ETV Bharat / entertainment

'অযোগ্য'র হাত ধরে সিলভার স্ক্রিনে বুম্বা-ঋতুর হাফসেঞ্চুরি - প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত

Prosenjit Chatterjee Rituparna Sengupta Ajogya: আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত পঞ্চাশতম ছবি 'অযোগ্য'। বুধবার লোগো লঞ্চ হয়ে গেল ছবির । একইসঙ্গে ছবির নাম সকলের প্রকাশ্যে আনলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ।

Ajogyo
'অযোগ্য'র হাত ধরে সিলভার স্ক্রিনে বুম্বা-ঋতুর হাফসেঞ্চুরি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 10:47 PM IST

Updated : Dec 6, 2023, 10:53 PM IST

নিজেদের 50-তম ছবি নিয়ে কী বললেন বুম্বা ও ঋতু ?

কলকাতা, 6 ডিসেম্বর: উত্তম-সুচিত্রা জুটির পর আর কারা গড়ে তুলতে পেরেছেন সোনার জুটি ? বাংলা ছবির ইতিহাস মাথায় রেখে উত্তরটা দিতে গেলে মাথায় আসবে একটাই নাম ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ এই জুটির ছবির সংখ্যা এবার হাফ সেঞ্চুরির কোঠায় । 'নাগপঞ্চমী' দিয়ে পথচলা শুরু করেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা । যদিও 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির পর আর তাঁরা একসঙ্গে কাজ করেনি দীর্ঘ 14 বছর । এরপর আবার তাঁদের দেখা মেলে 'প্রাক্তন' ছবিতে ৷ 'দৃষ্টিকোণ'-এ আবার দেখা যায় দু'জনকে । আর এবার আসছে তাঁদের জুটির নতুন ছবি 'অযোগ্য'। এটাই তাঁদের পঞ্চাশতম ছবি ৷ বুধবার মুক্তি পেল ছবির নাম, লোগো এবং প্রথম পোস্টার ৷

কেন ছবির নাম 'অযোগ্য'? এই প্রশ্নের উত্তরে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, "কেন ছবির নাম 'অযোগ্য' এটা বলে দিলে গল্পটা বলা হয়ে যাবে । তবে, এই ছবি ভালোবাসার ছবি । এটা কোনও থ্রিলার নয় । এটাকে পরকীয়া প্রেম বলা যাবে না, এমনকী পুরনো প্রেম বলা যাবে না ৷ এমন কিছু আমরা দেখাতে পারিনি যা ওঁদের বয়সের সঙ্গে ম্যাচ করে না । ওঁদের কাজের নিষ্ঠা বলে দেয় পঞ্চাশ হাসতে হাসতে ষাট হয়ে যাবে । অযোগ্যর মধ্যে একটা টিপ সই আছে । ওটাই বলে দেয় অনেক কথা । ওঁদের বয়স, ম্যাচুরিটি ভেবে গল্প বানাতে হয়েছে ।"

ওদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "আমি খুব খুশি আমাদের পঞ্চাশতম ছবি নিয়ে । আমরা একসঙ্গে অনেকদিন কাজ করিনি । এরপরে যখন 'প্রাক্তন' আর 'দৃষ্টিকোণ' এসেছে তখনও দর্শক আমাদের ভালোবেসেছেন । আর তাই আরও একবার আমরা একসঙ্গে ।" উত্তম-সুচিত্রা জুটিও পঞ্চাশটি ছবি করেননি । এই প্রসঙ্গ উঠলে তিনি বলেন, "কিছু কিছু ব্যাপারের সঙ্গে কোনও তুলনা চলে না । যেমন এই জুটির সঙ্গে কোনও জুটির তুলনা আসে না । ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে আজও যেভাবে ওঁদের এত প্রশংসা হল তা আমার খুব ভালো লেগেছে ।"

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের দু'জনের আবার একসঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে ৷ গোটা টিমটা খুব ভালোভাবে কাজ করেছে ।" 'অযোগ্য'র লোগো লঞ্চে হাজির ছিলেন শ্রীকান্ত মোহতাও । 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবি ছিল তাঁরই নির্মাণ ।

আরও পড়ুন:

  1. 'দেব আনন্দ চিরকালীন নায়ক', কিংবদন্তির স্মৃতিচারণায় প্রসেনজিৎ
  2. কন্যার ডেবিউ ফিল্ম দ্য আর্চিসের প্রিমিয়ারে সপরিবার শাহরুখ, নাতির অভিষেক দেখতে হাজির অমিতাভও
  3. বিদেশেও চালিয়ে খেলছে রণবীরের অ্যানিমাল, 5 দিনেই আয় 500 কোটি ছুঁইছুঁই

নিজেদের 50-তম ছবি নিয়ে কী বললেন বুম্বা ও ঋতু ?

