হায়দরাবাদ, 29 মে: পরিবারের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটাতে বিদেশে পাড়ি দিলেন সুপারস্টার জুনিয়র এনটিআর ৷ দক্ষিণী এই অভিনেতা সোমবার দেখা গিয়েছে হায়দরাবাদ বিমানবন্দরে ৷ তাঁকে এদিন দেখা গেল তাঁর দুই পুত্র এবং স্ত্রী লক্ষী প্রণতির সঙ্গে ৷ দুই পুত্র অভয় এবং ভার্গবকে সঙ্গে এদিন বিদেশে উড়ে অভিনেতা ৷ যদিও কোথায় এবারের গ্রীষ্ম ছুটি কাটাবেন তাঁরা, তা এখনও সামনে আসেনি ৷
তবে তাঁদের বিমানবন্দরে প্রবেশের বেশকিছু ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সোশালে ৷ এরই একটি ভিডিয়োতে তাঁকে দেখা গিয়েছে ছোট ছেলে ভার্গবের হাত ধরে বিমানবন্দরে ঢুকতে ৷ তাঁর বড় ছেলে অভয়ের পরণে এদিন ছিল নীল টি-শার্ট আর ভার্গবের পরণে ছিল সবুজ টি-শার্ট ৷ জুনিয়র এনটিআরকে অবশ্য দেখা গেল একেবারে ক্য়াজুয়াল লুকে ৷ কালো টি শার্ট , কালো জ্যাকেট আর নীল ডেনিমে এদিন নিজেকে সাজিয়েছিলেন তিনি ৷
সাধারণত খুব বেশি জুনিয়রকে তাঁর পরিবারের সঙ্গে ক্য়ামেরাবন্দি হতে দেখা যায়নি ৷ তাই অনুরাগীদের জন্য় এটা সত্যিই একটা দারুণ মুহূর্ত ছিল ৷ আর অভিনেতা নিজেও পাপারাৎজিদের জন্য একটি মধুর হাসি উপহার দেন ৷ এর আগে রবিবার তাঁর দাদু এনটি রামা রাওয়ের শততম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে এনটিআর ঘাটে হাজির হয়েছিলেন অভিনেতা ৷
-
DEVARA with family 😍
— ARTISTRYBUZZ (@ArtistryBuzz) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Vacation 🛫#jrntr@tarak9999 pic.twitter.com/SDgvH99ZDP
">DEVARA with family 😍
— ARTISTRYBUZZ (@ArtistryBuzz) May 28, 2023
Vacation 🛫#jrntr@tarak9999 pic.twitter.com/SDgvH99ZDPDEVARA with family 😍
— ARTISTRYBUZZ (@ArtistryBuzz) May 28, 2023
Vacation 🛫#jrntr@tarak9999 pic.twitter.com/SDgvH99ZDP
আরও পড়ুন: মুক্তি পেল আদিপুরুষ ছবির নতুন গান 'রাম সিয়া রাম'
আগামীতে বেশ অনেকগুলি প্রজেক্ট রয়েছে জুনিয়রের হাতে ৷ তাঁকে যেমন কোরাতোলা শিবার ছবিতে অভিনয় করতে দেখা যাবে তেমনই তিনি কাজ করবেন প্রশান্ত নীলের সঙ্গেও ৷ কোরাতোলা শিবা পরিচালিত 'দেভারা' ছবিতে তিনি জুটি বাঁধতে চলেছেন সইফ আলি খান এবং জাহ্নবী কাপুরের সঙ্গে ৷ অন্যদিকে প্রশান্ত নীলের সঙ্গে তাঁর আগামী কাজটির নাম অবশ্য় এখনও ঠিক হয়নি ৷ তবে এরই মাঝে আবার হৃত্বিক রোশনের সঙ্গেও স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি ৷ তাঁদের এই নতুন ছবির নাম 'ওয়ার 2' ৷