ETV Bharat / entertainment

Raktabeej Trailer: খাগড়াগড় বিস্ফোরণ উঠে এল রূপোলি পর্দায়, মুক্তি পেল 'রক্তবীজ' ছবির ট্রেলার - মুক্তি পেল রক্তবীজ ছবির ট্রেলার

পুজোয় মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'রক্তবীজ' ৷ শনিবার মুক্তি পেল 'রক্তবীজ'-এর ট্রেলার ৷ খাগড়াগড় বিস্ফোরণ নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷

Raktabeej Trailer
মুক্তি পেল রক্তবীজ ছবির ট্রেলার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 12:48 PM IST

Updated : Sep 30, 2023, 1:08 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর: পুজোতেই আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত বাংলা ছবি 'রক্তবীজ' ৷ এর আগেই ছবির টিজার এবং দু'টি গান শুনে ফেলেছেন অনুরাগীরা ৷ আর শনিবার মুক্তি পেল ছবির ট্রেলার । ট্রেলারের শুরুতেই শোনা গেল মহালয়ার ধ্বনি । ট্রেলারেই প্রথমেই ধরা দিলেন আবির চট্টোপাধ্যায় । এরপর একে একে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, দেবলীনা কুমার, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য সকলকেই দেখা গেল ভিডিয়োতে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

টানটান উত্তেজনায় ভরা ট্রেলারে মিমি চক্রবর্তীকে দেখা গেল একেবারে আলাদা ইমেজে । অ্যাকশনে ভরপুর এই ছবিতে মিমিকেও দেখা যাবে অ্যাকশন মোডে । মিমির চরিত্রের নাম সংযুক্তা মিত্র । আবিরের চরিত্রটি পঙ্কজ সিনহার । তিনি একজন আইপিএস অফিসার ৷ আবিরকে এর আগেও এহেন ইমেজে দেখা গিয়েছে । তবে, এবার তিনি যেন আরও বেশি কঠোর ।

Raktabeej Trailer
শুটিংয়ের কিছু মুহূর্ত

সম্প্রতি এক ভিডিয়োতে শিবপ্রসাদ জানিয়েছেন দেবাশিস মণ্ডল অ্যাকশন করতে কোনও ডামির সাহায্য নেননি । ওদিকে দেবলীনা কুমারকেও এখানে দেখা যাবে একেবারে অন্যরকম চরিত্রে । ছবিতে প্রথমবার আইটেম ডান্স করেছেন অঙ্কুশ হাজরা । ইতিমধ্যেই 'গোবিন্দ দাঁত মাজে না' গানটি ঘিরে উন্মাদনা তুঙ্গে । অনেকেই রিলস বানিয়ে তা শেয়ার করছেন সামাজিক মাধ্যমে । এই প্রথমবার আইটেম ডান্স করতে পেরে খুশি অঙ্কুশ । আইটেম ডান্সে বাংলা ছবিতে সাধারণত মেয়েদের দেখা যায় ৷ তবে এই মজাদার গানের জন্য বেছে নেওয়া হয়েছে অভিনেতাকে ৷

Raktabeej Trailer
নতুন লুকে হাজির মিমি

আরও পড়়ুন: 'বিক্রম সিংহ' থেকে 'লালন সাঁই', পরিবর্তনের পরিভাষা প্রসেনজিৎ
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নানা সময়ে সমাজের নানা দিক তুলে ধরেন তাঁদের ছবির মাধ্যমে ৷ এবার তাঁরা বেছে নিয়েছেন বাংলার বুকে ঘটে যাওয়া খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ৷ সেদিনের সেই কাণ্ডের অজানা দিক উঠে আসবে এই ছবিতে জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ।

কলকাতা, 30 সেপ্টেম্বর: পুজোতেই আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত বাংলা ছবি 'রক্তবীজ' ৷ এর আগেই ছবির টিজার এবং দু'টি গান শুনে ফেলেছেন অনুরাগীরা ৷ আর শনিবার মুক্তি পেল ছবির ট্রেলার । ট্রেলারের শুরুতেই শোনা গেল মহালয়ার ধ্বনি । ট্রেলারেই প্রথমেই ধরা দিলেন আবির চট্টোপাধ্যায় । এরপর একে একে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, দেবলীনা কুমার, কাঞ্চন মল্লিক, সত্যম ভট্টাচার্য, অম্বরীশ ভট্টাচার্য সকলকেই দেখা গেল ভিডিয়োতে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

টানটান উত্তেজনায় ভরা ট্রেলারে মিমি চক্রবর্তীকে দেখা গেল একেবারে আলাদা ইমেজে । অ্যাকশনে ভরপুর এই ছবিতে মিমিকেও দেখা যাবে অ্যাকশন মোডে । মিমির চরিত্রের নাম সংযুক্তা মিত্র । আবিরের চরিত্রটি পঙ্কজ সিনহার । তিনি একজন আইপিএস অফিসার ৷ আবিরকে এর আগেও এহেন ইমেজে দেখা গিয়েছে । তবে, এবার তিনি যেন আরও বেশি কঠোর ।

Raktabeej Trailer
শুটিংয়ের কিছু মুহূর্ত

সম্প্রতি এক ভিডিয়োতে শিবপ্রসাদ জানিয়েছেন দেবাশিস মণ্ডল অ্যাকশন করতে কোনও ডামির সাহায্য নেননি । ওদিকে দেবলীনা কুমারকেও এখানে দেখা যাবে একেবারে অন্যরকম চরিত্রে । ছবিতে প্রথমবার আইটেম ডান্স করেছেন অঙ্কুশ হাজরা । ইতিমধ্যেই 'গোবিন্দ দাঁত মাজে না' গানটি ঘিরে উন্মাদনা তুঙ্গে । অনেকেই রিলস বানিয়ে তা শেয়ার করছেন সামাজিক মাধ্যমে । এই প্রথমবার আইটেম ডান্স করতে পেরে খুশি অঙ্কুশ । আইটেম ডান্সে বাংলা ছবিতে সাধারণত মেয়েদের দেখা যায় ৷ তবে এই মজাদার গানের জন্য বেছে নেওয়া হয়েছে অভিনেতাকে ৷

Raktabeej Trailer
নতুন লুকে হাজির মিমি

আরও পড়়ুন: 'বিক্রম সিংহ' থেকে 'লালন সাঁই', পরিবর্তনের পরিভাষা প্রসেনজিৎ
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নানা সময়ে সমাজের নানা দিক তুলে ধরেন তাঁদের ছবির মাধ্যমে ৷ এবার তাঁরা বেছে নিয়েছেন বাংলার বুকে ঘটে যাওয়া খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ৷ সেদিনের সেই কাণ্ডের অজানা দিক উঠে আসবে এই ছবিতে জানিয়েছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ।

Last Updated : Sep 30, 2023, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.