কলকাতা, 10 জুলাই: রাজা চন্দের নতুন ছবি 'বিয়ে বিভ্রাট'-এর হাত ধরে ফের একবার জুটিতে কাজ করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্য়ায় এবং আবির চট্টোপাধ্য়ায় ৷ ত্রিকোণ প্রেমের রমকম গল্পে একজন গানের মাস্টার এবং একজন ইউটিউবার কীভাবে জড়িয়ে পড়েন একই প্রেমে সেটাই দেখার এই ছবিতে ৷ সোমবার মুক্তি পেল ছবির আরও একট গান 'ঝিলমিল করা' ৷
এর আগে অরিজিৎ সিংয়ের কণ্ঠে মুক্তি পেয়েছিল 'জিয়া তুই ছাড়া' ৷ এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন স্নিগ্ধজিৎ ভৌমিক ৷ রিয়েলিটি শোয়ের দৌলতে বেশ জনপ্রিয় মুখ স্নিগ্ধজিৎ ৷ এবার রণজয় ভট্টাচার্যের সুরে এবং সুব্রত বারিষওয়ালার কথায় মুক্তি পেল 'ঝিলমিল করা' ৷ এই গানেও উঠে এসেছে প্রেমের কাহিনি ৷ তবে এখান গল্পের কেন্দ্রে রয়েছেন আবির এবং লহমা ৷ তাঁদের দু'জনের প্রেম জমে উঠেছে এই গানের মধ্য় দিয়ে ৷ ছবিতেও গানটি রয়েছে আবিরের লিপেই ৷
গল্পের দিকে তাকালে দেখা যায়, ইউটিউবার শাক্য সেন এবং গানের শিক্ষক চন্দ্রমৌলি হাজরা ভালোবাসে একই মেয়েকে ৷ মেয়েটির নাম মোহর ৷ মোহর কাকে ভালোবাসে সেই আভাস কিন্তু সেভাবে এখনও মেলেনি ৷ তাই গল্পে যে নতুন টুইস্ট থাকবে তা বলাই বাহুল্য ৷ কারণ গল্পে এও দেখা যায় শাক্য় সেনের বিয়েতে ভাংচি দেওয়ার জন্য় তাকে চিঠিও পাঠায় চন্দ্রমৌলি ৷ তাই ছবি কেমন হবে, তা নিয়ে উৎসাহ রীতিমতো তুঙ্গে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: 'চরিত্রই ঠিক করে দেয় প্রস্তুতি কেমন হবে', অভিনয় জীবন নিয়ে অকপট ঋত্বিক
গল্পের কাহিনি লিখেছেন পরমব্রত চট্টোপাধ্য়ায় নিজেই ৷ অর্থাৎ ছবিতে অভিনেতার পাশাপাশি তাঁকে পাওয়া যাবে একজন লেখক হিসাবেও ৷ অন্য়দিকে আবির অবশ্য গুণে তাঁর থেকে বেশ এগিয়ে ৷ তিনি অনেক বেশি স্মার্ট এবং সফলও বটে ৷ এখন দু'জনের দ্বন্দ্ব শেষমেষ দ্বন্দ্বই থাকে নাকি কোলাকুলিতে পরিণত হয়, সেটাই দেখার এই ছবিতে ৷ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 14 জুলাই ৷