হায়দরাবাদ, 15 অগস্ট: স্বাধীনতার 75 বছর পূর্তিতে একাধিক বড় বাজেটের ছবিমুক্তির ঘোষণা হয়ে গেল সোমবার ৷ ঈশান খাট্টারের 'পিপ্পা' এবং ভাইজান সলমন খানের 'টাইগার 3' ছবির মুক্তির তারিখ সামনে এসেছে এদিন ৷ একইদিনে দক্ষিণী সুপারস্টার প্রভাসও তাঁর ফ্যানেদের বিশেষ উপহার দিলেন বিশেষ দিনে ৷ তাঁর আগামী ছবির জন্য 'কেজিএফ' ডিরেক্টর প্রশান্ত নীলের হাত ধরেছেন 'বাহুবলী' প্রভাস ৷ দক্ষিণী পরিচালকের সঙ্গে জুটি বেঁধে প্রভাস পর্দায় আনতে চলেছেন নতুন ছবি 'সালার' (Prabhas movie Salaar release date) ৷ যা মুক্তি পাবে 2023-এর 28 সেপ্টেম্বর ৷
স্বাধীনতা দিবসে ছবির একটি পোস্টারও প্রকাশ করেছেন নির্মাতারা ৷ এই ছবি যে অ্যাকশন এবং রোমাঞ্চে ভরপুর হতে চলেছে, তার আভাস মিলেছে পোস্টারেই ৷ ভারত ছাড়াও ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন জায়গায় শ্যুট করা হচ্ছে ছবিটি । পোস্টারে দেখা যাচ্ছে, প্রভাসের পায়ের তলায় পড়ে রয়েছে মৃতদেহ ৷ হাতে রয়েছে ধারালো অস্ত্র ৷ যা দেখে আন্দাজ করা কঠিন নয় যে, ছবির গল্পের পরতে পরতে থাকবে অ্যাকশন এবং থ্রিল ৷
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে আলিপুর বোমা মামলা নিয়ে ছবির বানানোর খবর দিলেন পরমব্রত
'সালার' ছবিতে অভিনেতা প্রভাসের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি হাসানকে। কন্নড়, তামিল, তেলুগু, মালায়ালাম এবং হিন্দি ভাষাতেও মুক্তি পাবে এই ছবি । ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দক্ষিণের শক্তিশালী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকেও । এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন দক্ষিণের সুপার ভিলেন জগপতি বাবু, ঈশ্বরী রাও এবং শ্রিয়া রেড্ডি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
খবর অনুযায়ী, ছবিটির বাজেট ৪০০ কোটি টাকারও বেশি ৷ প্রভাসকে শেষ দেখা গিয়েছিল 'রাধে-শ্যাম' ছবিতে, যা বক্স অফিসে তেমন সাফল্য় পায়নি । 'সালার'-এর পাশাপাশি বিগ বি'র সঙ্গে 'প্রজেক্ট কে' ছবিতে জুটি বাঁধছেন প্রভাস ৷ যে ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও ৷