কলকাতা, 6 ডিসেম্বর: উত্তম-সুচিত্রা জুটির পর আর কারা গড়ে তুলতে পেরেছেন সোনার জুটি ? বাংলা ছবির ইতিহাস মাথায় রেখে উত্তরটা দিতে গেলে মাথায় আসবে একটাই নাম ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ এই জুটির ছবির সংখ্যা এবার হাফ সেঞ্চুরির কোঠায় । 'নাগপঞ্চমী' দিয়ে পথচলা শুরু করেছিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা । যদিও 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির পর আর তাঁরা একসঙ্গে কাজ করেনি দীর্ঘ 14 বছর । এরপর আবার তাঁদের দেখা মেলে 'প্রাক্তন' ছবিতে ৷ 'দৃষ্টিকোণ'-এ আবার দেখা যায় দু'জনকে । আর এবার আসছে তাঁদের জুটির নতুন ছবি 'অযোগ্য'। এটাই তাঁদের পঞ্চাশতম ছবি ৷ বুধবার মুক্তি পেল ছবির নাম, লোগো এবং প্রথম পোস্টার ৷

কেন ছবির নাম 'অযোগ্য'? এই প্রশ্নের উত্তরে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, "কেন ছবির নাম 'অযোগ্য' এটা বলে দিলে গল্পটা বলা হয়ে যাবে । তবে, এই ছবি ভালোবাসার ছবি । এটা কোনও থ্রিলার নয় । এটাকে পরকীয়া প্রেম বলা যাবে না, এমনকী পুরনো প্রেম বলা যাবে না ৷ এমন কিছু আমরা দেখাতে পারিনি যা ওঁদের বয়সের সঙ্গে ম্যাচ করে না । ওঁদের কাজের নিষ্ঠা বলে দেয় পঞ্চাশ হাসতে হাসতে ষাট হয়ে যাবে । অযোগ্যর মধ্যে একটা টিপ সই আছে । ওটাই বলে দেয় অনেক কথা । ওঁদের বয়স, ম্যাচুরিটি ভেবে গল্প বানাতে হয়েছে ।"

ওদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "আমি খুব খুশি আমাদের পঞ্চাশতম ছবি নিয়ে । আমরা একসঙ্গে অনেকদিন কাজ করিনি । এরপরে যখন 'প্রাক্তন' আর 'দৃষ্টিকোণ' এসেছে তখনও দর্শক আমাদের ভালোবেসেছেন । আর তাই আরও একবার আমরা একসঙ্গে ।" উত্তম-সুচিত্রা জুটিও পঞ্চাশটি ছবি করেননি । এই প্রসঙ্গ উঠলে তিনি বলেন, "কিছু কিছু ব্যাপারের সঙ্গে কোনও তুলনা চলে না । যেমন এই জুটির সঙ্গে কোনও জুটির তুলনা আসে না । ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে আজও যেভাবে ওঁদের এত প্রশংসা হল তা আমার খুব ভালো লেগেছে ।"

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের দু'জনের আবার একসঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে ৷ গোটা টিমটা খুব ভালোভাবে কাজ করেছে ।" 'অযোগ্য'র লোগো লঞ্চে হাজির ছিলেন শ্রীকান্ত মোহতাও । 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবি ছিল তাঁরই নির্মাণ ।

আরও পড়ুন:

  1. 'দেব আনন্দ চিরকালীন নায়ক', কিংবদন্তির স্মৃতিচারণায় প্রসেনজিৎ
  2. কন্যার ডেবিউ ফিল্ম দ্য আর্চিসের প্রিমিয়ারে সপরিবার শাহরুখ, নাতির অভিষেক দেখতে হাজির অমিতাভও
  3. বিদেশেও চালিয়ে খেলছে রণবীরের অ্যানিমাল, 5 দিনেই আয় 500 কোটি ছুঁইছুঁই
Last Updated : Dec 6, 2023, 10:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.