ETV Bharat / entertainment

New Bengali Web Series: একঝাঁক তারকা নিয়ে জট খুলতে আসছেন নয়া গোয়েন্দা অবনী সেন - নতুন ডিটেকটিভ গল্প

সিনেমার থেকে ওয়েবসিরিজের প্রতি বাড়তি আগ্রহ দেখাচ্ছেন বেশিরভাগ মানুষ। একটা সিরিজ শেষ হতে না-হতেই শুরু হয়ে যায় আরেকটি গল্প। এবার বাংলায় আসছে নতুন ডিটেকটিভ গল্প ৷ একঝাঁক তারকা নিয়ে ওয়েব সিরিজটির শ্যুটিং শুরু হয়েছে তিলোত্তমায় ৷ নাম 'অবনী সেন এর 7নং কেস'(Abani Sen er 7 No Case) ৷ মুখ্য চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্য়ায়, রজতাভ দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়রা। পরিচালক নীল নওয়াজ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 21, 2023, 11:04 AM IST

কলকাতা, 21 জানুয়ারি: গোয়েন্দা গল্পের প্রতি বাঙালির একটা বিশেষ আবেগ আছে। তা সে ফেলুদা, ব্যোমকেশ কিংবা একেনবাবু বা নতুন কোনও গোয়েন্দা যেই হোক না কেন। গোয়েন্দা গল্প পড়তে বা সেই সংক্রান্ত সিনেমা বড় পর্দায় দেখতে কার্যত মুখিয়ে থাকে বাঙালি ।। একঝাঁক তারকা নিয়ে এবার নতুন ওয়েব সিরিজ নিয়ে এলেন পরিচালক নীল নওয়াজ (New Detective Web Series is Coming) ৷ নাম 'অবনী সেন এর 7নং কেস'। সিরিজে দেখা মিলবে টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীদের। মুখ্য চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য এবং সুস্মিতা রায়রা।

New Bengali Web Series
একঝাঁক তারকা নিয়ে আসছে অবনী সেন এর 7নং কেস

পরিচালক নীল নওয়াজের কথায়, "অবনী সেন এর 7নং কেস যতটা না-ডিটেকটিভ স্টোরি, তার থেকে অনেক বেশি ডিটেকটিভ'স স্টোরি। রেডিমেড হিরোইক গোয়েন্দা তো অনেক দেখলাম, এবার না-হয় একটা গোয়েন্দার তৈরি হওয়ার জার্নিটা দেখি।" পরিচালক আরও বলেন, "পূর্বসূরিদের উত্তরাধিকার বজায় করতে গিয়ে হোঁচট খাওয়াটা কোনও নতুন কথা নয়। অন্তত আমাদের মধ্যবিত্ত সমাজে। নয়ের দশকের তাবড় গোয়েন্দা ছিলেন দক্ষিণারঞ্জন সেন। চোর থেকে খুনি কেউই এড়িয়ে যেতে পারেনি দক্ষিণারঞ্জনের তদন্তকে। কিন্তু এই গল্পে দক্ষিণারঞ্জনের নয়। এটা অবনীর গল্প। অবনী সেনের গল্প।"

New Bengali Web Series
সিরিজে অভিনয় করছেন অভিনেত্রীরা

প্রসঙ্গত, ওয়েব সিরিজে দেখানো হয়েছে, দক্ষিণারঞ্জনের সুপুত্র কখনই তার যোগ্য উত্তরসূরি হতে পারেনি। কিন্তু ছোটবেলায় অবনী যখন তার ঠাম্মার কাছে দক্ষিণারঞ্জনের রোমাঞ্চকর সব গল্প শুনত, তখনই তার মাথায় গোয়েন্দা হবার ভূত জাঁকিয়ে বসে। বাবার নাম ভাঙিয়ে 6টা কেসও সে পায়। কিন্তু কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধির অভাবে কোনও কেসই সে সমাধান করতে পারেনি। অগত্যা কেস পাওয়া বন্ধ। এখন তাঁকে সবাই ডিটেকটিভ নয়, ডিফেকটিভ নামে বেশি ডাকে। এই সিরিজ এর প্রথম সিজন শুরু হয় এখানেই। এবার অবনীর পালা।

New Bengali Web Series
ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হয়েছে তিলোত্তমায়

আরও পড়ুন: 'অনেককিছু দেওয়ার বাকি ছিল', সন্দীপ চৌধুরীকে ঘিরে আবেগী টিম 'ফেরারি মন'

