ETV Bharat / entertainment

RajKummar Film Bheed: সমালোচকদের প্রশংসা কুড়োলেও প্রথম দিনে ভিড় টানতে ব্যর্থ 'ভিড়' - Bheed Day 1 Box Office Collection

অনুভব সিনহার নতুন ছবি 'ভিড়' মুক্তি পেয়েছে শুক্রবার ৷ প্রথম দিনে বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারল না এই ছবি (Bheed Day 1 Box Office Collection ) ৷

Bheed Day 1 Box Office Collection
বক্স অফিসে রিপোর্টকার্ডে চাপে ভিড়
author img

By

Published : Mar 25, 2023, 12:30 PM IST

হায়দরাবাদ, 25 মার্চ: শুক্রবার মুক্তি পেয়েছে অনুভব সিনহার নতুন ছবি 'ভিড়' ৷ লকডাউন এবং করোনা কালের দলিল তুলে ধরা এই ছবি নিয়ে বেশ আশাবাদী ছিলেন সমালোচকেরা ৷ বলিউডের বেশ কয়েকজন তাবড় তাবড় পরিচালক এবং সিনে সমালোচকদের কাছেও বেশ প্রশংসা কুড়িয়েছে এই ছবি ৷ তবে বক্স অফিসে অন্তত প্রথম দিন তেমন সাড়া ফেলতে পারল না 'ভিড়' ৷

বিভিন্ন সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী রাজকুমার রাও এবং ভূমি পেড়নেকর অভিনীত এই ছবি দেশ জুড়ে মুক্তি পেয়েছিল প্রায় 500 স্ক্রিনে ৷ কিন্তু ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের রিপোর্ট কার্ড ন্যাশানাল চেইনে খুব একটা সফল হতে পারেনি এই ছবি ৷ অনুভবের এই ছবি পিভিআর, সিনেপলিস এবং আইনক্স মিলিয়ে প্রথমদিনে আয় করেছে মাত্র 29 লক্ষ (Bheed Day 1 Box Office Collection) ৷ সম্প্রতি মুক্তি পাওয়া রানির 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' এবং কপিল শর্মার 'জুইগাটো' ছবির আয়ের কাছাকাছিও পৌঁছাতে পারেনি এই ছবি ৷

সূত্রের খবর রাজকুমার রাও অভিনীত এই ছবির বাজেট ছিল প্রায় 35 কোটি টাকা ৷ তাই বাজেটের টাকা তুলতে হলে শনি এবং রবিবারে যে বড় সড় লাফ দিতে হবে এই ছবিকে তা বলাই বাহুল্য ৷ একথা মানতেই হবে ছবিটি কেমন তা শুধু বক্স অফিসের সাফল্য় দিয়ে বিচার করা যায় না ৷ কিংবদন্তি সত্য়জিৎ রায়ের 'অপরাজিত' ছবিটিও তেমন সাফল্য পায়নি বাজারে ৷ উদাহরণ দেওয়া যেতে পারে ঋত্বিক ঘটকের 'যুক্তি তক্কো গপ্পো' ছবিটিরও ৷

আরও পড়ুন: জমে উঠল আবির ঋতাভরীর কেমিস্ট্রি, হাজির 'ফাটাফাটি'র নতুন গান

একজন শিল্পীর দায়বদ্ধতা সমাজের সঠিক প্রতিচ্ছবিকে তুলে ধরা ৷ করোনা কালে মানুষের হাহাকার, পরিযায়ী শ্রমিকদের মিছল, হাজার হাজার মৃত্যু শিল্পে জায়গা করে নিতই আজ হোক বা কাল ৷ সেই দায়িত্বই পালন করেছেন অনুভব সিনহা ৷ এই ছবির প্রযোজনা করেছেন অনুভব নিজেই ৷ কাহিনি লিখেছেন সৌম্য তিওয়ারি, সোনালি জৈন এবং পরিচালক নিজেই ৷ ছবিতে রাজকুমার, ভূমির সঙ্গে রয়েছেন দিয়া মির্জা, আশুতোষ রানা এবং পঙ্কজ কাপুর ৷

হায়দরাবাদ, 25 মার্চ: শুক্রবার মুক্তি পেয়েছে অনুভব সিনহার নতুন ছবি 'ভিড়' ৷ লকডাউন এবং করোনা কালের দলিল তুলে ধরা এই ছবি নিয়ে বেশ আশাবাদী ছিলেন সমালোচকেরা ৷ বলিউডের বেশ কয়েকজন তাবড় তাবড় পরিচালক এবং সিনে সমালোচকদের কাছেও বেশ প্রশংসা কুড়িয়েছে এই ছবি ৷ তবে বক্স অফিসে অন্তত প্রথম দিন তেমন সাড়া ফেলতে পারল না 'ভিড়' ৷

বিভিন্ন সংবাদ মাধ্য়মের খবর অনুযায়ী রাজকুমার রাও এবং ভূমি পেড়নেকর অভিনীত এই ছবি দেশ জুড়ে মুক্তি পেয়েছিল প্রায় 500 স্ক্রিনে ৷ কিন্তু ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের রিপোর্ট কার্ড ন্যাশানাল চেইনে খুব একটা সফল হতে পারেনি এই ছবি ৷ অনুভবের এই ছবি পিভিআর, সিনেপলিস এবং আইনক্স মিলিয়ে প্রথমদিনে আয় করেছে মাত্র 29 লক্ষ (Bheed Day 1 Box Office Collection) ৷ সম্প্রতি মুক্তি পাওয়া রানির 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' এবং কপিল শর্মার 'জুইগাটো' ছবির আয়ের কাছাকাছিও পৌঁছাতে পারেনি এই ছবি ৷

সূত্রের খবর রাজকুমার রাও অভিনীত এই ছবির বাজেট ছিল প্রায় 35 কোটি টাকা ৷ তাই বাজেটের টাকা তুলতে হলে শনি এবং রবিবারে যে বড় সড় লাফ দিতে হবে এই ছবিকে তা বলাই বাহুল্য ৷ একথা মানতেই হবে ছবিটি কেমন তা শুধু বক্স অফিসের সাফল্য় দিয়ে বিচার করা যায় না ৷ কিংবদন্তি সত্য়জিৎ রায়ের 'অপরাজিত' ছবিটিও তেমন সাফল্য পায়নি বাজারে ৷ উদাহরণ দেওয়া যেতে পারে ঋত্বিক ঘটকের 'যুক্তি তক্কো গপ্পো' ছবিটিরও ৷

আরও পড়ুন: জমে উঠল আবির ঋতাভরীর কেমিস্ট্রি, হাজির 'ফাটাফাটি'র নতুন গান

একজন শিল্পীর দায়বদ্ধতা সমাজের সঠিক প্রতিচ্ছবিকে তুলে ধরা ৷ করোনা কালে মানুষের হাহাকার, পরিযায়ী শ্রমিকদের মিছল, হাজার হাজার মৃত্যু শিল্পে জায়গা করে নিতই আজ হোক বা কাল ৷ সেই দায়িত্বই পালন করেছেন অনুভব সিনহা ৷ এই ছবির প্রযোজনা করেছেন অনুভব নিজেই ৷ কাহিনি লিখেছেন সৌম্য তিওয়ারি, সোনালি জৈন এবং পরিচালক নিজেই ৷ ছবিতে রাজকুমার, ভূমির সঙ্গে রয়েছেন দিয়া মির্জা, আশুতোষ রানা এবং পঙ্কজ কাপুর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.