ETV Bharat / entertainment

Priyanka Chopra Salwar Kameez Look : ভারতীয় ট্র্যাডিশনাল লুকে অনুরাগীদের মন মাতালেন পিগি চপস - Priyanka Chopra Salwar Kameez Look

ভারতীয় ট্র্যাডিশনাল লুকে ফের মন মাতালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ শুক্রবার সালোয়ার কামিজে সোশ্য়াল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছেন তিনি (Priyanka Chopra New Look in Salwar Kameez) ৷

Priyanka Chopra Salwar Kameez Look
ভারতীয় ট্রাডিশনাল লুকে অনুরাগীদের মন মাতালেন পিকি চপস
author img

By

Published : Apr 8, 2022, 2:54 PM IST

Updated : Apr 8, 2022, 9:56 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল : এবার ভারতীয় ট্র্যাডিশনাল লুকে ফের মন মাতালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ শুক্রবার ক্যালিফোর্নিয়ায় তাঁদের বাড়ির সুইমিং পুলের ধারে দাঁড়িয়েই আজ বেশ কিছু ছবি শেয়ার করেন নিক পত্নী ৷ হলুদ সালোয়ার কামিজে এদিন সোশ্য়াল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছেন তিনি (Priyanka Chopra New Look in Salwar Kameez)৷

সদ্য সদ্য় মা হয়েছেন এই অভিনেত্রী ৷ সারোগেসির মাধ্যমে পরিবারে নতুন সদস্যকে আমন্ত্রণ জানিয়েছেন নিক জোনস এবং প্রিয়াঙ্কা চোপড়া জুটি ৷ শুক্রবার সকালে ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, "যখন সূর্যের আলো একেবারে ঠিকঠাক এসে পড়ে ৷" ছবিতেও দেখা যায় সকালের সূর্যের কিরণ পুরোপুরি উপভোগ করছেন তিনি ৷ সূর্যের কিরণে রীতিমত ঝলমলে হয়ে উঠেছে তাঁর এই নতুন লুক ৷ অভিনেত্রীর এদিনের পোশাকের ডিজাইনটি করেছেন ডিজাইনার পূজা রাজপাল জগ্গি ৷

আরও পড়ুন : এবার কালো মনোকিনিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন ক্যাটরিনা

কাজের ক্ষেত্রে বলতে গেলে, প্রিয়াঙ্কার হাতে এবছর রয়েছে একাধিক প্রজেক্ট ৷ 'এন্ডিং থিংস', 'টেক্সট ফর ইউ' তো বটেই এছাড়াও তাঁর হাতে রয়েছে 'সিটাডেল'-এর মত ওয়েব সিরিজ ৷ আবার একইসঙ্গে বলিউডেও কাজ করতে চলেছেন তিনি ৷ আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে 'জি লে জরা' ছবিতেও জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা ৷

হায়দরাবাদ, 8 এপ্রিল : এবার ভারতীয় ট্র্যাডিশনাল লুকে ফের মন মাতালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ শুক্রবার ক্যালিফোর্নিয়ায় তাঁদের বাড়ির সুইমিং পুলের ধারে দাঁড়িয়েই আজ বেশ কিছু ছবি শেয়ার করেন নিক পত্নী ৷ হলুদ সালোয়ার কামিজে এদিন সোশ্য়াল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছেন তিনি (Priyanka Chopra New Look in Salwar Kameez)৷

সদ্য সদ্য় মা হয়েছেন এই অভিনেত্রী ৷ সারোগেসির মাধ্যমে পরিবারে নতুন সদস্যকে আমন্ত্রণ জানিয়েছেন নিক জোনস এবং প্রিয়াঙ্কা চোপড়া জুটি ৷ শুক্রবার সকালে ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লেখেন, "যখন সূর্যের আলো একেবারে ঠিকঠাক এসে পড়ে ৷" ছবিতেও দেখা যায় সকালের সূর্যের কিরণ পুরোপুরি উপভোগ করছেন তিনি ৷ সূর্যের কিরণে রীতিমত ঝলমলে হয়ে উঠেছে তাঁর এই নতুন লুক ৷ অভিনেত্রীর এদিনের পোশাকের ডিজাইনটি করেছেন ডিজাইনার পূজা রাজপাল জগ্গি ৷

আরও পড়ুন : এবার কালো মনোকিনিতে নেট দুনিয়ায় ঝড় তুললেন ক্যাটরিনা

কাজের ক্ষেত্রে বলতে গেলে, প্রিয়াঙ্কার হাতে এবছর রয়েছে একাধিক প্রজেক্ট ৷ 'এন্ডিং থিংস', 'টেক্সট ফর ইউ' তো বটেই এছাড়াও তাঁর হাতে রয়েছে 'সিটাডেল'-এর মত ওয়েব সিরিজ ৷ আবার একইসঙ্গে বলিউডেও কাজ করতে চলেছেন তিনি ৷ আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে 'জি লে জরা' ছবিতেও জুটি বাঁধবেন প্রিয়াঙ্কা ৷

Last Updated : Apr 8, 2022, 9:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.