অবনীর অন্তিম পরিণতি দেখতে চোখ রাখতে হবে 'অবনী সেনের 7নং কেস'- এ। সিরিজটির নির্মাণে লেখক, পরিচালক নীল নওয়াজের সঙ্গে রয়েছেন অ্যাসোসিয়েট ডিরেক্টর আহেরি মুখোপাধ্যায় এবং সিনেমাটোগ্রাফার সাগ্নিক। শীঘ্রই এই সিরিজের পোস্টার এবং রিলিজের দিনক্ষণ সামনে আসবেন বলে জানিয়েছেন নির্মাতা। ওয়েব সিরিজটি মুক্তি পাবে 'শ্যাল্পিকা এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে।

কলকাতা, 21 জানুয়ারি: গোয়েন্দা গল্পের প্রতি বাঙালির একটা বিশেষ আবেগ আছে। তা সে ফেলুদা, ব্যোমকেশ কিংবা একেনবাবু বা নতুন কোনও গোয়েন্দা যেই হোক না কেন। গোয়েন্দা গল্প পড়তে বা সেই সংক্রান্ত সিনেমা বড় পর্দায় দেখতে কার্যত মুখিয়ে থাকে বাঙালি ।। একঝাঁক তারকা নিয়ে এবার নতুন ওয়েব সিরিজ নিয়ে এলেন পরিচালক নীল নওয়াজ (New Detective Web Series is Coming) ৷ নাম 'অবনী সেন এর 7নং কেস'। সিরিজে দেখা মিলবে টলিপাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীদের। মুখ্য চরিত্রে রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবপ্রিয় মুখোপাধ্যায়, যুধাজিৎ সরকার, সুব্রত গুহ রায়, সৌম্য মজুমদার, কৌশিক গোস্বামী, দিশা ভট্টাচার্য এবং সুস্মিতা রায়রা।

New Bengali Web Series
একঝাঁক তারকা নিয়ে আসছে অবনী সেন এর 7নং কেস

পরিচালক নীল নওয়াজের কথায়, "অবনী সেন এর 7নং কেস যতটা না-ডিটেকটিভ স্টোরি, তার থেকে অনেক বেশি ডিটেকটিভ'স স্টোরি। রেডিমেড হিরোইক গোয়েন্দা তো অনেক দেখলাম, এবার না-হয় একটা গোয়েন্দার তৈরি হওয়ার জার্নিটা দেখি।" পরিচালক আরও বলেন, "পূর্বসূরিদের উত্তরাধিকার বজায় করতে গিয়ে হোঁচট খাওয়াটা কোনও নতুন কথা নয়। অন্তত আমাদের মধ্যবিত্ত সমাজে। নয়ের দশকের তাবড় গোয়েন্দা ছিলেন দক্ষিণারঞ্জন সেন। চোর থেকে খুনি কেউই এড়িয়ে যেতে পারেনি দক্ষিণারঞ্জনের তদন্তকে। কিন্তু এই গল্পে দক্ষিণারঞ্জনের নয়। এটা অবনীর গল্প। অবনী সেনের গল্প।"

New Bengali Web Series
সিরিজে অভিনয় করছেন অভিনেত্রীরা

প্রসঙ্গত, ওয়েব সিরিজে দেখানো হয়েছে, দক্ষিণারঞ্জনের সুপুত্র কখনই তার যোগ্য উত্তরসূরি হতে পারেনি। কিন্তু ছোটবেলায় অবনী যখন তার ঠাম্মার কাছে দক্ষিণারঞ্জনের রোমাঞ্চকর সব গল্প শুনত, তখনই তার মাথায় গোয়েন্দা হবার ভূত জাঁকিয়ে বসে। বাবার নাম ভাঙিয়ে 6টা কেসও সে পায়। কিন্তু কর্মদক্ষতা ও তীক্ষ্ণ বুদ্ধির অভাবে কোনও কেসই সে সমাধান করতে পারেনি। অগত্যা কেস পাওয়া বন্ধ। এখন তাঁকে সবাই ডিটেকটিভ নয়, ডিফেকটিভ নামে বেশি ডাকে। এই সিরিজ এর প্রথম সিজন শুরু হয় এখানেই। এবার অবনীর পালা।

New Bengali Web Series
ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হয়েছে তিলোত্তমায়

আরও পড়ুন: 'অনেককিছু দেওয়ার বাকি ছিল', সন্দীপ চৌধুরীকে ঘিরে আবেগী টিম 'ফেরারি মন'

অবনীর অন্তিম পরিণতি দেখতে চোখ রাখতে হবে 'অবনী সেনের 7নং কেস'- এ। সিরিজটির নির্মাণে লেখক, পরিচালক নীল নওয়াজের সঙ্গে রয়েছেন অ্যাসোসিয়েট ডিরেক্টর আহেরি মুখোপাধ্যায় এবং সিনেমাটোগ্রাফার সাগ্নিক। শীঘ্রই এই সিরিজের পোস্টার এবং রিলিজের দিনক্ষণ সামনে আসবেন বলে জানিয়েছেন নির্মাতা। ওয়েব সিরিজটি মুক্তি পাবে 'শ্যাল্পিকা এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.