ETV Bharat / entertainment

Sonu Nigam: লাইভ কনসার্টে সোনু নিগমের ওপর 'হামলা', অভিযোগের তির বিধায়ক পুত্রের দিকে - Sonu allegedly beaten by Shiv Sena Leader son

সোনু নিগমের ওপর হামলার অভিযোগ দায়ের স্থানীয় এক বিধায়ক পুত্রের বিরুদ্ধে ৷ মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের হয়েছে অভিযোগ (Sonu allegedly beaten by Shiv Sena Leader son )৷

Singer Sonu Nigam allegedly beaten by Shiv Sena Leader's son in Chembur
সোনু নিগমের ওপর হামলার অভিযোগ দায়ের স্থানীয় এক বিধায়ক পুত্রের বিরুদ্ধে
author img

By

Published : Feb 21, 2023, 10:09 AM IST

Updated : Feb 21, 2023, 2:09 PM IST

সোনু নিগমের ওপর হামলার অভিযোগ দায়ের স্থানীয় এক বিধায়ক পুত্রের বিরুদ্ধে

মুম্বই, 21 ফেব্রুয়ারি: সোনু নিগমের লাইভ কনসার্টে তাঁর ওপর 'হামলা এবং 'অভব্য আচরণের' অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ সোমবার মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের করা হয়েছে এই রিপোর্ট ৷ গায়কের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে 323, 341 এবং 337 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, এই ব্যক্তির নাম স্বপ্নিল ফাতারপেকার ৷ আর স্বপ্নিল স্থানীয় শিবসেনা বিধায়কের পুত্র (Sonu allegedly beaten by Shiv Sena Leader son ) ৷

স্থানীয় পুলিশের ডিসিপি হেমরাজসিংহ রাজপুত জানান, কনসার্টের পর সোনু যখন মঞ্চ থেকে নামছিলেন, তখন একজন ব্যক্তি তাঁকে ধরার চেষ্টা করেন ৷ সোনু আপত্তি জানালে তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা আরও দু'জনকে সিঁড়ি থেকে ধাক্কা দেয় অভিযুক্ত ৷ আর এই ঘটনায় যিনি বেশ চোট পান তাঁর নাম রব্বানি ৷

কর্মকর্তাদের মতে, মুম্বইয়ের চেম্বুর থানায় এরপর একটি অভিযোগ দায়ের করেন সোনু ৷ যদিও এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি ৷ সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সোনু জানান, কনসার্টের পর তিনি যখন মঞ্চ থেকে নামছিলেন তখন এক ব্যক্তি তাঁকে ধরার চেষ্টা করে ৷ তারপর তাঁকে বাঁচাতে আসা হরি এবং রব্বানিকেও ধাক্কা দেয় সে ৷ ফলত সোনুও সিঁড়ি থেকে পড়ে যান ৷ ঘটনা একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷

'সোনুর ওপরে হামলা'র ঘটনা নিয়ে মুখ খুলতে গিয়ে ডিসিপি হেমরাজসিংহ আরও বলেন, "আমরা সোনুজির সঙ্গে এই নিয়ে কথা বলেছি ৷ এখনও পর্যন্ত আমরা তেমন কোনও প্রমাণ পাইনি ৷ অভিযুক্ত হয়তো বা সোনুজির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিল... তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখব ৷"

আরও পড়ুন: অনুষ্ঠান চলাকালীন ছুটে এসে মঞ্চে রণবীরকে জড়িয়ে ধরলেন অনুরাগী, তারপর ?

