ETV Bharat / entertainment

Jacqueline Fernandez: জামিনের মেয়াদ বাড়াতে আদালতে যাচ্ছেন জ্যাকলিন - Patiala House court

সুকেশ চন্দ্রশেখর আর্থিক তছরুপ মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃহস্পতিবার শেষ হতে চলেছে ৷ জামিনের আবেদনের জন্য আজ পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দেবেন তিনি (Jacqueline Fernandez to appear in Court) ৷

Jacqueline Fernandez
জামিনের মেয়াদ বাড়াতে আদালতে যাচ্ছেন জ্যাকলিন
author img

By

Published : Nov 10, 2022, 10:10 AM IST

মুম্বই, 10 নভেম্বর: সুকেশ চন্দ্রশেখর আর্থিক তছরুপ মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃহস্পতিবার শেষ হতে চলেছে ৷ এর আগে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল আদালত । ইতিমধ্যেই জামিনের মেয়াদ দু'বার বাড়ানো হয়েছে ৷ গত 26 সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন এই নায়িকা (Jacqueline Fernandez to appear in court today)৷

জ্যাকলিনের আইনজীবী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল দশটায় তিনি পাতিয়ালা হাউস কোর্টে পৌঁছবেন (Patiala House court)। তাঁর আইনজীবী বলেছেন যে তিনি ক্রমাগত তদন্ত সংস্থাগুলিকে সহযোগিতা করে চলেছেন ৷ যতবারই তদন্তকারী সংস্থা তাঁকে ফোন করেছে তিনি তার উত্তর দিয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে হাজিরা দিয়েছেন ৷ জ্যাকলিনকে বারবার ঘণ্টার পর ঘণ্টা ধরে জেরা করা হয়েছে এবং অভিনেত্রী তার উত্তর দিতে কোনও সমস্যা করেননি ৷ এই কারণেই আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে ৷ যদিও ভারতের বাইরে যেতে অনুমতি দেওয়া হয়নি ৷

বৃহস্পতিবার, জ্যাকলিন বিশেষ জজ আদালতে হাজির হবেন সেখানেই তাঁর জামিনের আবেদনের শুনানি হবে । এর আগেও জ্যাকলিনকে জেরা করেছিল দিল্লি পুলিশ (Delhi Police Questions Jacqueline Fernandez) ৷ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলার তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল বলিউডের এই অভিনেত্রীকে ৷ এই কেলেঙ্কারি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট দাখিল করেছে, তাতে রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম ৷ কারণ তদন্তকারী অফিসারদের অভিযোগ, সুকেশের কাছ থেকে অনেক মূল্যবান উপহার পেয়েছেন অভিনেত্রী ৷ এমনকী শুধু তাঁকে নয় তাঁর পরিবারের অন্য সদস্যদেরও নানান দামি দামি উপহার দেওয়া হয়েছে (Jacqueline Fernandez) ৷

আরও পড়ুন: দীপিকার অভিনয় জীবনের 15 বছর পূর্তি, সেলিব্রেশনের মুডে ভক্তরা

এর আগেই এই মামলায় অভিনেত্রী নোরা ফতেহি এবং সুকেশের সহযোগী পিঙ্কি ইরানিকেও জেরা করেছিল দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা (Economic Offences Wing) ৷

মুম্বই, 10 নভেম্বর: সুকেশ চন্দ্রশেখর আর্থিক তছরুপ মামলায় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃহস্পতিবার শেষ হতে চলেছে ৷ এর আগে 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল আদালত । ইতিমধ্যেই জামিনের মেয়াদ দু'বার বাড়ানো হয়েছে ৷ গত 26 সেপ্টেম্বর থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন এই নায়িকা (Jacqueline Fernandez to appear in court today)৷

জ্যাকলিনের আইনজীবী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল দশটায় তিনি পাতিয়ালা হাউস কোর্টে পৌঁছবেন (Patiala House court)। তাঁর আইনজীবী বলেছেন যে তিনি ক্রমাগত তদন্ত সংস্থাগুলিকে সহযোগিতা করে চলেছেন ৷ যতবারই তদন্তকারী সংস্থা তাঁকে ফোন করেছে তিনি তার উত্তর দিয়েছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে হাজিরা দিয়েছেন ৷ জ্যাকলিনকে বারবার ঘণ্টার পর ঘণ্টা ধরে জেরা করা হয়েছে এবং অভিনেত্রী তার উত্তর দিতে কোনও সমস্যা করেননি ৷ এই কারণেই আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে ৷ যদিও ভারতের বাইরে যেতে অনুমতি দেওয়া হয়নি ৷

বৃহস্পতিবার, জ্যাকলিন বিশেষ জজ আদালতে হাজির হবেন সেখানেই তাঁর জামিনের আবেদনের শুনানি হবে । এর আগেও জ্যাকলিনকে জেরা করেছিল দিল্লি পুলিশ (Delhi Police Questions Jacqueline Fernandez) ৷ সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে 200 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের মামলার তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছিল বলিউডের এই অভিনেত্রীকে ৷ এই কেলেঙ্কারি নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে চার্জশিট দাখিল করেছে, তাতে রয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের নাম ৷ কারণ তদন্তকারী অফিসারদের অভিযোগ, সুকেশের কাছ থেকে অনেক মূল্যবান উপহার পেয়েছেন অভিনেত্রী ৷ এমনকী শুধু তাঁকে নয় তাঁর পরিবারের অন্য সদস্যদেরও নানান দামি দামি উপহার দেওয়া হয়েছে (Jacqueline Fernandez) ৷

আরও পড়ুন: দীপিকার অভিনয় জীবনের 15 বছর পূর্তি, সেলিব্রেশনের মুডে ভক্তরা

এর আগেই এই মামলায় অভিনেত্রী নোরা ফতেহি এবং সুকেশের সহযোগী পিঙ্কি ইরানিকেও জেরা করেছিল দিল্লি পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা (Economic Offences Wing) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.