ETV Bharat / entertainment

Ananya-Aditya Leacked Photo: চোখে চোখ ! পর্তুগালের রেস্তোঁরায় আদিত্য-অনন্যার প্রেম জমে ক্ষীর - ananya panday

আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডের আবারও চর্চায় ৷ সামনে এসেছে তাঁদের নতুন একটি ছবি ৷ পর্তুগালের এক রেস্তোরায় দেখা গেল বলিউডের নতুন জুটিকে ৷ যে ছবি দেখে নেটিজেনরা বলছেন, তাঁদের প্রেম জমে ক্ষীর ৷

Ananya-Aditya Leacked Photo
পর্তুগালের রেস্তোঁরায় আদিত্য-অনন্যার প্রেম জমে ক্ষীর
author img

By

Published : Jul 18, 2023, 11:52 AM IST

হায়দরাবাদ, 18 জুলাই: চোখে চোখ রেখে প্রেম জমে ক্ষীর ! বিদেশের মাটিতে একে অপরকে এক মুহূর্তও ছেড়ে থাকছেন না বলিউডের নতুন লাভাবার্ড আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডে ৷ পর্তুগালের লিসবোনে একটি বারে ক্যামেরাবন্দি হলেন তাঁরা ৷ ছবি দেখেই স্পষ্ট, চোখে চোখেই চলছে হাজারো কথা !

মণিশ মলহোত্রার ব়্যাম্প শোয়ে এই জুটিকে প্রথমবার দেখা গিয়েছিল একসঙ্গে ৷ তারপর বেশ কয়েকবার পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েছেন বলিউডের নতুন লাভবার্ড ৷ কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনও মুখ খুলতে দেখা যায়নি তাঁদের ৷ তবে সম্প্রতি আদিত্য-অনন্যার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আসতেই নেটিজেনদের মন্তব্য, অবশেষে রটনার প্রেমে পড়েছে সিলমোহর ৷

গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল অনন্যা আর আদিত্যর ছবি। স্পেনের রাস্তায় প্রেমিক আদিত্যর বাহুডোরে আবদ্ধ হতে দেখা গিয়েছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 নায়িকাকে। এবার এই বলি জুটির দেখা পাওয়া গিয়েছে পর্তুগালের এক রেস্তোরাঁয়। ছবিতে দেখা গিয়েছে, আদিত্য ও অনন্যা মুখোমুখি বসে কথা বলছেন। দুজনেরই মুখে মিষ্টি হাসি। একে-অপরের চোখে যেন হারিয়ে গিয়েছেন তারা। সামনে রাখা দুটো ওয়াইনের গ্লাস। নীল রঙের একটি শার্ট পরে আছেন আদিত্য, আর অনন্যার পোশাক সাদার সঙ্গে গোলাপি শ্রাগ ৷

আপাতত এই জুটি নিয়ে নেটপাড়ার চলছে ব্যাপক চর্চা ৷ কেই কেউ এই জুটি প্রসঙ্গে সমালোচনা করেছেন আবার কেউ প্রশংসা করেছেন ৷ এর আগে শোনা যায়, অনন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শাহিদ কাপুরের ভাই তথা 'ধড়ক' অভিনেতা ইশান খট্টরের সঙ্গে। একসঙ্গে তাঁদের মলদ্বীপ, রাজস্থানে বেড়াতে যেতে দেখা গিয়েছিল। অন্যদিকে 'দ্য নাইট ম্যানেজার' ব্যস্ত ছিলেন কখনও শ্রদ্ধা কাপুর আবার কখনও রিয়া চক্রবর্তীর সঙ্গে। আপাতত, আদিত্য-অনন্যা দুজনেই ব্যস্ত আছেন দুজনকে নিয়ে ৷

