ETV Bharat / entertainment

'আমার বিপ্লবী চিন্তাধারা অনেকটা সংঘের আদর্শের মতোই', দাবি কঙ্গনার - আরএসএসের সঙ্গে মেলে তাঁর মতামত দাবি কঙ্গনার

Actress Kangana Ranaut on RSS: আরএসএস নিয়ে বড় বয়ান কঙ্গনা রানাওয়াতের ৷ তাঁর বৈপ্লবিক চিন্তাধারা অনেকটাই সংঘের আদর্শের সঙ্গে মেলে বলে দাবি করলেন অভিনেত্রী ৷

Kangana Ranaut says My revolutionary ideology matches that of RSS
আমার চিন্তাধারা অনেকটা সংঘের আদর্শের মতোই দাবি কঙ্গনার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 2:52 PM IST

আরএসএসের সঙ্গে মেলে তাঁর মতামত, দাবি কঙ্গনার

বিলাসপুর, 13 ডিসেম্বর: কঙ্গনা রানাওয়াত আর বিতর্ক মোটামুটি একে অপরের পরিপূরক বললেও ভুল বলা হয় না ৷ অভিনেত্রী প্রায়শই তাঁর বক্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন ৷ এ বারও তার ব্যতিক্রম হল না ৷ এ বার আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-কে নিয়ে বড় বয়ান দিলেন তিনি ৷ কঙ্গনা জানান, সংঘের সঙ্গে তাঁর চিন্তাধারা বেশ কিছুটা মেলে ৷

বিলাসপুরের এক সভায় এসে তিনি বলেন, "কোথাও কোথাও আমার বিপ্লবী আদর্শ আরএসএস-এর মতোই । শৈশবে আরএসএস-এ যোগ দেওয়ার সৌভাগ্য আমার ছিল না, কিন্তু পরে আমি সংঘ সম্পর্কে জানার সুযোগ পেয়েছি । দেশকে সংগঠিত করার কাজটি করেছে আরএসএস । সংগঠনের লোকজন যখন দেশের হাল ধরেছে, যে কাজ 70 বছরেও হয়নি তা মাত্র আট-দশ বছরে হয়ে গেল।"

তিনি এও জানান, তিনি ছোটবেলা থেকেই সংঘ নিয়ে বেশ আগ্রহী ৷ এই নিয়ে পড়াশোনাও করেছেন তিনি ৷ প্রসঙ্গত, এই প্রথমবার নয় ডানপন্থী কথাবার্তা অভিনেত্রী আগেও বহুবার বলেছেন ৷ কখনও সখনও তাঁর মতামতের জন্য় সোশাল মিডিয়ায় তাঁকে বিতর্কের মুখেও পড়তে হয়েছে ৷ তবে কোনওভাবেই নিজের বক্তব্য় থেকে সরে আসেননি অভিনেত্রী ৷

অভিনয়ের কথা বলতে গেলে, তাঁকে শেষ দেখা গিয়েছে 'তেজস' ছবিতে ৷ এই ছবি বক্স অফিসে একেবারেই জায়গা করে নিতে পারেনি ৷ যদিও তাঁর শেষ দক্ষিণি ছবি 'চন্দ্রমুখী 2' কিছুটা সাফল্য পেয়েছিল কিন্তু বলিউডে ফিরতেই আবার তাঁকে পড়তে হয় সমস্যায় ৷ বলিউডে কঙ্গনা যেভাবে জায়গা করে নিতে পারতেন, বেশ কিছুদিন ধরেই তাঁকে আগের আসনে দেখা যাচ্ছে না ৷ আগামীতে তাঁকে দেখা যাবে 'এমারজেন্সি' ছবিতে ৷ এই ছবির পরিচালনার দায়িত্বেও রয়েছেন কঙ্গনা নিজেই ৷ ছবিতে তাঁকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় ৷ ছবিতে রয়েছেন অনুপম খের এবং শ্রেয়স তলপাড়ের মতো অভিনেতারা ৷
আরও পড়ুন:

