ETV Bharat / entertainment

Mr and Mrs Mahi Shoot Begins : রুহি-র পর ফের পর্দায় রাজকুমার-জাহ্নবী জুটি, শুরু শ্যুটিং - janhvi rajkummar rao film

শুরু হল রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর জুটির নতুন ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শ্যুটিং (Janhvi Kapoor Rajkummar Rao Film Shoot Begins)৷ আগামি 7 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে এই ছবির ৷

Mr and Mrs Mahi Shoot Begins
ফের পর্দায় রাজকুমার-জাহ্নবী জুটি, শুরু শ্যুটিং
author img

By

Published : May 9, 2022, 4:31 PM IST

মুম্বই, 9 মে : সোমবার থেকে শুরু হল নতুন ক্রিকেট ড্রামা 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শ্যুটিং ৷ এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাশনস ৷ এই ছবি জুটি বাঁধতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর (Janhvi Kapoor Rajkummar Rao Film Shoot Begins) ৷ গতবছর 'রুহি' ছবিতে শেষবার একসঙ্গে পর্দায় এসেছিল এই জুটি ৷ এবার ফের একবার স্ক্রিন শেয়ার করবেন তাঁরা ৷

এদিন প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের তরফে টুইটে জানানো হয়,"মাঠ প্রস্তুত এবং 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' টিম প্রস্তুত! প্রথম দিন শ্যুটিং শুরু হল !" এই ছবিতে রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর চরিত্রে আর জাহ্নবীকে দেখা যাবে মাহিমার চরিত্রে ৷ ছবি ট্যাগলাইনটি এরকম, "কোনও স্বপ্নই একা তাড়া করা যায় না ৷" 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' পরিচালনা করেছেন শরণ শর্মা ৷ 2020 সালে 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবির হাত ধরে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন শরণ ।

Mr and Mrs Mahi Shoot Begins
শুরু হল রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর জুটির নতুন ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শ্যুটিং

আরও পড়ুন : লঞ্চ হল অক্ষয়ের বহু প্রতিক্ষিত ছবি 'পৃথ্বীরাজ'-এর ট্রেলার

'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবির মতই এই ছবিতেও সহায়ক হিসাবে শরণের সঙ্গে রয়েছেন নিখিল মালহোত্রা ৷ প্রযোজনার দায়িত্বে রয়েছেন ধর্ম প্রোডাকশনের হিরু যশ জোহর, করণ জোহর এবং অপূর্ব মেহতা ৷ আগামি 7 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিটির ৷

মুম্বই, 9 মে : সোমবার থেকে শুরু হল নতুন ক্রিকেট ড্রামা 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শ্যুটিং ৷ এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাশনস ৷ এই ছবি জুটি বাঁধতে চলেছেন অভিনেতা রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর (Janhvi Kapoor Rajkummar Rao Film Shoot Begins) ৷ গতবছর 'রুহি' ছবিতে শেষবার একসঙ্গে পর্দায় এসেছিল এই জুটি ৷ এবার ফের একবার স্ক্রিন শেয়ার করবেন তাঁরা ৷

এদিন প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের তরফে টুইটে জানানো হয়,"মাঠ প্রস্তুত এবং 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' টিম প্রস্তুত! প্রথম দিন শ্যুটিং শুরু হল !" এই ছবিতে রাজকুমারকে দেখা যাবে মহেন্দ্রর চরিত্রে আর জাহ্নবীকে দেখা যাবে মাহিমার চরিত্রে ৷ ছবি ট্যাগলাইনটি এরকম, "কোনও স্বপ্নই একা তাড়া করা যায় না ৷" 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' পরিচালনা করেছেন শরণ শর্মা ৷ 2020 সালে 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবির হাত ধরে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন শরণ ।

Mr and Mrs Mahi Shoot Begins
শুরু হল রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর জুটির নতুন ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'-র শ্যুটিং

আরও পড়ুন : লঞ্চ হল অক্ষয়ের বহু প্রতিক্ষিত ছবি 'পৃথ্বীরাজ'-এর ট্রেলার

'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবির মতই এই ছবিতেও সহায়ক হিসাবে শরণের সঙ্গে রয়েছেন নিখিল মালহোত্রা ৷ প্রযোজনার দায়িত্বে রয়েছেন ধর্ম প্রোডাকশনের হিরু যশ জোহর, করণ জোহর এবং অপূর্ব মেহতা ৷ আগামি 7 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিটির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.