ETV Bharat / entertainment

Jawan box office collection: বক্স অফিসের লুডো খেলায় এবার কি সাপের মুখে কিং খানের 'জওয়ান'? দেখুন ষষ্ঠ দিনের রিপোর্ট - কামব্যাক করেছিলেন সুপারস্টার শাহরুখ খান

সোমবারের পর মঙ্গলবারও বক্স অফিসে আয় কমতে পারে 'জওয়ান'-এর ৷ এমনটাই আশঙ্কার প্রকাশ দেখা গিয়েছে ইন্ডাস্ট্রির ট্র্যাকার স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্টে ৷ সাপলুডোর এই খেলায় এইবার কি সাপের মুখে শাহরুখের ছবি?

Jawan box office collection
কমল জওয়ান ছবির আয়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2023, 2:56 PM IST

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: বছরের শুরুতেই পাঠানি মেজাজে বলিউড কামব্যাক করেছিলেন সুপারস্টার শাহরুখ খান ৷ 57 বছর বয়সি বাদশাহ পরের মাসেই পা দিতে চলেছেন 58 বছরে ৷ এখনও নতুন করে নিজেকে যেভাবে ভাঙছেন তিনি তা দেখে মুগ্ধ সকলেই ৷ এমনকী অ্যাটলির 'জওয়ান'-এও শাহরুখ যেভাবে নিজেকে তুলে ধরেছেন তা সমালোচকদের বেশ মুগ্ধ করেছিল ৷ কিন্তু প্রথম রবিবার কাটতে না কাটতেই বক্স অফিসে ধ্বসের সম্মুখীন হল এই ছবি ৷ সোমবারের পর মঙ্গলবারও ছবির ব্যবসায় রেকর্ড পতনের আশঙ্কা করছেন অনেকেই ৷

যদিও ইতমধ্যেই বাজেটের 300 কোটি টাকা ঘরে তুলে হিট ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি ৷ কিন্তু শাহরুখ এবারও কি একটি 'অল টাইম ব্লকবাস্টার' ছবি উপহার দিতে পারবেন সেটাই ছিল আসল প্রশ্ন ৷ সেক্ষেত্রে এখনই বিরাট প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গিয়েছে তা বলা অবশ্য় ঠিক হবে না ৷ তবে ষষ্ঠ দিনে বক্স অফিসে এই পতন নিশ্চয়ই কপালে কিছুটা ভাঁজ ফেলবে নির্মাতাদের ৷

ইন্ডাস্ট্রির ট্র্যাকার স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে 75 কোটি দিয়ে বক্স অফিসে খাতা খোলা এই ছবি ষষ্ঠ দিনে আয় করতে পারে 27.30 কোটি টাকা ৷ এর আগে পঞ্চম দিনে প্রায় 30 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ যার জেরে শাহরুখ-নয়নতারার এই ছবির মোট আয় এখন 344.22 কোটি টাকা ৷ যদিও এটা শুধু ভারতীয় বক্স অফিসের হিসাব ৷

আরও পড়ুন: উত্তরবঙ্গে জোরকদমে চলছে 'প্রধান' এর শুটিং, দেব সোহমকে দেখতে উপচে পড়া ভিড়

বিদেশের বক্স অফিস মিলিয়ে ইতিমধ্যেই 500 কোটিরও বেশি টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷ আর অঙ্কটা ষষ্ঠ দিনে 550 কোটিও ছাড়িয়ে যেতেই পারে ৷ অ্যাটলি পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল রেড চিলিস এন্টারটেইনমেন্ট ৷ অর্থাৎ শাহরুখের হোম প্রোডাকশন থেকেই মুক্তি পেয়েছে ছবিটি ৷ 7 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'জওয়ান' ৷ তারপর থেকেই বক্স অফিসে শুরু হয়েছিল এক নতুন সুনামি ৷ এখন সেই ঝড়ের গতিবেগ কি কিছুটা কমল? উত্তর মিলবে আরও কয়েকটা দিন গেলেই ৷

হায়দরাবাদ, 12 সেপ্টেম্বর: বছরের শুরুতেই পাঠানি মেজাজে বলিউড কামব্যাক করেছিলেন সুপারস্টার শাহরুখ খান ৷ 57 বছর বয়সি বাদশাহ পরের মাসেই পা দিতে চলেছেন 58 বছরে ৷ এখনও নতুন করে নিজেকে যেভাবে ভাঙছেন তিনি তা দেখে মুগ্ধ সকলেই ৷ এমনকী অ্যাটলির 'জওয়ান'-এও শাহরুখ যেভাবে নিজেকে তুলে ধরেছেন তা সমালোচকদের বেশ মুগ্ধ করেছিল ৷ কিন্তু প্রথম রবিবার কাটতে না কাটতেই বক্স অফিসে ধ্বসের সম্মুখীন হল এই ছবি ৷ সোমবারের পর মঙ্গলবারও ছবির ব্যবসায় রেকর্ড পতনের আশঙ্কা করছেন অনেকেই ৷

যদিও ইতমধ্যেই বাজেটের 300 কোটি টাকা ঘরে তুলে হিট ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি ৷ কিন্তু শাহরুখ এবারও কি একটি 'অল টাইম ব্লকবাস্টার' ছবি উপহার দিতে পারবেন সেটাই ছিল আসল প্রশ্ন ৷ সেক্ষেত্রে এখনই বিরাট প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গিয়েছে তা বলা অবশ্য় ঠিক হবে না ৷ তবে ষষ্ঠ দিনে বক্স অফিসে এই পতন নিশ্চয়ই কপালে কিছুটা ভাঁজ ফেলবে নির্মাতাদের ৷

ইন্ডাস্ট্রির ট্র্যাকার স্যাকনিল্কের ট্র্যাকার রিপোর্ট বলছে 75 কোটি দিয়ে বক্স অফিসে খাতা খোলা এই ছবি ষষ্ঠ দিনে আয় করতে পারে 27.30 কোটি টাকা ৷ এর আগে পঞ্চম দিনে প্রায় 30 কোটি টাকা আয় করেছিল এই ছবি ৷ যার জেরে শাহরুখ-নয়নতারার এই ছবির মোট আয় এখন 344.22 কোটি টাকা ৷ যদিও এটা শুধু ভারতীয় বক্স অফিসের হিসাব ৷

আরও পড়ুন: উত্তরবঙ্গে জোরকদমে চলছে 'প্রধান' এর শুটিং, দেব সোহমকে দেখতে উপচে পড়া ভিড়

বিদেশের বক্স অফিস মিলিয়ে ইতিমধ্যেই 500 কোটিরও বেশি টাকা ঘরে তুলে ফেলেছে এই ছবি ৷ আর অঙ্কটা ষষ্ঠ দিনে 550 কোটিও ছাড়িয়ে যেতেই পারে ৷ অ্যাটলি পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল রেড চিলিস এন্টারটেইনমেন্ট ৷ অর্থাৎ শাহরুখের হোম প্রোডাকশন থেকেই মুক্তি পেয়েছে ছবিটি ৷ 7 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'জওয়ান' ৷ তারপর থেকেই বক্স অফিসে শুরু হয়েছিল এক নতুন সুনামি ৷ এখন সেই ঝড়ের গতিবেগ কি কিছুটা কমল? উত্তর মিলবে আরও কয়েকটা দিন গেলেই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.