ETV Bharat / entertainment

Kartik in Tu Jhoothi Main Makkaar: রণবীর-শ্রদ্ধার ছবিতে ক্যামিয়ো চরিত্রে কার্তিক ! - ভুল ভুলাইয়া 3

রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের আসন্ন ছবি 'তু ঝুঠি ম্যায় মক্কার' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 8 মার্চ । শোনা যাচ্ছে, এই ছবিতে কার্তিক আরিয়ানের (Kartik in Tu Jhoothi Main Makkaar) একটি ক্যামিয়ো করার সম্ভাবনা রয়েছে ।

Kartik in Tu Jhoothi Main Makkaar ETV Bharat
কার্তিক রণবীর শ্রদ্ধা
author img

By

Published : Mar 2, 2023, 12:37 PM IST

মুম্বই, 2 মার্চ: সম্প্রতি কার্তিক আরিয়ানকে (Kartik in Tu Jhoothi Main Makkaar) শাহজাদা ছবিতে দেখা গিয়েছে কৃতি স্যাননের সঙ্গে । ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাড়া না পেলেও কার্তিকের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে । বলিউডে জোর খবর যে, এ বার 'ভুলভুলাইয়া 2' স্টারকে দেখা যাবে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবিতে ৷ অবশ্য ক্যামিয়ো চরিত্রে ৷ পরিচালক লভ রঞ্জন তার খুব ভালো বন্ধু কার্তিকের সঙ্গে চারটি চলচ্চিত্র করেছেন ৷ এ বারও লভ তাঁর লাকি চার্মকে বাদ দিয়ে ছবি করার পথে হাঁটবেন না বলে খবর ৷ তাঁর পরিচালিত 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এ একটি বিশেষ উপস্থিতি থাকবে কার্তিকের (Kartik Aaryan Cameo in Tu Jhoothi Main Makkaar)।

ক্যামিয়ো চরিত্রে কার্তিক: বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে খবর, কার্তিক আরিয়ান এই ছবির সবচেয়ে বড় চমক হতে চলেছেন বলে দাবি করেছেন একটি সূত্র । তিনি বলেন, ফিল্মে কার্তিককে সোনু বা অন্য কোনও চরিত্রে দেখা যাবে কি না তা নিশ্চিত নয় । কিন্তু 'তু ঝুঠি ম্যায় মক্কার' একই ধরনের ফিল্ম হতে চলেছে যার জন্য লভ রঞ্জন পরিচিত । ভক্তদের শুধু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কার্তিক ছবিতে নতুন কী যোগ করেন ।

ছবির মুক্তি 8 মার্চ: এই ছবিতে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে কার্তিককে পর্দায় দেখাটা দারুণ হবে বলে মনে করছেন অনুরাগীরা । লভ রঞ্জন পরিচালিত 'তু ঝুঠি ম্যায় মক্কার' আগামী 8 মার্চ অর্থাৎ হোলির দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে (Tu Jhoothi Main Makkaar release date)৷

আরও পড়ুন: পর্দায় নিজের সংগ্রাম দেখে আসল মিসেস চ্যাটার্জির চোখে জল

'ভুল ভুলাইয়া 3'-এর আনুষ্ঠানিক ঘোষণা: এ দিকে, বুধবার সোশ্যাল মিডিয়ায় 'ভুল ভুলাইয়া 3'-এর (Bhool Bhulaiyaa 3) আনুষ্ঠানিক ঘোষণা করেন কার্তিক আরিয়ান । তিনি রুহ বাবা হিসাবে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ দর্শকরা এই ছবিটি থেকে কী আশা করবেন, তার একটি আভাস দিয়েছেন কার্তিক । 'ভুল ভুলাইয়া 3' প্রযোজনা করেছেন ভূষণ কুমার এবং পরিচালনা করেছেন আনিস বাজমি । এই হরর-কমেডি ফিল্মটি 2024 সালের দীপাবলিতে মুক্তি পাবে ।

কার্তিকের হাতে রয়েছে আরও কাজ: ভুল ভুলাইয়া 3 ছাড়াও কার্তিকের ঝুলিতে রয়েছে ক্যাপ্টেন ইন্ডিয়া ছবিটি । ছবিটি পরিচালনা করবেন হংসল মেহতা । কার্তিক আরিয়ান বর্তমানে কিয়ারা আডবাণীর সঙ্গে 'সত্যপ্রেম কী কথা'-র শুটিংয়ে ব্যস্ত । কবীর খানের পরবর্তী ছবিও রয়েছেন তিনি ।

মুম্বই, 2 মার্চ: সম্প্রতি কার্তিক আরিয়ানকে (Kartik in Tu Jhoothi Main Makkaar) শাহজাদা ছবিতে দেখা গিয়েছে কৃতি স্যাননের সঙ্গে । ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাড়া না পেলেও কার্তিকের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে । বলিউডে জোর খবর যে, এ বার 'ভুলভুলাইয়া 2' স্টারকে দেখা যাবে রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবিতে ৷ অবশ্য ক্যামিয়ো চরিত্রে ৷ পরিচালক লভ রঞ্জন তার খুব ভালো বন্ধু কার্তিকের সঙ্গে চারটি চলচ্চিত্র করেছেন ৷ এ বারও লভ তাঁর লাকি চার্মকে বাদ দিয়ে ছবি করার পথে হাঁটবেন না বলে খবর ৷ তাঁর পরিচালিত 'তু ঝুঠি ম্যায় মক্কার'-এ একটি বিশেষ উপস্থিতি থাকবে কার্তিকের (Kartik Aaryan Cameo in Tu Jhoothi Main Makkaar)।

ক্যামিয়ো চরিত্রে কার্তিক: বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে খবর, কার্তিক আরিয়ান এই ছবির সবচেয়ে বড় চমক হতে চলেছেন বলে দাবি করেছেন একটি সূত্র । তিনি বলেন, ফিল্মে কার্তিককে সোনু বা অন্য কোনও চরিত্রে দেখা যাবে কি না তা নিশ্চিত নয় । কিন্তু 'তু ঝুঠি ম্যায় মক্কার' একই ধরনের ফিল্ম হতে চলেছে যার জন্য লভ রঞ্জন পরিচিত । ভক্তদের শুধু অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কার্তিক ছবিতে নতুন কী যোগ করেন ।

ছবির মুক্তি 8 মার্চ: এই ছবিতে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে কার্তিককে পর্দায় দেখাটা দারুণ হবে বলে মনে করছেন অনুরাগীরা । লভ রঞ্জন পরিচালিত 'তু ঝুঠি ম্যায় মক্কার' আগামী 8 মার্চ অর্থাৎ হোলির দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে (Tu Jhoothi Main Makkaar release date)৷

আরও পড়ুন: পর্দায় নিজের সংগ্রাম দেখে আসল মিসেস চ্যাটার্জির চোখে জল

'ভুল ভুলাইয়া 3'-এর আনুষ্ঠানিক ঘোষণা: এ দিকে, বুধবার সোশ্যাল মিডিয়ায় 'ভুল ভুলাইয়া 3'-এর (Bhool Bhulaiyaa 3) আনুষ্ঠানিক ঘোষণা করেন কার্তিক আরিয়ান । তিনি রুহ বাবা হিসাবে নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ দর্শকরা এই ছবিটি থেকে কী আশা করবেন, তার একটি আভাস দিয়েছেন কার্তিক । 'ভুল ভুলাইয়া 3' প্রযোজনা করেছেন ভূষণ কুমার এবং পরিচালনা করেছেন আনিস বাজমি । এই হরর-কমেডি ফিল্মটি 2024 সালের দীপাবলিতে মুক্তি পাবে ।

কার্তিকের হাতে রয়েছে আরও কাজ: ভুল ভুলাইয়া 3 ছাড়াও কার্তিকের ঝুলিতে রয়েছে ক্যাপ্টেন ইন্ডিয়া ছবিটি । ছবিটি পরিচালনা করবেন হংসল মেহতা । কার্তিক আরিয়ান বর্তমানে কিয়ারা আডবাণীর সঙ্গে 'সত্যপ্রেম কী কথা'-র শুটিংয়ে ব্যস্ত । কবীর খানের পরবর্তী ছবিও রয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.