ETV Bharat / entertainment

Sudipta Chakraborty: বুসান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে সুমন ঘোষের ছবি, ক্লাউড নাইনে অভিনেত্রী সুদীপ্তা - পরিচালক সুমন ঘোষ

স্বপ্নের কোনও শ্রেণী বা স্তর হয় না ৷ তাই ছেঁড়া কাঁথায় শুয়ে সন্তানকে দুধে-ভাতে রাখার স্বপ্ন তাঁরাও দেখেন, যাঁরা সমাজ পরিষ্কারের কাজ করেন ৷ অর্থাৎ যাঁরা ময়লা পরিষ্কারের কাজ করেন, তাঁদের স্বপ্ন ও জীবনী ছবির পর্দায় তুলে ধরেছেন পরিচালক সুমন ঘোষ ৷ অভিনয়ে সুদীপ্তা চক্রবর্তী ও শার্দূল ভরদ্বাজ ৷ ছবিটি নির্বাচিত হয়েছে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ৷ ইটিভি ভারতকে প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী সুদীপ্তা ৷

Etv Bharat
বুসান ফিল্ম ফেস্টিভ্যালে সুমন ঘোষের ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 4:30 PM IST

Updated : Sep 5, 2023, 5:02 PM IST

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: সিনেপ্রেমীদের একের পর এক চমক দিচ্ছেন পরিচালক সুমন ঘোষ ৷ কিছুদিন আগেই জানিয়েছেন, বাংলা ছবিতে ফিরিয়ে আনছেন শর্মিলা ঠাকুরকে ৷ এবার শিক্ষক দিবসের দিন তিনি দিলেন এক খুশির খবর ৷ সামাজিক মাধ্যমে জানালেন, তাঁর হিন্দি ছবি 'দ্য স্ক্যাভেনজার অফ ড্রিমস' ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ৷ ভারত থেকে মোট পাঁচটি ছবি নির্বাচিত হয়েছে এই চলচ্চিত্র উৎসবে ৷ তার মধ্যে পরিচালক সুমনের এই ছবি ৷ উচ্ছ্বসিত ছবির অন্যতম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও ৷

ইটিভি ভারতের তরফে ফোনে যোগাযোগ করা হলে অভিনেত্রীর কণ্ঠে ধরা পড়ে আনন্দ উচ্ছ্বাস ৷ তাঁর অভিনীত কোনও ছবি প্রথমবার বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ৷ স্বভাবতই খুশির বাঁধ মানছে না ৷ তিনি বলেন, "এটা সত্যি ভালো খবর ৷ এখনও পর্যন্ত আমার কোনও ছবি বুসানে যায়নি ৷ বুসান ফিল্ম ফেস্টিভ্যাল অন্যতম ৷ জাস্ট ভাবতে পারছি না ৷"

প্রথম যখন এই খবর পেলেন কী প্রতিক্রিয়া ছিল? জবাবে অভিনেত্রী বলেন, "আনঅফিসিয়ালি কয়েকদিন আগে খবরটা পেয়েছিলাম ৷ অফিসিয়ালি আজকে ঘোষণা করা হল ৷" ছবির ইউএসপি প্রসঙ্গে সুদীপ্তা বলেন, "এই ছবির মূল এইএসপি হল এর কোনও চিত্রনাট্য ছিল না ৷ পরিচালক সুমন ঘোষের একটি চিন্তাভাবনা ছিল এই বিষয় নিয়ে ৷ ছবিটার শুটিং হয়েছে বছর দেড়েক আগে ৷ তারও আগে এই বিষয় নিয়ে কথা বলেছিলেন পরিচালক ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবির চিত্রনাট্য মূলত এগিয়েছে এক দম্পতি ও তাঁদের সন্তানকে কেন্দ্র করে ৷ অভিনেত্রী সুদীপ্তা বলেন, "যাঁরা নোংরা ঘাঁটেন অর্থাৎ যাঁদের পেশাগত কাজ নোংরা পরিষ্কার করা, তাঁদের গল্প তুলে ধরা হয়েছে এখানে ৷ ছবির পোস্টার দেখলে এই আইডিয়াটা করা যায় ৷ সেই দম্পতির স্বপ্ন, তাঁদের সন্তানের স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে দ্য স্ক্যাভেনজার অফ ড্রিমস ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি জানান, এই ছবি করতে গিয়ে দিনরাত অনেক রিসার্চ করেছি ৷ চরিত্রটাকে ফুটিয়ে তুলতে দিনের পর দিন বস্তিতে গিয়ে সময় কাটিয়েছি ৷ যাঁরা ময়লা তোলেন তাঁদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি ৷ আমি আর আমার সহ-অভিনেতা শার্দূল সত্যিকারের ছবির শুটিং শুরু করার আগে দুদিন সকালবেলা গড়িয়া অঞ্চলে গিয়ে ময়লা তুলেছি ৷ যাঁদের বাড়ির ময়লা তুলেছি, তাঁরাও জানেন না আমি গিয়ে সেই কাজ করেছি ৷

