প্রয়াগরাজ, 13 ডিসেম্বর: সিনেমার শুটিং চলাকালীন এক অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে গেল উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কাটরা এলাকায় ৷ জানা গিয়েছে ছবির একটি দৃশ্য়ের জন্য় স্কুটার চালাতে হয়েছিল রাজপাল যাদবকে ৷ আর তাতেই ঘটে দুর্ঘটনা ৷ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এক ছাত্রকে ধাক্কা মারেন (Rajpal Yadav film shoot in praygraj ) ৷ আহত ওই ছাত্রটিই কর্নেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ফিল্মের টিমের বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ, আঘাত তো রয়েছেই তার ওপর তাঁর সঙ্গে দুর্ব্যবহারও করেছেন এই ছবির নির্মাতারা ৷
অন্যদিকে এই ছাত্রটির বিরুদ্ধেও পালটা অভিযোগ দায়ের করা হয়েছে ছবির টিমের তরফে ৷ তাঁদের দাবি, জেলা প্রশাসনের থেকে অনুমতি নিয়েই তাঁরা কাজ করছিলেন কিন্তু এই ছাত্রটি এবং বেশ কিছু লোক ইচ্ছাকৃতভাবে শুটিং ব্যাহত করার চেষ্টা করে ৷
এই বিষয়ে কথা বলতে গিয়ে কর্নেলগঞ্জ থানার স্টেশন হাউস অফিসার রাম মোহন রাই জানান, অভিনেতা যে স্কুটারে চড়েছিলেন সেটি ছিল পুরনো । আর তাই ক্লাচের তার ছিঁড়ে যাওয়ায় তিনি স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ওই ছাত্রটিকে ধাক্কা মারেন ৷ তবে ছাত্রটির তেমন কোনও গুরুতর চোট ছিল না ৷ তবে রামমোহন রাই বলেন, "তদন্ত চলছে এবং পরবর্তী ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে (Rajpal Yadav accidently hits a student) ৷"
আরও পড়ুন: ওটিটি তে এবার একগুচ্ছ বাংলা অরিজিনাল ছবি
খবর অনুযায়ী, অভিনেতা রাজপাল যাদব এবং তাঁর দল লক্ষ্মী টকিজ ক্রসিংয়ের কাছে তাঁদের আসন্ন ছবির কাজ করেছিলেন (Rajpal Yadav Laxmi Talkies shoot ) । স্বাভাবিকভাবেই ছবির শুটিং দেখতে লোকের ভিড় জমে যায় ৷ এরপরেই ঘটে এই আকস্মিক দুর্ঘটনা ৷