কলকাতা, 29 সেপ্টেম্বর: মৌলিক বাংলা গানে একজোট হলেন কমলিনী মুখোপাধ্যায়, জয় সরকার এবং শ্রীজাত। 15 বছর ধরে রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে নিয়েক গায়কী প্রতিভা প্রকাশ করেছেন শিল্পী কমলিনী ৷ এবার তিনি নিজেকে মেলে ধরলেন মৌলিক গানে ৷
'সময় আছে কি নেই', এই গানে এক হলেন কবি-গীতিকার শ্রীজাত, সুরকার জয় সরকার এবং কমলিনী। গান প্রকাশ অনুষ্ঠানে সাদার্ন অ্যাভিনিউয়ের এক ক্যাফেতে উপস্থিত হয়েছিলেন কমলিনী মুখোপাধ্যায়, জয় সরকার, শ্রীজাত, লোপামুদ্রা মিত্র, অনিন্দ্য চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি নিপুণ দক্ষতায় পরিচালনা করেছেন রূপসা দাশগুপ্ত। কমলিনী মুখোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি প্রকাশ পেয়েছে।
কমলিনী বলেন, "রবীন্দ্রনাথের গান চিরকাল আমার প্রাণের সখা। ছোটবেলা থেকেই তাঁর গানে আমি জীবনের সব রকমের উপলব্ধি, অভিব্যক্তি খুঁজে পাই। এবারের গানটা আমার নিজের জীবনের গান। আর সেটা আমার কথা ভেবেই কথা-সুরের মায়াজালে বোনা হয়েছে। আমি সেই সব উপলব্ধিকে আমার কণ্ঠে গান দিয়ে বেঁধেছি।"
আরও পড়ুন: আইনজীবীর চরিত্রে ওয়েবে পা রাখছেন মিমি, সঙ্গী টোটা
কমলিনী মুখোপাধ্যায়ের এই নতুন গানে কথা লিখেছেন শ্রীজাত, সুর সাজিয়েছেন জয় সরকার। কেবল কাজের খাতিরে নয়, বন্ধুত্বের বারান্দায় এসে পড়া বিকেলের রোদ ছিল বলেই এ গান অন্যরকম, দাবি শিল্পীর। এই গান সকলের হয়েও ব্যক্তিগত। যা বলে উঠতে চায় কমলিনীর বেঁচে থাকার কথা, দু’মহাদেশ আর এক সমুদ্রের মাঝখানে, দাবি উপস্থিত শিল্পীদের। যুক্তরাজ্য ও ইতালিতে প্রথাগত বিদ্যার্জনের পর এখন তিনি দুই মহানগরীর বাসিন্দা। একদিকে নিউ ইয়র্ক সিটি, অন্যদিকে কলকাতা। দীর্ঘ পনেরো বছর রবীন্দ্রনাথের গানের পর এই প্রথম কমলিনী কণ্ঠ দিলেন নিজের গানে। অন্যদিকে, এর আগে বেশ কিছু কাজে একসঙ্গে কাজ করেছেন শ্রীজাত ও জয় সরকার ৷ মানবজমিন ছবি তার মধ্যে একটি ৷ পাশাপাশি, বাংলাদেশের শিল্পী ফারজানা সিফাতের সঙ্গে কাজ করেছেন শ্রীজাত ও জয় সরকার ৷
আরও পড়ুন: অভিভাবকহীন হগওয়ার্টস! হ্যাগ্রিডের পর মায়ার রাজ্য ছাড়লেন ‘হ্যারির হেডস্যর’