কলকাতা, 2 জুন: রাজনৈতিক থ্রিলার 'শিবপুর' নিয়ে আগ্রহ বহুদিন থেকেই তুঙ্গে ৷ অবশেষে বৃহস্পতিবার মুক্তি পেল ছবির টিজার ৷ তারকাদের হাট বসেছে ছবিতে ৷ পরমব্রত চট্টোপাধ্য়ায়, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্য়ায়-সহ আরও অনেক চেনা মুখের দেখা মিলবে এই ছবিতে ৷ শিবপুরের মাফিয়া রাজের কাহিনি তৈরি হয়েছে এই ছবির গল্প ৷ শুধু পুরুষ নয় রয়েছেন এক মহিলা মাফিয়াও ৷ বিন্দু মাসির কথা মনে করাবে কি স্বস্তিকার এই চরিত্র তা জানা যাবে সময় এলেই! তবে প্রথমদিনে দর্শককে খুব আকর্ষণ করতে পারল না ছবির টিজার ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
ইউটিউবে শুক্রবার সকাল পর্যন্ত ইন্দো আমেরিকানা প্রোডাকশনের অফিসিয়াল চ্যানেলে মাত্র 512 জন দেখেছেন এই ভিডিয়োটি ৷ অন্য়দিকে, পরমব্রত নিজেও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তাঁর এই নতুন প্রজেক্টের ঝলক ৷ সেখানে টিজারটি পছন্দ করেছেন 5,071 জন মানুষ ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম ভট্টাচার্য ৷ আর নিবেদনে রয়েছেন অজন্তা সিনহা রায়, সম্পদনার দায়িত্ব সামলাবেন সুজয় দত্ত রায় ৷ আর 'শিবপুর'-এর সঙ্গীত পরিচালনা করবেন অমিত চট্টোপাধ্যায় ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবির গল্প শুরু পরমব্রতর কথা দিয়ে ৷ এখানে তিনি অভিনয় করছেন অবাঙালি পুলিশ অফিসারের চরিত্রে ৷ নাম সুলতান সিং ৷ তিনি তুল ধরেছেন এক অচেনা শিবপুরের কাহিনি ৷ টিজারের শুরুতেই বলা হয় আজ যে শিবপুরে রয়েছে নবান্ন, একসময় সেখানে চলত মাফিয়া রাজ ৷ তাদের হাতেই ছিল গোটা এলাকার শাসন ৷ রজতাভ, খরাজ সকলেই এখানে খুন-রাহাজানির সঙ্গে যুক্ত ৷ এমনকী দাপুটে চরিত্রে দেখা গেল স্বস্তিকাকেও ৷ খুন করতে তাঁরও হাত কাঁপেনা ৷ কোমরে বন্দুক গুঁজেই ঘোরেন তিনি ৷ পুলিশও তাঁর ভয়ে তটস্থ ৷
আরও পড়ুন: অভিশাপ নাকি খুনের চক্রান্ত, প্রশ্ন তুলে দিল ঋত্বিকার 'অভিশপ্ত'
দর্শককে আকর্ষণ করার ক্ষেত্রে যদিও এখনও কিছুটা পিছিয়ে রয়েছে 'শিবপুর'। ইতিমধ্যেই অনেক সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এই টিজার ৷ এমনকী পরিচালক মহলের একাংশও এই ছবি নিয়ে ভীষণ আশাবাদী ৷ আবির চট্টোপাধ্য়ায়, গৌরব চট্টোপাধ্য়ায়ের মতো অনেকেই লাইকও করেছেন পরমের পোস্টটি ৷ 30 জুন পর্দায় আসছে 'শিবপুর' ৷ শেষ রায় দেবে দর্শকই ৷