বিলাসপুর, 13 ডিসেম্বর: কঙ্গনা রানাওয়াত আর বিতর্ক মোটামুটি একে অপরের পরিপূরক বললেও ভুল বলা হয় না ৷ অভিনেত্রী প্রায়শই তাঁর বক্তব্যের জন্য শিরোনামে উঠে আসেন ৷ এ বারও তার ব্যতিক্রম হল না ৷ এ বার আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-কে নিয়ে বড় বয়ান দিলেন তিনি ৷ কঙ্গনা জানান, সংঘের সঙ্গে তাঁর চিন্তাধারা বেশ কিছুটা মেলে ৷
বিলাসপুরের এক সভায় এসে তিনি বলেন, "কোথাও কোথাও আমার বিপ্লবী আদর্শ আরএসএস-এর মতোই । শৈশবে আরএসএস-এ যোগ দেওয়ার সৌভাগ্য আমার ছিল না, কিন্তু পরে আমি সংঘ সম্পর্কে জানার সুযোগ পেয়েছি । দেশকে সংগঠিত করার কাজটি করেছে আরএসএস । সংগঠনের লোকজন যখন দেশের হাল ধরেছে, যে কাজ 70 বছরেও হয়নি তা মাত্র আট-দশ বছরে হয়ে গেল।"
তিনি এও জানান, তিনি ছোটবেলা থেকেই সংঘ নিয়ে বেশ আগ্রহী ৷ এই নিয়ে পড়াশোনাও করেছেন তিনি ৷ প্রসঙ্গত, এই প্রথমবার নয় ডানপন্থী কথাবার্তা অভিনেত্রী আগেও বহুবার বলেছেন ৷ কখনও সখনও তাঁর মতামতের জন্য় সোশাল মিডিয়ায় তাঁকে বিতর্কের মুখেও পড়তে হয়েছে ৷ তবে কোনওভাবেই নিজের বক্তব্য় থেকে সরে আসেননি অভিনেত্রী ৷
অভিনয়ের কথা বলতে গেলে, তাঁকে শেষ দেখা গিয়েছে 'তেজস' ছবিতে ৷ এই ছবি বক্স অফিসে একেবারেই জায়গা করে নিতে পারেনি ৷ যদিও তাঁর শেষ দক্ষিণি ছবি 'চন্দ্রমুখী 2' কিছুটা সাফল্য পেয়েছিল কিন্তু বলিউডে ফিরতেই আবার তাঁকে পড়তে হয় সমস্যায় ৷ বলিউডে কঙ্গনা যেভাবে জায়গা করে নিতে পারতেন, বেশ কিছুদিন ধরেই তাঁকে আগের আসনে দেখা যাচ্ছে না ৷ আগামীতে তাঁকে দেখা যাবে 'এমারজেন্সি' ছবিতে ৷ এই ছবির পরিচালনার দায়িত্বেও রয়েছেন কঙ্গনা নিজেই ৷ ছবিতে তাঁকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকায় ৷ ছবিতে রয়েছেন অনুপম খের এবং শ্রেয়স তলপাড়ের মতো অভিনেতারা ৷
আরও পড়ুন: