ETV Bharat / entertainment

IB 71 BO Collection: প্রথম সপ্তাহে বক্স অফিসে চাপের মুখে বিদ্যুতের 'আইবি 71' - বক্স অফিসে চাপের মুখে বিদ্যুতের আইবি 71

11.01 কোটি টাকা দিয়ে প্রথম সপ্তাহের ব্যবসা শেষ করল বিদ্যুৎ জামওয়ালের নতুন ছবি 'আইবি 71' ৷ বাজেটের টাকা তুলতেও আরও অনেকটা ভালো ফল করতে হবে এই ছবিকে ৷

IB 71 BO Collection
প্রথম সপ্তাহে 11 কোটি আয় বিদ্যুতের আইবি 71 ছবির
author img

By

Published : May 19, 2023, 7:24 PM IST

মুম্বই, 19 মে: প্রথম সপ্তাহে বক্স অফিসে বড় শোরগোল ফেলতে ব্যর্থ অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালের নতুন ছবি 'আইবি 71' ৷ অভিনেতা নিজেই প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন এই ছবির ৷ তবে প্রথম সপ্তাহ খুব ভালো গেল না বিদ্যুতের এই নতুন অ্যাকশন এন্টারটেইনারটির জন্য ৷ ইতিহাসের পাতাকে একটু একটু অন্য়ভাবে তুলে ধরার চেষ্টা করেছিল এই ছবি ৷ যে আইবি অফিসারদের আত্মত্যাগ সাধারণভাবে শিরোনামে উঠে আসে না সেই নিয়েই তৈরি এই ছবির গল্প ৷

কিন্তু প্রথম সপ্তাহ শেষে 'আইবি 71' আয় করল মাত্র 11.01 কোটি ৷ বৃহস্পতিবার মাত্র 65 লাখ টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ প্রথম দিন বিদ্যুৎ জামওয়ালের 'আইবি 71' খাতা খুলেছিল 1.55 কোটি টাকা দিয়ে ৷ তাহলে 'দ্য় কেরালা স্টোরি'র জন্য কী প্রভাব পড়েছে বিদ্য়ুতের এই ছবির ব্য়বসায় ? আশ্চর্য হলেও সিনে-বিশ্লেষক তরণ আদর্শ তা মনে করছেন না ৷ এই ট্রেড অ্যানালিস্ট তথা সিনে সমালোচক দাবি করেছেন, "প্রথম সপ্তাহে আইবি 71 ছবির আয় মোটামুটি ভালোই হয়েছে ৷ 'দ্য কেরালা স্টোরি'র ঝড় সয়ে নিলেও 'ফাস্ট এক্স' এই ছবির ব্যবসায় বড় প্রভাব ফেলেছে ৷"

তবে তরণের মতে, এই ছবি সবমিলিয়ে ঠিক কত আয় করবে তার একটা ধারণা মিলবে দ্বিতীয় সপ্তাহে ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী 'আইবি 71' ছবির বাজেট ছিল প্রায় 28 কোটির কাছাকাছি ৷ অর্থাৎ বাজেটের টাকা তুলতেও এখনও অনেকখানি পথ পাড়ি দিতে হবে এই ছবিকে ৷ তবে সমালোচকদের অনেককেই 'আইবি 71' বেশ প্রভাবিত করেছে ৷

  • #IB71 fares reasonably well in Week 1… Withstands #TheKeralaStory, but affected due to #FastX [on Thu]… Weekend 2 will give an idea of its lifetime biz… Fri 1.55 cr, Sat 2.53 cr, Sun 3.10 cr, Mon 1.10 cr, Tue 1.06 cr, Wed 1.02 cr, Thu 65 lacs. Total: ₹ 11.01 cr. #India biz.… pic.twitter.com/djJK4WYmUU

    — taran adarsh (@taran_adarsh) May 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির গল্প গড়ে উঠেছে ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহকে কেন্দ্র করে ৷ আইবি অফিসারের আত্মত্যাগ না-থাকলে এই যুদ্ধে পাকিস্তানকে কখনওই সহজে কাবু করতে পারত না ভারত ৷ সেই ইতিহাসই একটু অন্য়ভাবে উঠে এসেছে এই ছবিতে ৷ 'আইবি 71' ছবিতে বিদ্যুৎ জামওয়াল ছাড়াও অভিনয় করেছেন অনুপম খেরের মতো অভিনেতা ৷

