ETV Bharat / entertainment

First Bengali sitcom Panchforons: ওয়েবে আসছে বাংলার প্রথম সিটকম পাঁচফোড়নস - বাংলার প্রথম সিটকম

ওয়েবে আসছে বাংলার প্রথম সিটকম পাঁচফোড়নস (Panchforons coming in ott)৷ থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay news) ছাড়াও আরও অনেকে ৷

first Bengali sitcom Panchforons coming in ott
ওয়েবে আসছে বাংলার প্রথম সিটকম পাঁচফোড়নস
author img

By

Published : Apr 17, 2022, 1:04 PM IST

কলকাতা, 17 এপ্রিল: 'পাঁচফোড়নস'-এর গল্প আবর্তিত হয় পাঁচ ভিন্ন স্বভাবের থুড়ি পাঁচ অবতারকে কেন্দ্রে রেখে (first Bengali sitcom Panchforons)। প্রেক্ষাপট কলকাতার এক মেস বাড়ি ।

বিনোদন দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম (Panchforons coming in ott)। একের পর এক আসছে ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ । এ বার তালিকায় আরও একটি । নাম 'পাঁচফোড়নস'।পুরনো উত্তর কলকাতার মেস বাড়ির এক বৃদ্ধ বাড়িওয়ালা, যার নাম ধনেশ্বর পাছাল । তার নেশা বাংলা সিরিয়াল ও বাংলা মদ । তার বাড়ির প্রথম ভাড়াটে, যার নাম জিকো । স্বভাবে বাতেলাবাজ এবং পেশায় একজন গিটারিস্ট ও ভোকালিস্ট । তার গানের রেওয়াজে সারা পাড়া উন্মাদ হয়ে যায় । জিকো ঘনঘন সুন্দরী নারীদের প্রেমে পড়ে । পাছাল দাদু বাতের ব্যথায় কাতর । বাড়ির দরজায় সে নির্দিষ্ট কিছু নিয়মাবলী লিখে রেখেছে । তাতে স্পষ্ট ভাবে উল্লিখিত যে নারীর এই বাড়িতে প্রবেশ নিষেধ ।

আরও পড়ুন: Kolkata International Film Festival : 25 এপ্রিল থেকে শুরু 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রভু যে কি না এই বাড়ির দ্বিতীয় ভাড়াটে, সে একজন রিসার্চার এবং লোককে বলে সে একজন বিজ্ঞানী । প্রভু স্বভাবে শান্ত, ধীর স্থির, নিরামিষাশী এবং যে কোনও মেয়ের থেকে দশ হাত দূরে পালায় । কেউ কোনও বিপদে পড়লে এই প্রভুই বাঁচায় । ও দিকে সোনি একজন ফোটোগ্রাফার । ঘণ্টায় সে একটা কথা বলে এবং রাতদিন ছবি তোলে । মহেন্দ্র আরেকজন ভাড়াটে যে পেশায় একজন ক্যাফে বয় । সে একটি ক্যাফেটেরিয়ায় কাজ করে । গ্রাম থেকে আসা সহজ সরল ছেলে মহেন্দ্র । সারাক্ষণ বসের চাকরি খাওয়ার হুমকি সহ্য করে । সহজ সরল হলেও মহেন্দ্র বুদ্ধিমান এবং অত্যন্ত জেদি প্রকৃতির । প্রদীপ পেশায় একজন অভিনেতা, রাতদিন অডিশন দেওয়ার জন্য বাইরে ঘোরাঘুরি করে । রাগী স্বভাবের ছেলে । সারাদিন কায়দা করে সাজগোজ করে ঘুরে বেড়ায় আর চুরিও করে বটে ।

এই পঞ্চরত্নকে নিয়ে ইউনিটি পিকচার্সের ব্যানারে আসছে বাংলার প্রথম সিটকম থুড়ি সিচুয়েশনাল কমেডি ওয়েব সিরিজ 'পাঁচফোড়নস'। ধনেশ্বর পাছালের ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay news) এবং এই পাঁচ ভাড়াটিয়া ছেলের ভূমিকায় অর্ক ভট্টাচার্য, সাম্য সমাদ্দার, সুমিত প্রামাণিক, শুভাশিস শিকদার এবং শৌনক রায় । চিত্রনাট্য ও নির্দেশনায় ভারতের প্রথম ভৌতিক মিনি সিরিজ খ্যাত পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় । প্রযোজনায় মহুল সিংহ । সিরিজটি খুব শীগগিরই 'মোজোপ্লেক্স' ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ।

আরও পড়ুন : Dolly Jain : ছক ভাঙা বধূর সাজে নেটপাড়ার মন কেড়েছেন আলিয়া, নেপথ্যে কে ?

পরাণ বন্দ্যোপাধ্যায় মানেই সেখানে মজা আছে । এ ক্ষেত্রে মজাটা ঠিক কীভাবে আসে সেটাই দেখার ।

কলকাতা, 17 এপ্রিল: 'পাঁচফোড়নস'-এর গল্প আবর্তিত হয় পাঁচ ভিন্ন স্বভাবের থুড়ি পাঁচ অবতারকে কেন্দ্রে রেখে (first Bengali sitcom Panchforons)। প্রেক্ষাপট কলকাতার এক মেস বাড়ি ।

বিনোদন দুনিয়ায় দাপিয়ে বেড়াচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম (Panchforons coming in ott)। একের পর এক আসছে ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ । এ বার তালিকায় আরও একটি । নাম 'পাঁচফোড়নস'।পুরনো উত্তর কলকাতার মেস বাড়ির এক বৃদ্ধ বাড়িওয়ালা, যার নাম ধনেশ্বর পাছাল । তার নেশা বাংলা সিরিয়াল ও বাংলা মদ । তার বাড়ির প্রথম ভাড়াটে, যার নাম জিকো । স্বভাবে বাতেলাবাজ এবং পেশায় একজন গিটারিস্ট ও ভোকালিস্ট । তার গানের রেওয়াজে সারা পাড়া উন্মাদ হয়ে যায় । জিকো ঘনঘন সুন্দরী নারীদের প্রেমে পড়ে । পাছাল দাদু বাতের ব্যথায় কাতর । বাড়ির দরজায় সে নির্দিষ্ট কিছু নিয়মাবলী লিখে রেখেছে । তাতে স্পষ্ট ভাবে উল্লিখিত যে নারীর এই বাড়িতে প্রবেশ নিষেধ ।

আরও পড়ুন: Kolkata International Film Festival : 25 এপ্রিল থেকে শুরু 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রভু যে কি না এই বাড়ির দ্বিতীয় ভাড়াটে, সে একজন রিসার্চার এবং লোককে বলে সে একজন বিজ্ঞানী । প্রভু স্বভাবে শান্ত, ধীর স্থির, নিরামিষাশী এবং যে কোনও মেয়ের থেকে দশ হাত দূরে পালায় । কেউ কোনও বিপদে পড়লে এই প্রভুই বাঁচায় । ও দিকে সোনি একজন ফোটোগ্রাফার । ঘণ্টায় সে একটা কথা বলে এবং রাতদিন ছবি তোলে । মহেন্দ্র আরেকজন ভাড়াটে যে পেশায় একজন ক্যাফে বয় । সে একটি ক্যাফেটেরিয়ায় কাজ করে । গ্রাম থেকে আসা সহজ সরল ছেলে মহেন্দ্র । সারাক্ষণ বসের চাকরি খাওয়ার হুমকি সহ্য করে । সহজ সরল হলেও মহেন্দ্র বুদ্ধিমান এবং অত্যন্ত জেদি প্রকৃতির । প্রদীপ পেশায় একজন অভিনেতা, রাতদিন অডিশন দেওয়ার জন্য বাইরে ঘোরাঘুরি করে । রাগী স্বভাবের ছেলে । সারাদিন কায়দা করে সাজগোজ করে ঘুরে বেড়ায় আর চুরিও করে বটে ।

এই পঞ্চরত্নকে নিয়ে ইউনিটি পিকচার্সের ব্যানারে আসছে বাংলার প্রথম সিটকম থুড়ি সিচুয়েশনাল কমেডি ওয়েব সিরিজ 'পাঁচফোড়নস'। ধনেশ্বর পাছালের ভূমিকায় অভিনয় করেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandopadhyay news) এবং এই পাঁচ ভাড়াটিয়া ছেলের ভূমিকায় অর্ক ভট্টাচার্য, সাম্য সমাদ্দার, সুমিত প্রামাণিক, শুভাশিস শিকদার এবং শৌনক রায় । চিত্রনাট্য ও নির্দেশনায় ভারতের প্রথম ভৌতিক মিনি সিরিজ খ্যাত পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় । প্রযোজনায় মহুল সিংহ । সিরিজটি খুব শীগগিরই 'মোজোপ্লেক্স' ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ।

আরও পড়ুন : Dolly Jain : ছক ভাঙা বধূর সাজে নেটপাড়ার মন কেড়েছেন আলিয়া, নেপথ্যে কে ?

পরাণ বন্দ্যোপাধ্যায় মানেই সেখানে মজা আছে । এ ক্ষেত্রে মজাটা ঠিক কীভাবে আসে সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.