ETV Bharat / entertainment

Prosenjit Shares Flashback Pics: শ্রীকান্ত রায়ের স্মৃতিতে ডুব বুম্বাদার, শেয়ার করলেন লুক টেস্টের স্মৃতি - শ্রীকান্ত রায়ের স্মৃতিতে ডুব বুম্বাদার

শুক্রবার 'জুবিলি' সিরিজের শ্রীকান্ত রায়ের লুক থেকে শুরু করে সেটের কিছু স্মৃতি ভাগ করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ নিজের চরিত্রের দু'টি ছবিও পোস্ট করলেন সকলের প্রিয় বুম্বাদা ৷

Prosenjit Shares Flashback Pics
শ্রীকান্ত রায়ের লুক টেস্টের ছবি শেয়ার বুম্বাদার
author img

By

Published : May 26, 2023, 11:36 AM IST

কলকাতা, 26 মে: একে প্রথমবার পা রাখছেন ওটিটিতে আর তারপর আবার ভাষাটা হিন্দি ৷ তাই 'জুবিলি'-র শ্রীকান্ত রায়কে, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় কীভাবে ফুটিয়ে তুলবেন তা দেখার জন্য় অধীর আগ্রহে ছিলেন অনুরাগীরা ৷ না নিরাশ করেননি বুম্বাদা ৷ হয়ে উঠেছেন স্টারমেকার ৷ ঠিক যেমনটা দাবি ছিল এই সিরিজের ৷ বুম্বাদার অভিনয় সকলেরই নজর কেড়েছে । বলা যায়, অভিনয়-জীবনের এই চ্যালেঞ্জিং পরীক্ষায় দারুণভাবে পাশ করেছেন তিনি ।

বিক্রমাদিত্য মোটওয়ানি পরিচালিত 'জুবিলি' তুলে ধরেছে সিনেমার সোনালি ইতিহাসের গল্প ৷ বলিউড কীভাবে আজকের অবস্থায় এল সে কথাই তুলে ধরেছেন বিক্রমাদিত্য। আর সেই গল্পে অন্যতম প্রধান চরিত্রে ছিলেন প্রসেনজিৎ ৷ সিনেমায় তিনি এক প্রযোজক তথা স্টুডিও-র মালিকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর কাছে সিনেমা সবার উপরে। সিনেমা করতে ব্যক্তিগত জীবনকে বারবার বাজি রাখতেও পিছপা নন তিনি। এবার সেই আইকনিক চরিত্রের লুক টেস্ট থেকে শুরু করে সেটের কিছু স্মৃতি শেয়ার করলেন অভিনেতা ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে হিন্দি জগতে এক অন্য উচ্চতা দিয়েছে 'জুবিলি'র শ্রীকান্ত রায় ৷ সুটেড বুটেড সাজ, ব্যাকব্রাশ করা চুল, চোখে চশমা, হাতে পাইপ- চরিত্রের শুরু থেকে শেষ শুধুই দাপুট ৷ তাঁর কাছে সিনেমা আর অভিনয়টাই সব ৷ প্রযোজক শ্রীকান্ত রায়ের উপর চারদিক থেকে ধেয়ে আসে নানা রকমরে চাপ। স্ত্রীও তাঁকে অপমান করে 'খুব খারাপ মানুষ' বলেন ৷ কিন্তু তাতে তাঁর কিছু এসে যায়না ৷ তিনি শুধু বোঝেন সিনেমা, বোঝেন কীভাবে তারকার জন্ম দিতে হয় ৷ আগামিদিনের স্টারকে খুঁজে বের করার তার একমাত্র কাজ ৷

প্রসেনজিৎ সুলভ কোনও ছোঁয়া না রেখে এই চরিত্রটিকে গড়ে তোলা কতটা যে কঠিন ছিল তা বলাই বাহুল্য ৷ কিন্তু সেটাই করে দেখিয়েছেন বুম্বাদা ৷ এবার সেই চরিত্রের লুক সেটের কিছু স্মৃতি শেয়ার করলেন তিনি ৷ চরিত্রের গেটআপে দু'টি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "শুক্রবারে ফিরে দেখা, শ্রীকান্ত রায়ের লুক সেটের স্মৃতি ৷"

শ্রীকান্ত রায়ের আইকনিক চরিত্রে অভিনয়ের পর আগামী আবারও তাঁকে দেখা যাবে একটি হিন্দি সিরিজে ৷ হনসল মেহেতা পরিচালিত এই সিরিজটির নাম 'স্কুপ' ৷ গল্পে সাংবাদিক জয়দেব সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বুম্বাদা ৷ আগামী 2 জুন নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি ৷ যদিও শ্রীকান্ত রায়ের মতো এত বেশি স্ক্রিনটাইম কাটানোর সুযোগ নেই এই চরিত্রটির ৷