  1. কেমন কাটল ষষ্ঠ বিবাহ বার্ষিকী ? ছবি শেয়ার করলেন বিরুষ্কা
  2. ' বাংলার লোকগানকে পুনরুজ্জীবিত করেছেন কালিকাদা,' দাবি শিল্পী মৈনাক পালাধির
  3. প্রসেনজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে তিলোত্তমা প্রেম চলচ্চিত্র উৎসবের মঞ্চে অকপট অদিতি রাও হায়দারি

আরএসএসের সঙ্গে মেলে তাঁর মতামত, দাবি কঙ্গনার

বিলাসপুর, 13 ডিসেম্বর: কঙ্গনা রানাওয়াত আর বিতর্ক মোটামুটি একে অপরের পরিপূরক বললেও ভুল বলা হয় না ৷ অভিনেত্রী প্রায়শই তাঁর বক্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন ৷ এ বারও তার ব্যতিক্রম হল না ৷ এ বার আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-কে নিয়ে বড় বয়ান দিলেন তিনি ৷ কঙ্গনা জানান, সংঘের সঙ্গে তাঁর চিন্তাধারা বেশ কিছুটা মেলে ৷

বিলাসপুরের এক সভায় এসে তিনি বলেন, "কোথাও কোথাও আমার বিপ্লবী আদর্শ আরএসএস-এর মতোই । শৈশবে আরএসএস-এ যোগ দেওয়ার সৌভাগ্য আমার ছিল না, কিন্তু পরে আমি সংঘ সম্পর্কে জানার সুযোগ পেয়েছি । দেশকে সংগঠিত করার কাজটি করেছে আরএসএস । সংগঠনের লোকজন যখন দেশের হাল ধরেছে, যে কাজ 70 বছরেও হয়নি তা মাত্র আট-দশ বছরে হয়ে গেল।"

তিনি এও জানান, তিনি ছোটবেলা থেকেই সংঘ নিয়ে বেশ আগ্রহী ৷ এই নিয়ে পড়াশোনাও করেছেন তিনি ৷ প্রসঙ্গত, এই প্রথমবার নয় ডানপন্থী কথাবার্তা অভিনেত্রী আগেও বহুবার বলেছেন ৷ কখনও সখনও তাঁর মতামতের জন্য় সোশাল মিডিয়ায় তাঁকে বিতর্কের মুখেও পড়তে হয়েছে ৷ তবে কোনওভাবেই নিজের বক্তব্য় থেকে সরে আসেননি অভিনেত্রী ৷

অভিনয়ের কথা বলতে গেলে, তাঁকে শেষ দেখা গিয়েছে 'তেজস' ছবিতে ৷ এই ছবি বক্স অফিসে একেবারেই জায়গা করে নিতে পারেনি ৷ যদিও তাঁর শেষ দক্ষিণি ছবি 'চন্দ্রমুখী 2' কিছুটা সাফল্য পেয়েছিল কিন্তু বলিউডে ফিরতেই আবার তাঁকে পড়তে হয় সমস্যায় ৷ বলিউডে কঙ্গনা যেভাবে জায়গা করে নিতে পারতেন, বেশ কিছুদিন ধরেই তাঁকে আগের আসনে দেখা যাচ্ছে না ৷ আগামীতে তাঁকে দেখা যাবে 'এমারজেন্সি' ছবিতে ৷ এই ছবির পরিচালনার দায়িত্বেও রয়েছেন কঙ্গনা নিজেই ৷ ছবিতে তাঁকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় ৷ ছবিতে রয়েছেন অনুপম খের এবং শ্রেয়স তলপাড়ের মতো অভিনেতারা ৷
আরও পড়ুন:

  1. কেমন কাটল ষষ্ঠ বিবাহ বার্ষিকী ? ছবি শেয়ার করলেন বিরুষ্কা
  2. ' বাংলার লোকগানকে পুনরুজ্জীবিত করেছেন কালিকাদা,' দাবি শিল্পী মৈনাক পালাধির
  3. প্রসেনজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে তিলোত্তমা প্রেম চলচ্চিত্র উৎসবের মঞ্চে অকপট অদিতি রাও হায়দারি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.