ETV Bharat / entertainment

Kangana on Deepika: অস্কার মঞ্চে দীপিকায় মুগ্ধ কঙ্গনা, অবস্থান বদলে জানালেন ভারতীয় নারীরাই সেরা - দীপিকাকে নিয়ে অবস্থান বদল কঙ্গনার

দীপিকা পাড়ুকোনের লুক, কথা বলার ভঙ্গিতে মুগ্ধ হলেন কঙ্গনা রানাওয়াতও ৷ অস্কার মঞ্চে দীপিকার পারফরম্যান্স মুগ্ধ করল নায়িকাকে (Kangana Ranaut praises Deepika Padukone)৷

Kangana on Deepika
দীপিকাকে নিয়ে অবস্থান বদল কঙ্গনার
author img

By

Published : Mar 13, 2023, 3:30 PM IST

হায়দরাবাদ, 13 মার্চ: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সোমবার দীপিকা পাড়ুকোনের ভূয়সী প্রশংসা করেছেন ৷ অনেকেরই বিষয়টি হজম করতে বেশ কষ্ট হয়েছে কারণ সাম্প্রতিক অতীতেই দীপিকার সমালোচনায় মুখর হতে দেখা গিয়েছে নায়িকাকে ৷ কঙ্গনা কিন্তু এদিন নিজের অবস্থান 360 ডিগ্রি বদলে ফেলেছেন ৷ দীপিকার প্রশংসায় সোমবার পঞ্চমুখ হয়েছেন নায়িকা ৷ 'পাঠান' স্টার অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপিকা হিসাবে ডাক পেয়েছিলেন বেশ কিছুদিন আগেই ৷ ভারতীয় অভিনেত্রীর জন্য় এই আমন্ত্রণ ছিল ভীষণ সম্মানের ৷ আর সেই গুরুদায়িত্ব সুন্দরভাবে পালনও করেছেন দীপিকা ৷

মঞ্চে তাঁর দৃপ্ত আচরণ, সুললিত কণ্ঠ, কথা বলার সাবলীল ভঙ্গি মুগ্ধ করেছে কঙ্গনাকেও ৷ সেকথা স্বীকার করে অভিনেত্রী লেখেন, "এ ধরনের প্রতিষ্ঠিত মঞ্চে দাঁড়িয়ে পুরো দেশকে একজোট করে রাখা, গোটা দেশের খ্য়াতি এবং ভাবমূর্তির ভার বহন করা আর তারপরেও এত সহজ ভঙ্গিতে, নির্ভীকভাবে কথা বলে যাওয়া সহজ কথা নয় ৷ ভারতীয় মহিলারা যে সেরা দীপিকা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত (Kangana Ranaut praises Deepika Padukone)৷"

দীপিকার একটি ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ যেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে রাজামৌলির ছবির গান 'নাতু নাতু' নিয়ে দর্শকদের কিছু প্রারম্ভিক তথ্য় দিতে ৷ 'আরআরআর' ছবি নিয়েও এই ভিডিয়োতে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে ৷ ভারতীয় বিপ্লবী কোমরাম ভীম এবং আলুরি সীতারামা রাজুর বন্ধুত্বের এই কাহিনি নিয়ে বলতে গিয়ে নাতু নাতু গানের অসামান্য সুরের কথা উল্লেখ করেন তিনি ৷ সেই ভিডিয়োতে আত্মবিশ্বাসী দীপিকাকে দেখেই সোশালে কঙ্গনা এমন মন্তব্য করেন ৷

  • How beautiful @deepikapadukone looks, not easy to stand there holding entire nation together, carrying its image, reputation on those delicate shoulders and speaking so graciously and confidently. Deepika stands tall as a testimony to the fact that Indian women are the best ❤️🇮🇳 https://t.co/KsrADwxrPT

    — Kangana Ranaut (@KanganaTeam) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নয়া ট্যাটুতে অস্কার অনুষ্ঠানে মোহময়ী দীপিকা

প্রসঙ্গত, দীপিকাকে নিয়ে কঙ্গনার এই অবস্থান বদলে রীতিমতো চমকে দিয়েছে অনেকেকেই ৷ গতবছর মুক্তি পেয়েছিল দীপিকার ছবি 'গেহরাইয়াঁ' ৷ এই ছবির প্রচার চলাকালীনই দীপিকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কন্ট্রোভার্সি ক্যুইন ৷ তিনি লিখেছিলেন, "গেহরাইয়াঁ মুক্তির দিন যত এগিয়ে আসবে পোশাক তত ছোট হয়ে আসবে ৷" তাঁর আঙুল ছিল দীপিকার দিকে ৷ শুধু তাই নয় এর আগেও দীপিকাকে বারবার সরব হয়েছেন কঙ্গনা ৷ আবার তাঁর অবস্থান বদলও নতুন নয় ৷ কয়েকদিন আগেই জাভেদ আখতারের পাকিস্তানে করা মন্তব্যকে সমর্থন করেছেন তিনি ৷

