13-র মঞ্চে গিয়েছিলেন ছবির প্রচারে ৷ সেখানেই এ কথা জানান তিনি ৷

আরও পড়ুন: শ্যুটিং করতে উপত্যকায়, আলিয়া যেন কাশ্মীর কি কলি

মেয়ের হাসি নিয়ে রণবীর জানান, হাসির সময় তাঁর চোখের দিকে তাকিয়ে থাকে ছোট্ট রাহা ৷ রণবীরের বিশ্বাস, রাহা কখনোই চোখের নীচে দেখেনি ৷ তবে ৷ ব্রহ্মাস্ত্র অভিনেতা এও বিশ্বাস করেন, রাহা ক্লিন-শেভ চেহারাতেও অভ্যস্ত হয়ে উঠবে ৷ কিন্তু, তাঁকে রাহা চিনতে না-পারলে, সেটা রণবীরের জন্য হৃদয় বিদারক হবে ৷ আগামী সপ্তাহেই রংয়ের উৎসব ‘হোলি’ ৷ ইন্ডিয়ান আইডল 13-র প্রতিযোগীদের সঙ্গে হোলি স্পেশাল পর্বে মেতে উঠেছিলেন রণবীর এবং শ্রদ্ধা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.