আরও পড়ুন: দেশি গার্লের জন্মদিনে ফিরে দেখা সেরা দশ ছবি

কাজের কথা বললে, এই মুহূর্তে অনন্যার হাতে রয়েছে আয়ুষ্মান খুরানা বিপরীতে 'ড্রিম গার্ল 2', সিদ্ধান্ত চতুর্বেদির বিপরীতে 'খো গয়ে হাম কাহা' এবং ওয়েব শো 'কল মি বেয়' ৷ অন্যদিকে, 'গুমরাহ', 'দ্য নাইট ম্যানেজার' ওয়েব সিরিজের সাফল্যের পর আদিত্যকে দেখা য়াবে অনুরাগ বসু পরিচালিত 'মেট্রো.. ইন দিনো' ৷

হায়দরাবাদ, 18 জুলাই: চোখে চোখ রেখে প্রেম জমে ক্ষীর ! বিদেশের মাটিতে একে অপরকে এক মুহূর্তও ছেড়ে থাকছেন না বলিউডের নতুন লাভাবার্ড আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডে ৷ পর্তুগালের লিসবোনে একটি বারে ক্যামেরাবন্দি হলেন তাঁরা ৷ ছবি দেখেই স্পষ্ট, চোখে চোখেই চলছে হাজারো কথা !

মণিশ মলহোত্রার ব়্যাম্প শোয়ে এই জুটিকে প্রথমবার দেখা গিয়েছিল একসঙ্গে ৷ তারপর বেশ কয়েকবার পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েছেন বলিউডের নতুন লাভবার্ড ৷ কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে কোনওদিনও মুখ খুলতে দেখা যায়নি তাঁদের ৷ তবে সম্প্রতি আদিত্য-অনন্যার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আসতেই নেটিজেনদের মন্তব্য, অবশেষে রটনার প্রেমে পড়েছে সিলমোহর ৷

গত সপ্তাহে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল অনন্যা আর আদিত্যর ছবি। স্পেনের রাস্তায় প্রেমিক আদিত্যর বাহুডোরে আবদ্ধ হতে দেখা গিয়েছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 নায়িকাকে। এবার এই বলি জুটির দেখা পাওয়া গিয়েছে পর্তুগালের এক রেস্তোরাঁয়। ছবিতে দেখা গিয়েছে, আদিত্য ও অনন্যা মুখোমুখি বসে কথা বলছেন। দুজনেরই মুখে মিষ্টি হাসি। একে-অপরের চোখে যেন হারিয়ে গিয়েছেন তারা। সামনে রাখা দুটো ওয়াইনের গ্লাস। নীল রঙের একটি শার্ট পরে আছেন আদিত্য, আর অনন্যার পোশাক সাদার সঙ্গে গোলাপি শ্রাগ ৷

আপাতত এই জুটি নিয়ে নেটপাড়ার চলছে ব্যাপক চর্চা ৷ কেই কেউ এই জুটি প্রসঙ্গে সমালোচনা করেছেন আবার কেউ প্রশংসা করেছেন ৷ এর আগে শোনা যায়, অনন্যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শাহিদ কাপুরের ভাই তথা 'ধড়ক' অভিনেতা ইশান খট্টরের সঙ্গে। একসঙ্গে তাঁদের মলদ্বীপ, রাজস্থানে বেড়াতে যেতে দেখা গিয়েছিল। অন্যদিকে 'দ্য নাইট ম্যানেজার' ব্যস্ত ছিলেন কখনও শ্রদ্ধা কাপুর আবার কখনও রিয়া চক্রবর্তীর সঙ্গে। আপাতত, আদিত্য-অনন্যা দুজনেই ব্যস্ত আছেন দুজনকে নিয়ে ৷

আরও পড়ুন: দেশি গার্লের জন্মদিনে ফিরে দেখা সেরা দশ ছবি

কাজের কথা বললে, এই মুহূর্তে অনন্যার হাতে রয়েছে আয়ুষ্মান খুরানা বিপরীতে 'ড্রিম গার্ল 2', সিদ্ধান্ত চতুর্বেদির বিপরীতে 'খো গয়ে হাম কাহা' এবং ওয়েব শো 'কল মি বেয়' ৷ অন্যদিকে, 'গুমরাহ', 'দ্য নাইট ম্যানেজার' ওয়েব সিরিজের সাফল্যের পর আদিত্যকে দেখা য়াবে অনুরাগ বসু পরিচালিত 'মেট্রো.. ইন দিনো' ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.