হায়দরাবাদ, 13 মার্চ: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সোমবার দীপিকা পাড়ুকোনের ভূয়সী প্রশংসা করেছেন ৷ অনেকেরই বিষয়টি হজম করতে বেশ কষ্ট হয়েছে কারণ সাম্প্রতিক অতীতেই দীপিকার সমালোচনায় মুখর হতে দেখা গিয়েছে নায়িকাকে ৷ কঙ্গনা কিন্তু এদিন নিজের অবস্থান 360 ডিগ্রি বদলে ফেলেছেন ৷ দীপিকার প্রশংসায় সোমবার পঞ্চমুখ হয়েছেন নায়িকা ৷ 'পাঠান' স্টার অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থাপিকা হিসাবে ডাক পেয়েছিলেন বেশ কিছুদিন আগেই ৷ ভারতীয় অভিনেত্রীর জন্য় এই আমন্ত্রণ ছিল ভীষণ সম্মানের ৷ আর সেই গুরুদায়িত্ব সুন্দরভাবে পালনও করেছেন দীপিকা ৷

মঞ্চে তাঁর দৃপ্ত আচরণ, সুললিত কণ্ঠ, কথা বলার সাবলীল ভঙ্গি মুগ্ধ করেছে কঙ্গনাকেও ৷ সেকথা স্বীকার করে অভিনেত্রী লেখেন, "এ ধরনের প্রতিষ্ঠিত মঞ্চে দাঁড়িয়ে পুরো দেশকে একজোট করে রাখা, গোটা দেশের খ্য়াতি এবং ভাবমূর্তির ভার বহন করা আর তারপরেও এত সহজ ভঙ্গিতে, নির্ভীকভাবে কথা বলে যাওয়া সহজ কথা নয় ৷ ভারতীয় মহিলারা যে সেরা দীপিকা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত (Kangana Ranaut praises Deepika Padukone)৷"

দীপিকার একটি ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ যেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে রাজামৌলির ছবির গান 'নাতু নাতু' নিয়ে দর্শকদের কিছু প্রারম্ভিক তথ্য় দিতে ৷ 'আরআরআর' ছবি নিয়েও এই ভিডিয়োতে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে ৷ ভারতীয় বিপ্লবী কোমরাম ভীম এবং আলুরি সীতারামা রাজুর বন্ধুত্বের এই কাহিনি নিয়ে বলতে গিয়ে নাতু নাতু গানের অসামান্য সুরের কথা উল্লেখ করেন তিনি ৷ সেই ভিডিয়োতে আত্মবিশ্বাসী দীপিকাকে দেখেই সোশালে কঙ্গনা এমন মন্তব্য করেন ৷

  • How beautiful @deepikapadukone looks, not easy to stand there holding entire nation together, carrying its image, reputation on those delicate shoulders and speaking so graciously and confidently. Deepika stands tall as a testimony to the fact that Indian women are the best ❤️🇮🇳 https://t.co/KsrADwxrPT

    — Kangana Ranaut (@KanganaTeam) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: নয়া ট্যাটুতে অস্কার অনুষ্ঠানে মোহময়ী দীপিকা

প্রসঙ্গত, দীপিকাকে নিয়ে কঙ্গনার এই অবস্থান বদলে রীতিমতো চমকে দিয়েছে অনেকেকেই ৷ গতবছর মুক্তি পেয়েছিল দীপিকার ছবি 'গেহরাইয়াঁ' ৷ এই ছবির প্রচার চলাকালীনই দীপিকাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কন্ট্রোভার্সি ক্যুইন ৷ তিনি লিখেছিলেন, "গেহরাইয়াঁ মুক্তির দিন যত এগিয়ে আসবে পোশাক তত ছোট হয়ে আসবে ৷" তাঁর আঙুল ছিল দীপিকার দিকে ৷ শুধু তাই নয় এর আগেও দীপিকাকে বারবার সরব হয়েছেন কঙ্গনা ৷ আবার তাঁর অবস্থান বদলও নতুন নয় ৷ কয়েকদিন আগেই জাভেদ আখতারের পাকিস্তানে করা মন্তব্যকে সমর্থন করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.