ETV Bharat / entertainment

নতুন অবতারে বিজয় সেতুপতি, ক্যাটরিনার সঙ্গে প্রেম আর রোমাঞ্চে ভরা কাহিনি নিয়ে হাজির শ্রীরাম - রোমাঞ্চে ভরা কাহিনি নিয়ে হাজির শ্রীরাম

Merry Christmas Trailer Out: প্রেমের গল্পের আড়ালে খুনের গল্প বুনলেন শ্রীরাম রাঘবন ৷ ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতিকে দেখা গেল নতুন অবতারে ৷

Vijay Sethupathi's world turns upside down on Christmas Eve
ক্যাটিরিনার সঙ্গে প্রেম আর রোমাঞ্চে ভরা কাহিনি নিয়ে হাজির শ্রীরাম
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 10:53 PM IST

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতির নতুন ছবি 'মেরি ক্রিসমাস' নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে ৷ বিশেষত, টাইগার 3 ছবির বিপুল সাফল্যের পর এই ছবি কতখানি দর্শকের মন জয় করে তা দেখার জন্য় অপেক্ষায় অনেকেই ৷ এবার মুক্তি পেল এই বহু প্রতিক্ষীত ছবির ট্রেলার ৷ শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবি পোস্টার মুক্তির সময় থেকেই বেশ শোরগোল তৈরি করেছিল ৷ ছবিটি হলে মুক্তি পেতে চলেছে আগামী 12 জানুয়ারি ৷

এক্সে বুধবার ছবির ট্রেলার শেয়ার করেছেন নির্মাতারা ৷ প্রেমের কাহিনির সঙ্গে সঙ্গে ছবিতে রয়েছে রোমাঞ্চও ৷ তামিল এবং হিন্দি এই দুই ভাষায় মুক্তি পাবে ছবিটি ৷ ছবির হিন্দি ভার্সানে সহ-অভিনেতা হিসাবে রয়েছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কানন এবং টিনু আনন্দ ৷ তামিল ভার্সানে অভিনয় করেছেন রাজেশ উইলিয়ামস, শান মুগরাজা, কেভিন জে বাবু এবং রাধিকা শরথকুমার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারটি শুরু হয়েছে বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফের ডেটিংয়ের দৃশ্য দিয়ে ৷ শুরুতে দেখে মনে হয় ছবিটি একটি প্রেমের কাহিনি কিন্তু এরপর ধীরে ধীরে তা এগিয়ে খুন জখমের ভয়াবহ পরিণতির দিকে ৷ রয়েছে নানান টুইস্ট ৷ সোজা রাস্তায় কাহিনির সন্ধান যে মিলবে না ভালোই বুঝিয়ে দেন পরিচালক ৷ যদিও গল্পের খুব বেশি আভাস এখানে নেই ৷ তবে ক্যাটরিনাকে প্রেমিকার পাশাপাশি দেখা যাবে একজন মায়ের চরিত্রেও ৷ কীভাবে ঘুরে যায় গল্পটি সেটাই দেখার ৷

এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন বিজয়-ক্য়াটরিনা-শ্রীরাম ৷ ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল 15 ডিসেম্বর ৷ কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার 'যোদ্ধা'র বক্স অফিস ক্ল্যাশ এড়াতে সরিয়ে নেওয়া হয় ছবির মুক্তির তারিখ ৷ দু'টি ছবি মুক্তিরই নতুন তারিখ হয় 8 ডিসেম্বর ৷ এরপর 'যোদ্ধা' নির্মাতারা তারিখ বদল করে করেন আগামী বছর 15 মার্চ ৷ পাশাপাশি 'মেরি ক্রিসমাস'-এর মুক্তির তারিখ হয় আগামী 12 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. প্রশান্ত নীলের সালারে অভিনয়ের অফার প্রায় ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস, কেন ?
  2. 'দলের পছন্দের জায়গা থেকেই লোকসভা নির্বাচনে লড়বে কঙ্গনা', দাবি অভিনেত্রীর বাবার
  3. রশ্মিকা মান্দানা'র 'ডিপফেক' কাণ্ডে খোঁজ 4 সন্দেহভাজনের, মূল ষড়যন্ত্রকারীর সন্ধানে দিল্লি পুলিশ