বলেন, "শালমুড়ি দিয়ে, মুখে মাস্ক চাপা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ময়লা তুলেছি আমি আর শার্দূল ৷ এই জার্নি একেবারে অন্যরকম ৷ আমি কখনও এইভাবে সিনেমা করিনি ৷ এর আগে সার্চিং ফর হ্যাপিনেস ছবি করার সময় কিছুটা এই রকম অভিজ্ঞতা হয়েছিল ৷ কারণ সেই ছবিরও কোনও চিত্রনাট্য ছিল না ৷ সেটাও সুমন ঘোষের ছবি ছিল ৷ এই ক্ষেত্রেও তাই ৷ পরিচালক, তাঁর অ্যাসিসটেন্ট, আমি ও শার্দুল ভরদ্বাজ মিলিতভাবে সেই চিন্তাকে একটা ছবিতে রূপান্তরিত করেছি ৷"

আরও পড়ুন: শিক্ষক দিবসে 'অঙ্ক কি কঠিন' ছবির পোস্টার শেয়ার পার্নোর

বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সুমন ঘোষের ছবি ছাড়াও নির্বাচিত হয়েছে কানু বেহল-এর 'আগ্রা', দেবাশিস মাখিজার 'জোরাম', সৌরভ রাই-এর 'গুরাস' ও করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ বুসান চলচ্চিত্র উউসব শুরু হবে 4 অক্টোবর ৷ চলবে 13 অক্টোবর পর্যন্ত ৷

হায়দরাবাদ, 5 সেপ্টেম্বর: সিনেপ্রেমীদের একের পর এক চমক দিচ্ছেন পরিচালক সুমন ঘোষ ৷ কিছুদিন আগেই জানিয়েছেন, বাংলা ছবিতে ফিরিয়ে আনছেন শর্মিলা ঠাকুরকে ৷ এবার শিক্ষক দিবসের দিন তিনি দিলেন এক খুশির খবর ৷ সামাজিক মাধ্যমে জানালেন, তাঁর হিন্দি ছবি 'দ্য স্ক্যাভেনজার অফ ড্রিমস' ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হচ্ছে বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ৷ ভারত থেকে মোট পাঁচটি ছবি নির্বাচিত হয়েছে এই চলচ্চিত্র উৎসবে ৷ তার মধ্যে পরিচালক সুমনের এই ছবি ৷ উচ্ছ্বসিত ছবির অন্যতম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও ৷

ইটিভি ভারতের তরফে ফোনে যোগাযোগ করা হলে অভিনেত্রীর কণ্ঠে ধরা পড়ে আনন্দ উচ্ছ্বাস ৷ তাঁর অভিনীত কোনও ছবি প্রথমবার বুসান ফিল্ম ফেস্টিভ্যালে ৷ স্বভাবতই খুশির বাঁধ মানছে না ৷ তিনি বলেন, "এটা সত্যি ভালো খবর ৷ এখনও পর্যন্ত আমার কোনও ছবি বুসানে যায়নি ৷ বুসান ফিল্ম ফেস্টিভ্যাল অন্যতম ৷ জাস্ট ভাবতে পারছি না ৷"