আরও পড়ুন: পুলিশের হাতে 'গ্রেফতার' অমিতাভ ? জেনে নিন আসল ঘটনা

মুম্বই, 19 মে: প্রথম সপ্তাহে বক্স অফিসে বড় শোরগোল ফেলতে ব্যর্থ অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালের নতুন ছবি 'আইবি 71' ৷ অভিনেতা নিজেই প্রযোজনার দায়িত্ব নিয়েছিলেন এই ছবির ৷ তবে প্রথম সপ্তাহ খুব ভালো গেল না বিদ্যুতের এই নতুন অ্যাকশন এন্টারটেইনারটির জন্য ৷ ইতিহাসের পাতাকে একটু একটু অন্য়ভাবে তুলে ধরার চেষ্টা করেছিল এই ছবি ৷ যে আইবি অফিসারদের আত্মত্যাগ সাধারণভাবে শিরোনামে উঠে আসে না সেই নিয়েই তৈরি এই ছবির গল্প ৷

কিন্তু প্রথম সপ্তাহ শেষে 'আইবি 71' আয় করল মাত্র 11.01 কোটি ৷ বৃহস্পতিবার মাত্র 65 লাখ টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ প্রথম দিন বিদ্যুৎ জামওয়ালের 'আইবি 71' খাতা খুলেছিল 1.55 কোটি টাকা দিয়ে ৷ তাহলে 'দ্য় কেরালা স্টোরি'র জন্য কী প্রভাব পড়েছে বিদ্য়ুতের এই ছবির ব্য়বসায় ? আশ্চর্য হলেও সিনে-বিশ্লেষক তরণ আদর্শ তা মনে করছেন না ৷ এই ট্রেড অ্যানালিস্ট তথা সিনে সমালোচক দাবি করেছেন, "প্রথম সপ্তাহে আইবি 71 ছবির আয় মোটামুটি ভালোই হয়েছে ৷ 'দ্য কেরালা স্টোরি'র ঝড় সয়ে নিলেও 'ফাস্ট এক্স' এই ছবির ব্যবসায় বড় প্রভাব ফেলেছে ৷"

তবে তরণের মতে, এই ছবি সবমিলিয়ে ঠিক কত আয় করবে তার একটা ধারণা মিলবে দ্বিতীয় সপ্তাহে ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী 'আইবি 71' ছবির বাজেট ছিল প্রায় 28 কোটির কাছাকাছি ৷ অর্থাৎ বাজেটের টাকা তুলতেও এখনও অনেকখানি পথ পাড়ি দিতে হবে এই ছবিকে ৷ তবে সমালোচকদের অনেককেই 'আইবি 71' বেশ প্রভাবিত করেছে ৷

  • #IB71 fares reasonably well in Week 1… Withstands #TheKeralaStory, but affected due to #FastX [on Thu]… Weekend 2 will give an idea of its lifetime biz… Fri 1.55 cr, Sat 2.53 cr, Sun 3.10 cr, Mon 1.10 cr, Tue 1.06 cr, Wed 1.02 cr, Thu 65 lacs. Total: ₹ 11.01 cr. #India biz.… pic.twitter.com/djJK4WYmUU

    — taran adarsh (@taran_adarsh) May 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির গল্প গড়ে উঠেছে ভারত-পাকিস্তানের যুদ্ধের আবহকে কেন্দ্র করে ৷ আইবি অফিসারের আত্মত্যাগ না-থাকলে এই যুদ্ধে পাকিস্তানকে কখনওই সহজে কাবু করতে পারত না ভারত ৷ সেই ইতিহাসই একটু অন্য়ভাবে উঠে এসেছে এই ছবিতে ৷ 'আইবি 71' ছবিতে বিদ্যুৎ জামওয়াল ছাড়াও অভিনয় করেছেন অনুপম খেরের মতো অভিনেতা ৷

আরও পড়ুন: পুলিশের হাতে 'গ্রেফতার' অমিতাভ ? জেনে নিন আসল ঘটনা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.