ETV Bharat / entertainment

Kangana Ranaut Emergency: রবিবার জরুরি অবস্থার 48 বছর, 'ইমার্জেন্সি'র টিজার নিয়ে হাজির কঙ্গনা - Kangana Ranaut Emergency

শনিবার 'ইমার্জেন্সি' ছবির টিজার নিয়ে হাজির হলেন কঙ্গনা ৷ আগামী নভেম্বরেই আসছে এই ছবি ৷

Kangana Ranaut Emergency
মুক্তি পেল এমারজেন্সি ছবির টিজার
author img

By

Published : Jun 24, 2023, 1:59 PM IST

Updated : Jun 24, 2023, 3:17 PM IST

হায়দরাবাদ, 24 জুন: আজ থেকে ঠিক 48 বছর আগে 1975 সালের 25 জুন ঘোষিত হয়েছিল জরুরি অবস্থা ৷ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্ত বদলে দিয়েছিল ভারতের রাজনৈতিক ইতিহাস ৷ এরপরের লোকসভা নির্বাচনেই অবশ্য় জবাব দিয়েছিল দেশের মানুষ ৷ কুর্সি হারাতে হয়েছিল 'দ্য আয়রন লেডিকেও' ৷ স্বাধীন ভারতে প্রথমবার ক্ষমতাচ্যুত হয়েছিল কংগ্রেসকে।

ইন্দিরাকে নিয়ে একসময় কংগ্রেসি সতীর্থরা স্লোগান তুলেছিলেন 'ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা' ৷ কিন্তু দীনকরের সেই অমোঘ কবিতার লাইন 'সিংহাসন খালি করো, কে জনতা আতি হ্যায়' সত্যি হয়েছিল ইন্দিরার ক্ষেত্রেও ৷ সেই ঘটনাকই রূপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন কঙ্গনা রানওয়াত ৷ এবার সামনে এল 'ইমার্জেন্সি' ছবির টিজার। জানা গেল মুক্তির তারিখও ৷

কঙ্গনার এই ছবির টিজার শুরুই হয়েছে সেই অতীতের কালো দিনের ভয়ংকর ছবি দিয়ে ৷ সাধারণ মানুষের উপর পুলিশি অত্য়াচার, জয়প্রকাশ নারায়নের মতো অসংখ্য় নেতাকে কারাগারে বন্দি করা, রক্তপাত, খুন সমস্তটাই উঠে এসেছে এই ছবির প্রথম ঝলকে ৷ উঠে এসেছে ইন্দিরার সংলাপও ৷ যেখানে তিনি বলেন, "এই দেশ আমি বাঁচাবোই ৷ আমাকে কেউ রুখতে পারবে না ৷ কারণ ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা ৷"

'থালাইভি' ছবির পর আরও একবার রাজনীতিবিদের চরিত্রে পর্দায় দেখা যাবে কঙ্গনাকে ৷ সেবার জয়ললিতার চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন নায়িকা ৷ এবার তাঁকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরার চরিত্রে ৷ ছবিটি পরিচালনাও করেছেন তিনি নিজেই ৷ 'ইমার্জেন্সি' ছবিটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 24 নভেম্বর ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে অনুপ্রেরণা করে বাংলা নাটকে নির্মিত হচ্ছে চরিত্র, কী বলছেন অভিনেত্রী?

এই ঐতিহাসিক ছবিতে ইন্দিরার মন্ত্রিসভার সদস্য বাবু জগজীবনের রামের ভূমিকায় দেখা যাবে সতীশ কৌশিককে। প্রাক্তন সেনাপ্রধান শ্য়াম মানেকশের ভূমিকায় আছেন মিলিন্দ সোমন। ইন্দিরার অভিন্ন হৃদয় বন্ধু পুপুল জয়কারের ভূমিকায় মহিমা চৌধুরী। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রেয়স তলপাড়ে। অন্যদিকে, বিশিষ্ট গান্ধিবাদী নেতা জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করবেন অনুপম খের ৷ এর আগেই মুক্তি পেয়েছিল ছবির ফার্স্ট লুক ৷ এবার টিজারেও বেশ আগ্রহ তৈরি করল এই ছবি ৷

