ETV Bharat / entertainment

Kangana Apologises: ভাবাবেগে আঘাত করায় ক্ষমা চাইলেন কঙ্গনা, জন্মদিনে মন ছোঁয়া ভিডিয়ো বার্তা - কঙ্গনা রানাওয়াতের ইনস্টাগ্রাম

আজ কঙ্গনা রানাওয়াতের জন্মদিন (Kangana Ranaut Birthday)৷ আর এই বিশেষ দিনে তাঁর মন্তব্যে যাঁরা অসন্তুষ্ট হয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে (Kangana Apologises) নিয়েছেন বলিউডের কুইন (Kangana Ranaut shares heartfelt birthday post)৷ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন তিনি ৷

Kangana Apologises ETV Bharat
জন্মদিনে ভিডিয়ো বার্তা কঙ্গনার
author img

By

Published : Mar 23, 2023, 2:42 PM IST

হায়দরাবাদ, 23 মার্চ: 36 বছর পূর্ণ করলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Apologises)৷ জন্মদিনে ইতিবাচক ভিডিয়ো বার্তা দিলেন তিনি ৷ তাঁর কথা যাঁদেরকে অসন্তুষ্ট করেছিল, তাঁদের কাছে এ দিন ক্ষমা চেয়ে নিয়েছেন বলিউডের কুইন (Kangana Ranaut shares heartfelt birthday post)৷

বৃহস্পতিবার কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut Birthday) ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সবুজ শাড়ি, টানটান করে বাঁধা চুল ও ভারী সোনার গয়নায় রাজকীয় চেহারায় ধরা দিয়েছেন তিনি ৷

ধাকাড় অভিনেত্রী তাঁর বাবা-মা, তাঁর আধ্যাত্মিক গুরু সদগুরু এবং স্বামী বিবেকানন্দকে ধন্যবাদ জানিয়ে ভিডিয়োটি শুরু করেছেন । এরপরে তিনি তাঁর 'শত্রু'দের কথা উল্লেখ করে বলেছেন, "আমার শত্রুরা যাঁরা আমাকে এখনও পর্যন্ত বিশ্রাম নিতে দেননি, তাঁরা আমাকে সাফল্যের পথে রেখেছেন । কীভাবে লড়াই করতে হয় এবং শক্তিশালী থাকতে হয় তা আমাকে শেখানোর জন্য আমি সবসময় তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব ।"

পাঙ্গা অভিনেতা এ দিন বলেছেন, "বন্ধুরা, আমার পরিকল্পনা খুবই সোজা । আমার চিন্তা করার পদ্ধতিও একই রকম, বেশ সোজা । এবং আমি প্রতিনিয়ত সবার সাফল্য কামনা করি । আর এই কারণে, জাতীয় স্বার্থে কিছু বলে আমি যাঁদের ক্ষুব্ধ বা বিরক্ত করেছি, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ।"

আরও পড়ুন: গ্যাংস্টার থেকে থালাইভি, সেরা ছবিগুলি দিয়েই জন্মদিন উদযাপন হোক বলিউডের 'কুইন'-এর

স্নেহ, সুবিচারই তিনি সবাইকে দিতে চান বলে জানিয়েছেন মণিকর্ণিকা অভিনেত্রী ৷ এর আগে, তনু ওয়েডস মনু স্টার তাঁর আসল জন্মদিন নিয়ে যাতে বিভ্রান্তি না থাকে, সে জন্য ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন । তিনি অভিযোগ করেছেন যে, তথ্য-ভিত্তিক ওয়েবসাইট উইকিপিডিয়াতে তাঁর জন্মতারিখ ভুল ছিল এবং আরও একটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি স্পষ্ট করে দেন যে, তাঁর জন্মদিন আসলে 20 মার্চ নয়, 23 মার্চ ৷ ওয়েবসাইটে বলা হয়েছে কঙ্গনার জন্মদিন 20 মার্চ ।