আরও পড়ুন: হ্রদের শহরে ছুটির মেজাজে তনুশ্রী, দেখুন ছবিতে

কলকাতা, 26 মে: একে প্রথমবার পা রাখছেন ওটিটিতে আর তারপর আবার ভাষাটা হিন্দি ৷ তাই 'জুবিলি'-র শ্রীকান্ত রায়কে, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় কীভাবে ফুটিয়ে তুলবেন তা দেখার জন্য় অধীর আগ্রহে ছিলেন অনুরাগীরা ৷ না নিরাশ করেননি বুম্বাদা ৷ হয়ে উঠেছেন স্টারমেকার ৷ ঠিক যেমনটা দাবি ছিল এই সিরিজের ৷ বুম্বাদার অভিনয় সকলেরই নজর কেড়েছে । বলা যায়, অভিনয়-জীবনের এই চ্যালেঞ্জিং পরীক্ষায় দারুণভাবে পাশ করেছেন তিনি ।

বিক্রমাদিত্য মোটওয়ানি পরিচালিত 'জুবিলি' তুলে ধরেছে সিনেমার সোনালি ইতিহাসের গল্প ৷ বলিউড কীভাবে আজকের অবস্থায় এল সে কথাই তুলে ধরেছেন বিক্রমাদিত্য। আর সেই গল্পে অন্যতম প্রধান চরিত্রে ছিলেন প্রসেনজিৎ ৷ সিনেমায় তিনি এক প্রযোজক তথা স্টুডিও-র মালিকের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর কাছে সিনেমা সবার উপরে। সিনেমা করতে ব্যক্তিগত জীবনকে বারবার বাজি রাখতেও পিছপা নন তিনি। এবার সেই আইকনিক চরিত্রের লুক টেস্ট থেকে শুরু করে সেটের কিছু স্মৃতি শেয়ার করলেন অভিনেতা ৷

প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে হিন্দি জগতে এক অন্য উচ্চতা দিয়েছে 'জুবিলি'র শ্রীকান্ত রায় ৷ সুটেড বুটেড সাজ, ব্যাকব্রাশ করা চুল, চোখে চশমা, হাতে পাইপ- চরিত্রের শুরু থেকে শেষ শুধুই দাপুট ৷ তাঁর কাছে সিনেমা আর অভিনয়টাই সব ৷ প্রযোজক শ্রীকান্ত রায়ের উপর চারদিক থেকে ধেয়ে আসে নানা রকমরে চাপ। স্ত্রীও তাঁকে অপমান করে 'খুব খারাপ মানুষ' বলেন ৷ কিন্তু তাতে তাঁর কিছু এসে যায়না ৷ তিনি শুধু বোঝেন সিনেমা, বোঝেন কীভাবে তারকার জন্ম দিতে হয় ৷ আগামিদিনের স্টারকে খুঁজে বের করার তার একমাত্র কাজ ৷

প্রসেনজিৎ সুলভ কোনও ছোঁয়া না রেখে এই চরিত্রটিকে গড়ে তোলা কতটা যে কঠিন ছিল তা বলাই বাহুল্য ৷ কিন্তু সেটাই করে দেখিয়েছেন বুম্বাদা ৷ এবার সেই চরিত্রের লুক সেটের কিছু স্মৃতি শেয়ার করলেন তিনি ৷ চরিত্রের গেটআপে দু'টি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, "শুক্রবারে ফিরে দেখা, শ্রীকান্ত রায়ের লুক সেটের স্মৃতি ৷"

শ্রীকান্ত রায়ের আইকনিক চরিত্রে অভিনয়ের পর আগামী আবারও তাঁকে দেখা যাবে একটি হিন্দি সিরিজে ৷ হনসল মেহেতা পরিচালিত এই সিরিজটির নাম 'স্কুপ' ৷ গল্পে সাংবাদিক জয়দেব সেনের ভূমিকায় অভিনয় করতে চলেছেন বুম্বাদা ৷ আগামী 2 জুন নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই সিরিজটি ৷ যদিও শ্রীকান্ত রায়ের মতো এত বেশি স্ক্রিনটাইম কাটানোর সুযোগ নেই এই চরিত্রটির ৷

আরও পড়ুন: হ্রদের শহরে ছুটির মেজাজে তনুশ্রী, দেখুন ছবিতে

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.