কলকাতা, 14 মে: রাধা স্টুডিও-র নাম বদলে প্রয়াত ও চিত্র পরিচালক মৃণাল সেনের নামে নামকরণ করা হোক। রবিবার মৃণাল সেনের জন্মশতবর্ষ এই দাবি তোলা হয়েছে লেখক, শিল্পী, সংস্কৃতি জগতের একাংশের তরফে। একইসঙ্গে মৃণাল সেনকে নিয়ে সংগ্রহশালা তৈরি করারও দাবি তোলা হয়েছে। এই দুই দাবি নিয়ে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে বলে রবিবার জানানো হয়েছে মৃণান সেন জন্ম শতবার্ষিকী উদযাপন কমিটির তরফে।
এসএসকেএম হাসপাতালে উলটোদিকে সরলা রায় মেমোরিয়াল হলে মৃণাল সেনের জন্মশতবর্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের নাম দেওয়া হয়, 'মৃণালের ভুবনে মৃণাল-সন্ধান। শতবর্ষে মৃণাল সেন। তাঁর অনন্য সৃজনের আধারে তাঁকে স্মরণ'। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রপরিচালক তানভীর মোকাম্মেল, মৃণাল সেনের পুত্র কুণাল সেন, চলচ্চিত্র ব্যক্তিত্ব পথিক ভাট, অভিনেতা-গায়ক অঞ্জন দত্ত, অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতাশঙ্কর, চিত্র পরিচালক অনিক দত্ত, অভিনেতা বাদশা মৈত্র-সহ আরও অনেকে ৷ উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশিষ্টরাও ৷ উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিএম নেতা রবিন দে, বিকাশরঞ্জন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, শমীক লাহিড়ী প্রমূখ।
আরও পড়ুন: মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, সামনে এল 'পালান' সিনেমার পোস্টার
অনুষ্ঠানের শুরুতেই 'এ ট্রিবিউট টু দ্য মায়েস্ট্রো' তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী শামা সরয়াত রহমান, মঞ্চে সুর ও মিউজিকের জাদুতে মোহিত করেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। পাশাপাশি স্বনামধণ্য পরিচালক মৃণাল সেনকে নিয়ে চলে একটি সেমিনারও ৷ অনুষ্ঠান আয়োজক কমিটির অন্যতম সদস্য রজত বন্দ্যোপাধ্যায় বলেন, "শুধু এদিন নয়। বছরভর মৃণালের ভুবনে মৃণাল-সন্ধান চলতে থাকে। এক কিংবদন্তী স্রষ্টার অবিস্মরণীয় সৃষ্টি নিয়ে চর্চা। কলকাতা একাত্তরের ঋজু-সাহসী লেন্সে কলকাতা তেইশের খোঁজ। বেঁচে থাকার লড়াই-দ্বন্দ্বের একদিন প্রতিদিন। কোরাস'র আয়নায় অতিমারিতে পরিযায়ী শ্রমিকদের পথ হাঁটার যন্ত্রণাকে ফিরে দেখা। থিসিস-অ্যান্টিথিসিস আর সিনথেসিসের আয়নায় এক জেনেসিস । তার সেই স্মৃতিকে ধরে রাখতে সংগ্রহশালা তৈরি করতে হবে সরকারকে। একই সঙ্গে রাধা স্টুডিও-র নাম বদলে মৃণাল সেনের নামে রাখতে হবে।"