তবে অন্যদিকে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও জানিয়েছেন ওই ব্যক্তি সোনুর ওপর হামলা করতে চায়নি ৷ বরং সে ছবিই তুলতে চেয়েছিল ৷ তাঁর এএনআই-কে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, স্থানীয় এক বিধায়ক পুত্র একটি সেলফির জন্য়ে সোনু নিগমের কাছে যাওয়ার চেষ্টা করছিল ৷ সেসময় তার পরিচয় না জেনে তাকে বাধা দেন দেহরক্ষীরা ৷ পরে সেই দেহরক্ষী এবং বিধায়ক পুত্রের মধ্য়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয় ৷ সেসময় দুএকজন ব্যক্তি মঞ্চ থেকে পড়ে যান ৷ তাই তাঁর মতে এটা কোনও হামলার ঘটনা নয় ৷

সোনু নিগমের ওপর হামলার অভিযোগ দায়ের স্থানীয় এক বিধায়ক পুত্রের বিরুদ্ধে

মুম্বই, 21 ফেব্রুয়ারি: সোনু নিগমের লাইভ কনসার্টে তাঁর ওপর 'হামলা এবং 'অভব্য আচরণের' অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ৷ সোমবার মুম্বইয়ের চেম্বুর থানায় দায়ের করা হয়েছে এই রিপোর্ট ৷ গায়কের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে 323, 341 এবং 337 ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, এই ব্যক্তির নাম স্বপ্নিল ফাতারপেকার ৷ আর স্বপ্নিল স্থানীয় শিবসেনা বিধায়কের পুত্র (Sonu allegedly beaten by Shiv Sena Leader son ) ৷

স্থানীয় পুলিশের ডিসিপি হেমরাজসিংহ রাজপুত জানান, কনসার্টের পর সোনু যখন মঞ্চ থেকে নামছিলেন, তখন একজন ব্যক্তি তাঁকে ধরার চেষ্টা করেন ৷ সোনু আপত্তি জানালে তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা আরও দু'জনকে সিঁড়ি থেকে ধাক্কা দেয় অভিযুক্ত ৷ আর এই ঘটনায় যিনি বেশ চোট পান তাঁর নাম রব্বানি ৷

কর্মকর্তাদের মতে, মুম্বইয়ের চেম্বুর থানায় এরপর একটি অভিযোগ দায়ের করেন সোনু ৷ যদিও এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি ৷ সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে সোনু জানান, কনসার্টের পর তিনি যখন মঞ্চ থেকে নামছিলেন তখন এক ব্যক্তি তাঁকে ধরার চেষ্টা করে ৷ তারপর তাঁকে বাঁচাতে আসা হরি এবং রব্বানিকেও ধাক্কা দেয় সে ৷ ফলত সোনুও সিঁড়ি থেকে পড়ে যান ৷ ঘটনা একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে নেটপাড়ায় ৷

'সোনুর ওপরে হামলা'র ঘটনা নিয়ে মুখ খুলতে গিয়ে ডিসিপি হেমরাজসিংহ আরও বলেন, "আমরা সোনুজির সঙ্গে এই নিয়ে কথা বলেছি ৷ এখনও পর্যন্ত আমরা তেমন কোনও প্রমাণ পাইনি ৷ অভিযুক্ত হয়তো বা সোনুজির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিল... তবে আমরা বিষয়টি তদন্ত করে দেখব ৷"

আরও পড়ুন: অনুষ্ঠান চলাকালীন ছুটে এসে মঞ্চে রণবীরকে জড়িয়ে ধরলেন অনুরাগী, তারপর ?

তবে অন্যদিকে শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীও জানিয়েছেন ওই ব্যক্তি সোনুর ওপর হামলা করতে চায়নি ৷ বরং সে ছবিই তুলতে চেয়েছিল ৷ তাঁর এএনআই-কে দেওয়া সাক্ষাৎকার অনুযায়ী, স্থানীয় এক বিধায়ক পুত্র একটি সেলফির জন্য়ে সোনু নিগমের কাছে যাওয়ার চেষ্টা করছিল ৷ সেসময় তার পরিচয় না জেনে তাকে বাধা দেন দেহরক্ষীরা ৷ পরে সেই দেহরক্ষী এবং বিধায়ক পুত্রের মধ্য়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয় ৷ সেসময় দুএকজন ব্যক্তি মঞ্চ থেকে পড়ে যান ৷ তাই তাঁর মতে এটা কোনও হামলার ঘটনা নয় ৷

Last Updated : Feb 21, 2023, 2:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.