ETV Bharat / entertainment

Naga Chaitanya Film Custody: নাগা চৈতন্যের জন্মদিনে হাজির নতুন ছবির ফাস্ট লুক - Naga Chaitanya Film Custody First Look

বুধবার তাঁর 36তম জন্মদিন পালন করছেন নাগা চৈতন্য় ৷ এই দক্ষিণী তারকার জন্মদিন উপলক্ষ্যে এবার নাগার আগামী ছবির নাম এবং ফার্স্ট লুক সামনে আনলেন 'এনসি 22'-এর নির্মাতারা ৷ এবার জানা গেল এই ছবির আসল নাম হতে চলেছে 'কাস্টডি' ( Naga Chaitanya fights against all odds in Custody)৷

Naga Chaitanya Film Custody
নাগা চৈতন্যের জন্মদিনে হাজির নতুন ছবির প্রথম লুক
author img

By

Published : Nov 23, 2022, 5:37 PM IST

মুম্বই, 23 নভেম্বর: বুধবার তাঁর 36তম জন্মদিন পালন করছেন নাগা চৈতন্য় (Naga Chaitanya fights against all odds in Custody) ৷ এই দক্ষিণী তারকার জন্মদিন উপলক্ষ্যে এবার নাগার আগামী ছবির নাম এবং ফার্স্ট লুক সামনে আনলেন 'এনসি 22'-এর নির্মাতারা (Naga Chaitanya 36th Birthday)৷ এতদিন তাঁর নতুন প্রজেক্টের অস্থায়ী নাম ছিল 'এনসি 22' ৷ এবার জানা গেল এই ছবির আসল নাম হতে চলেছে 'কাস্টডি' ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচিত দক্ষিণী পরিচালক ভেঙ্কট প্রভু ৷ দু'মাস আগেই শুটিং হয়েছিল এই ছবিটির (Naga Chaitanya New Film Custody) ৷

নাগা চৈতন্য়ের কেরিয়ারে এটি সবচেয়ে বিগ বাজেট ছবিগুলির একটি হতে চলেছে (Naga Chaitanya Film Custody First Look)৷ 'কাস্টডি'-র ফার্স্ট লুক পোস্টারই বুঝিয়ে দিয়েছে নাগার নতুন অবতার হতে চলেছে অ্যাকশন ভরপুর ৷ পোস্টারে তাঁকে দেখা গিয়েছে একজন সৎ কর্তব্য নিষ্ঠ পুলিশ অফিসার হিসাবে ৷ যিনি কাঙ্ক্ষিত বদল আনতে সমস্ত অশুভের সঙ্গে একাই লড়াই চালিয়ে যান ৷ তাঁর পোস্টারের ক্যাচলাইনেও এই কথাটিই পরিস্ফুট হয়েছে ৷ যেখানে লেখা, "আপনাকেই সেই পরিবর্তন করতে হবে এই পৃথিবীতে যা আপনি দেখতে চান ৷"

আরও পড়ুন: হাজির হল সঞ্জয় মিশ্র নীনা গুপ্তার নতুন ছবি 'বধ' এর ট্রেলার

এখানে তাঁর চরিত্রটির নাম শিবা ৷ ছবিতে নাগা জুটি বাঁধতে চলেছেন কৃতি শেট্টির সঙ্গে ৷ শ্রীনিবাস সিলভার স্ক্রিনের ব্যানারে মুক্তি পেতে চলেছে 'কাস্টডি' ৷ তামিল এবং তেলেগু আপাতত এই দু'টি ভাষাতেই শিবার কৃতি কলাপ দেখতে পাবেন দর্শকরা ৷ ছবিতে আরও অভিনয় করেছেন সম্পত রাজ, শরৎকুমার, প্রেমজি, ভেনেলা কিশোর, প্রেমী বিশ্বনাথ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইসাইগনানি ইলাইয়ারাজা এবং লিটল মায়েস্ট্রো যুবন শঙ্কর রাজা ৷ ছবটি কবে মুক্তি পেতে চলেছে তা অবশ্য় এখনও জানানো হয়নি ৷

মুম্বই, 23 নভেম্বর: বুধবার তাঁর 36তম জন্মদিন পালন করছেন নাগা চৈতন্য় (Naga Chaitanya fights against all odds in Custody) ৷ এই দক্ষিণী তারকার জন্মদিন উপলক্ষ্যে এবার নাগার আগামী ছবির নাম এবং ফার্স্ট লুক সামনে আনলেন 'এনসি 22'-এর নির্মাতারা (Naga Chaitanya 36th Birthday)৷ এতদিন তাঁর নতুন প্রজেক্টের অস্থায়ী নাম ছিল 'এনসি 22' ৷ এবার জানা গেল এই ছবির আসল নাম হতে চলেছে 'কাস্টডি' ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচিত দক্ষিণী পরিচালক ভেঙ্কট প্রভু ৷ দু'মাস আগেই শুটিং হয়েছিল এই ছবিটির (Naga Chaitanya New Film Custody) ৷

নাগা চৈতন্য়ের কেরিয়ারে এটি সবচেয়ে বিগ বাজেট ছবিগুলির একটি হতে চলেছে (Naga Chaitanya Film Custody First Look)৷ 'কাস্টডি'-র ফার্স্ট লুক পোস্টারই বুঝিয়ে দিয়েছে নাগার নতুন অবতার হতে চলেছে অ্যাকশন ভরপুর ৷ পোস্টারে তাঁকে দেখা গিয়েছে একজন সৎ কর্তব্য নিষ্ঠ পুলিশ অফিসার হিসাবে ৷ যিনি কাঙ্ক্ষিত বদল আনতে সমস্ত অশুভের সঙ্গে একাই লড়াই চালিয়ে যান ৷ তাঁর পোস্টারের ক্যাচলাইনেও এই কথাটিই পরিস্ফুট হয়েছে ৷ যেখানে লেখা, "আপনাকেই সেই পরিবর্তন করতে হবে এই পৃথিবীতে যা আপনি দেখতে চান ৷"

আরও পড়ুন: হাজির হল সঞ্জয় মিশ্র নীনা গুপ্তার নতুন ছবি 'বধ' এর ট্রেলার

এখানে তাঁর চরিত্রটির নাম শিবা ৷ ছবিতে নাগা জুটি বাঁধতে চলেছেন কৃতি শেট্টির সঙ্গে ৷ শ্রীনিবাস সিলভার স্ক্রিনের ব্যানারে মুক্তি পেতে চলেছে 'কাস্টডি' ৷ তামিল এবং তেলেগু আপাতত এই দু'টি ভাষাতেই শিবার কৃতি কলাপ দেখতে পাবেন দর্শকরা ৷ ছবিতে আরও অভিনয় করেছেন সম্পত রাজ, শরৎকুমার, প্রেমজি, ভেনেলা কিশোর, প্রেমী বিশ্বনাথ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইসাইগনানি ইলাইয়ারাজা এবং লিটল মায়েস্ট্রো যুবন শঙ্কর রাজা ৷ ছবটি কবে মুক্তি পেতে চলেছে তা অবশ্য় এখনও জানানো হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.