হায়দরাবাদ, 24 জুন: আজ থেকে ঠিক 48 বছর আগে 1975 সালের 25 জুন ঘোষিত হয়েছিল জরুরি অবস্থা ৷ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্ত বদলে দিয়েছিল ভারতের রাজনৈতিক ইতিহাস ৷ এরপরের লোকসভা নির্বাচনেই অবশ্য় জবাব দিয়েছিল দেশের মানুষ ৷ কুর্সি হারাতে হয়েছিল 'দ্য আয়রন লেডিকেও' ৷ স্বাধীন ভারতে প্রথমবার ক্ষমতাচ্যুত হয়েছিল কংগ্রেসকে।

ইন্দিরাকে নিয়ে একসময় কংগ্রেসি সতীর্থরা স্লোগান তুলেছিলেন 'ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা' ৷ কিন্তু দীনকরের সেই অমোঘ কবিতার লাইন 'সিংহাসন খালি করো, কে জনতা আতি হ্যায়' সত্যি হয়েছিল ইন্দিরার ক্ষেত্রেও ৷ সেই ঘটনাকই রূপোলি পর্দায় তুলে ধরতে চলেছেন কঙ্গনা রানওয়াত ৷ এবার সামনে এল 'ইমার্জেন্সি' ছবির টিজার। জানা গেল মুক্তির তারিখও ৷

কঙ্গনার এই ছবির টিজার শুরুই হয়েছে সেই অতীতের কালো দিনের ভয়ংকর ছবি দিয়ে ৷ সাধারণ মানুষের উপর পুলিশি অত্য়াচার, জয়প্রকাশ নারায়নের মতো অসংখ্য় নেতাকে কারাগারে বন্দি করা, রক্তপাত, খুন সমস্তটাই উঠে এসেছে এই ছবির প্রথম ঝলকে ৷ উঠে এসেছে ইন্দিরার সংলাপও ৷ যেখানে তিনি বলেন, "এই দেশ আমি বাঁচাবোই ৷ আমাকে কেউ রুখতে পারবে না ৷ কারণ ইন্দিরা ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ইন্দিরা ৷"

'থালাইভি' ছবির পর আরও একবার রাজনীতিবিদের চরিত্রে পর্দায় দেখা যাবে কঙ্গনাকে ৷ সেবার জয়ললিতার চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন নায়িকা ৷ এবার তাঁকে দেখা যাবে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরার চরিত্রে ৷ ছবিটি পরিচালনাও করেছেন তিনি নিজেই ৷ 'ইমার্জেন্সি' ছবিটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 24 নভেম্বর ৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে অনুপ্রেরণা করে বাংলা নাটকে নির্মিত হচ্ছে চরিত্র, কী বলছেন অভিনেত্রী?

এই ঐতিহাসিক ছবিতে ইন্দিরার মন্ত্রিসভার সদস্য বাবু জগজীবনের রামের ভূমিকায় দেখা যাবে সতীশ কৌশিককে। প্রাক্তন সেনাপ্রধান শ্য়াম মানেকশের ভূমিকায় আছেন মিলিন্দ সোমন। ইন্দিরার অভিন্ন হৃদয় বন্ধু পুপুল জয়কারের ভূমিকায় মহিমা চৌধুরী। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রেয়স তলপাড়ে। অন্যদিকে, বিশিষ্ট গান্ধিবাদী নেতা জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করবেন অনুপম খের ৷ এর আগেই মুক্তি পেয়েছিল ছবির ফার্স্ট লুক ৷ এবার টিজারেও বেশ আগ্রহ তৈরি করল এই ছবি ৷

Last Updated : Jun 24, 2023, 3:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.