কর্মক্ষেত্রে কঙ্গনা সম্প্রতি চন্দ্রমুখী 2-এর শুটিং শেষ করেছেন । তাঁকে আসন্ন চলচ্চিত্র দ্য ইনকার্নেশন: সীতা, মণিকর্ণিকা রিটার্নস: দ্য স্টোরি অফ দিড্ডা, ইমার্জেন্সি এবং তেজসেও দেখা যাবে ।

হায়দরাবাদ, 23 মার্চ: 36 বছর পূর্ণ করলেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Apologises)৷ জন্মদিনে ইতিবাচক ভিডিয়ো বার্তা দিলেন তিনি ৷ তাঁর কথা যাঁদেরকে অসন্তুষ্ট করেছিল, তাঁদের কাছে এ দিন ক্ষমা চেয়ে নিয়েছেন বলিউডের কুইন (Kangana Ranaut shares heartfelt birthday post)৷

বৃহস্পতিবার কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut Birthday) ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সবুজ শাড়ি, টানটান করে বাঁধা চুল ও ভারী সোনার গয়নায় রাজকীয় চেহারায় ধরা দিয়েছেন তিনি ৷

ধাকাড় অভিনেত্রী তাঁর বাবা-মা, তাঁর আধ্যাত্মিক গুরু সদগুরু এবং স্বামী বিবেকানন্দকে ধন্যবাদ জানিয়ে ভিডিয়োটি শুরু করেছেন । এরপরে তিনি তাঁর 'শত্রু'দের কথা উল্লেখ করে বলেছেন, "আমার শত্রুরা যাঁরা আমাকে এখনও পর্যন্ত বিশ্রাম নিতে দেননি, তাঁরা আমাকে সাফল্যের পথে রেখেছেন । কীভাবে লড়াই করতে হয় এবং শক্তিশালী থাকতে হয় তা আমাকে শেখানোর জন্য আমি সবসময় তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব ।"

পাঙ্গা অভিনেতা এ দিন বলেছেন, "বন্ধুরা, আমার পরিকল্পনা খুবই সোজা । আমার চিন্তা করার পদ্ধতিও একই রকম, বেশ সোজা । এবং আমি প্রতিনিয়ত সবার সাফল্য কামনা করি । আর এই কারণে, জাতীয় স্বার্থে কিছু বলে আমি যাঁদের ক্ষুব্ধ বা বিরক্ত করেছি, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ।"

আরও পড়ুন: গ্যাংস্টার থেকে থালাইভি, সেরা ছবিগুলি দিয়েই জন্মদিন উদযাপন হোক বলিউডের 'কুইন'-এর

স্নেহ, সুবিচারই তিনি সবাইকে দিতে চান বলে জানিয়েছেন মণিকর্ণিকা অভিনেত্রী ৷ এর আগে, তনু ওয়েডস মনু স্টার তাঁর আসল জন্মদিন নিয়ে যাতে বিভ্রান্তি না থাকে, সে জন্য ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন । তিনি অভিযোগ করেছেন যে, তথ্য-ভিত্তিক ওয়েবসাইট উইকিপিডিয়াতে তাঁর জন্মতারিখ ভুল ছিল এবং আরও একটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি স্পষ্ট করে দেন যে, তাঁর জন্মদিন আসলে 20 মার্চ নয়, 23 মার্চ ৷ ওয়েবসাইটে বলা হয়েছে কঙ্গনার জন্মদিন 20 মার্চ ।

কর্মক্ষেত্রে কঙ্গনা সম্প্রতি চন্দ্রমুখী 2-এর শুটিং শেষ করেছেন । তাঁকে আসন্ন চলচ্চিত্র দ্য ইনকার্নেশন: সীতা, মণিকর্ণিকা রিটার্নস: দ্য স্টোরি অফ দিড্ডা, ইমার্জেন্সি এবং তেজসেও দেখা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.