প্রথম যখন এই খবর পেলেন কী প্রতিক্রিয়া ছিল? জবাবে অভিনেত্রী বলেন, "আনঅফিসিয়ালি কয়েকদিন আগে খবরটা পেয়েছিলাম ৷ অফিসিয়ালি আজকে ঘোষণা করা হল ৷" ছবির ইউএসপি প্রসঙ্গে সুদীপ্তা বলেন, "এই ছবির মূল এইএসপি হল এর কোনও চিত্রনাট্য ছিল না ৷ পরিচালক সুমন ঘোষের একটি চিন্তাভাবনা ছিল এই বিষয় নিয়ে ৷ ছবিটার শুটিং হয়েছে বছর দেড়েক আগে ৷ তারও আগে এই বিষয় নিয়ে কথা বলেছিলেন পরিচালক ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবির চিত্রনাট্য মূলত এগিয়েছে এক দম্পতি ও তাঁদের সন্তানকে কেন্দ্র করে ৷ অভিনেত্রী সুদীপ্তা বলেন, "যাঁরা নোংরা ঘাঁটেন অর্থাৎ যাঁদের পেশাগত কাজ নোংরা পরিষ্কার করা, তাঁদের গল্প তুলে ধরা হয়েছে এখানে ৷ ছবির পোস্টার দেখলে এই আইডিয়াটা করা যায় ৷ সেই দম্পতির স্বপ্ন, তাঁদের সন্তানের স্বপ্ন নিয়ে তৈরি হয়েছে দ্য স্ক্যাভেনজার অফ ড্রিমস ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

তিনি জানান, এই ছবি করতে গিয়ে দিনরাত অনেক রিসার্চ করেছি ৷ চরিত্রটাকে ফুটিয়ে তুলতে দিনের পর দিন বস্তিতে গিয়ে সময় কাটিয়েছি ৷ যাঁরা ময়লা তোলেন তাঁদের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি ৷ আমি আর আমার সহ-অভিনেতা শার্দূল সত্যিকারের ছবির শুটিং শুরু করার আগে দুদিন সকালবেলা গড়িয়া অঞ্চলে গিয়ে ময়লা তুলেছি ৷ যাঁদের বাড়ির ময়লা তুলেছি, তাঁরাও জানেন না আমি গিয়ে সেই কাজ করেছি ৷

বলেন, "শালমুড়ি দিয়ে, মুখে মাস্ক চাপা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ময়লা তুলেছি আমি আর শার্দূল ৷ এই জার্নি একেবারে অন্যরকম ৷ আমি কখনও এইভাবে সিনেমা করিনি ৷ এর আগে সার্চিং ফর হ্যাপিনেস ছবি করার সময় কিছুটা এই রকম অভিজ্ঞতা হয়েছিল ৷ কারণ সেই ছবিরও কোনও চিত্রনাট্য ছিল না ৷ সেটাও সুমন ঘোষের ছবি ছিল ৷ এই ক্ষেত্রেও তাই ৷ পরিচালক, তাঁর অ্যাসিসটেন্ট, আমি ও শার্দুল ভরদ্বাজ মিলিতভাবে সেই চিন্তাকে একটা ছবিতে রূপান্তরিত করেছি ৷"

আরও পড়ুন: শিক্ষক দিবসে 'অঙ্ক কি কঠিন' ছবির পোস্টার শেয়ার পার্নোর

বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সুমন ঘোষের ছবি ছাড়াও নির্বাচিত হয়েছে কানু বেহল-এর 'আগ্রা', দেবাশিস মাখিজার 'জোরাম', সৌরভ রাই-এর 'গুরাস' ও করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ৷ বুসান চলচ্চিত্র উউসব শুরু হবে 4 অক্টোবর ৷ চলবে 13 অক্টোবর পর্যন্ত ৷

Last Updated : Sep 5, 2023, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.