হায়দরাবাদ, 20 ডিসেম্বর: ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতির নতুন ছবি 'মেরি ক্রিসমাস' নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে ৷ বিশেষত, টাইগার 3 ছবির বিপুল সাফল্যের পর এই ছবি কতখানি দর্শকের মন জয় করে তা দেখার জন্য় অপেক্ষায় অনেকেই ৷ এবার মুক্তি পেল এই বহু প্রতিক্ষীত ছবির ট্রেলার ৷ শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবি পোস্টার মুক্তির সময় থেকেই বেশ শোরগোল তৈরি করেছিল ৷ ছবিটি হলে মুক্তি পেতে চলেছে আগামী 12 জানুয়ারি ৷

এক্সে বুধবার ছবির ট্রেলার শেয়ার করেছেন নির্মাতারা ৷ প্রেমের কাহিনির সঙ্গে সঙ্গে ছবিতে রয়েছে রোমাঞ্চও ৷ তামিল এবং হিন্দি এই দুই ভাষায় মুক্তি পাবে ছবিটি ৷ ছবির হিন্দি ভার্সানে সহ-অভিনেতা হিসাবে রয়েছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কানন এবং টিনু আনন্দ ৷ তামিল ভার্সানে অভিনয় করেছেন রাজেশ উইলিয়ামস, শান মুগরাজা, কেভিন জে বাবু এবং রাধিকা শরথকুমার ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারটি শুরু হয়েছে বিজয় সেতুপতি এবং ক্যাটরিনা কাইফের ডেটিংয়ের দৃশ্য দিয়ে ৷ শুরুতে দেখে মনে হয় ছবিটি একটি প্রেমের কাহিনি কিন্তু এরপর ধীরে ধীরে তা এগিয়ে খুন জখমের ভয়াবহ পরিণতির দিকে ৷ রয়েছে নানান টুইস্ট ৷ সোজা রাস্তায় কাহিনির সন্ধান যে মিলবে না ভালোই বুঝিয়ে দেন পরিচালক ৷ যদিও গল্পের খুব বেশি আভাস এখানে নেই ৷ তবে ক্যাটরিনাকে প্রেমিকার পাশাপাশি দেখা যাবে একজন মায়ের চরিত্রেও ৷ কীভাবে ঘুরে যায় গল্পটি সেটাই দেখার ৷

এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন বিজয়-ক্য়াটরিনা-শ্রীরাম ৷ ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল 15 ডিসেম্বর ৷ কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার 'যোদ্ধা'র বক্স অফিস ক্ল্যাশ এড়াতে সরিয়ে নেওয়া হয় ছবির মুক্তির তারিখ ৷ দু'টি ছবি মুক্তিরই নতুন তারিখ হয় 8 ডিসেম্বর ৷ এরপর 'যোদ্ধা' নির্মাতারা তারিখ বদল করে করেন আগামী বছর 15 মার্চ ৷ পাশাপাশি 'মেরি ক্রিসমাস'-এর মুক্তির তারিখ হয় আগামী 12 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. প্রশান্ত নীলের সালারে অভিনয়ের অফার প্রায় ফিরিয়ে দিয়েছিলেন প্রভাস, কেন ?
  2. 'দলের পছন্দের জায়গা থেকেই লোকসভা নির্বাচনে লড়বে কঙ্গনা', দাবি অভিনেত্রীর বাবার
  3. রশ্মিকা মান্দানা'র 'ডিপফেক' কাণ্ডে খোঁজ 4 সন্দেহভাজনের, মূল ষড়যন্ত্রকারীর সন্ধানে দিল্লি পুলিশ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.