কলকাতা, 13 মার্চ: অস্কারের আসরে এ বার ভারতের জয়জয়কার (India in Oscars)৷ সেরা মৌলিক গানে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতে নিয়েছে আরআরআর-এর নাতু নাতু ৷ শুধু তাই নয়, গুনিত মোঙ্গা প্রযোজিত ও কার্তিক গঞ্জালভেস পরিচালিত তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট) দ্য এলিফ্যান্ট হুইসপারার্সও অস্কার জিতেছে ৷ বিশ্ব মানচিত্রে ভারত আজ গর্বিত (Oscar 2023)৷ এই সাফল্য আগেও এসেছে দেশের ঝুলিতে ৷ দেখে নেব, এর আগে আর কারা অস্কার জিতে দেশকে গর্বিত করেছেন ৷
সত্যজিৎ রায়: সাম্মানিক পুরস্কার (1992)
বাঙালি হিসেবে সবার আগে নিশ্চয়ই বলতে হবে চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের কথা ৷ 1992 সালে 64তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে সত্যজিৎ রায়কে দেওয়া হয় সাম্মানিক অস্কার ৷ চলচ্চিত্র নির্মাণে তাঁর ব্যতিক্রমী ভাবনা ও গভীর দৃষ্টিভঙ্গির স্বীকৃতিস্বরূপ লাইভটাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে ৷
ভানু আথাইয়া: সেরা পোশাক ডিজাইন - গান্ধি (1983)
ভানু আথাইয়া প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার জিতেছিলেন 40 বছর আগে । গান্ধি ছবিতে সেরা পোশাক ডিজাইনিং-এর জন্য তিনি পান এই সম্মানীয় পুরস্কার ৷ মহাত্মা গান্ধির জীবনের উপর ভিত্তি করে রিচার্ড অ্যাটেনবোরো পরিচালিত ছবিতে তাঁর কাজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে ৷ ছবিটি যৌথভাবে প্রযোজনা করে রিচার্ড অ্যাটেনবরো এবং ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন ।
গুলজার: সেরা মৌলিক গান - জয় হো (2009)
2009 সালের অস্কার অনুষ্ঠানও ভারতের জন্য খুবই স্পেশাল ৷ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বেশ কয়েক বছর অধরা থাকার পর সে বছর ঐতিহাসিক জয় আসে ড্যানি বয়েলের স্লামডগ মিলিয়নিয়ারের হাত ধরে ৷ এই ছবি বিশ্ব মানচিত্রে বেশ কয়েকটি ভারতীয় নামকে তুলে ধরেছে । 81তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গানের বিভাগে গুলজার এবং এ আর রহমানের 'জয় হো' অস্কার জিতে নেয় । গানের কথা গুলজারের ৷ হলিউডেও এই গান বেশ জনপ্রিয় হয় ৷
এআর রহমান: সেরা মৌলিক স্কোর এবং সেরা মৌলিক গান (2009)
এআর রহমান স্লামডগ মিলিয়নেয়ারে তাঁর সৃষ্টির জন্য 2009 সালের অস্কারে একটি নয়, দুটি পুরস্কার জিতে ইতিহাস রচনা করেছিলেন । দ্বিতীয় অস্কার পুরস্কারটি আসে সেরা মৌলিক স্কোরের জন্য ৷
রেসুল পুকুট্টি: সেরা সাউন্ড মিক্সিং - স্লামডগ মিলিয়নেয়ার (2009)
একই বছর এবং একই ফিল্ম অর্থাৎ স্লামডগ মিলিয়নিয়ারের জন্য সেরা সাউন্ড মিক্সিংয়ে অস্কার পুরস্কার জেতেন রেসুল পুকুট্টি ।
আরও পড়ুন: 'ভারত আজ গর্বিত', 'নাতু নাতু'র অস্কার জয়ে আপ্লুত মোদি, অভিনন্দন জানালেন অন্যরাও