ETV Bharat / entertainment

Swastika Mukherjee FB Post : X=প্রেম, সৃজিতের সঙ্গে পুরনো সম্পর্কে উঁকি দিলেন স্বস্তিকা - Swastika Mukherjee

সৃজিতের 'X=প্রেম' প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছে ইতিমধ্যেই । স্বস্তিকা সেই ছবি দেখেছেন কি না জানা নেই, তবে সেই ছবির সূত্রধর হয়েই পুরনো সম্পর্কে উঁকি দিলেন 'পাতাললোক' খ্যাত অভিনেত্রী (FB post of Swastika Mukherjee recalls her relation with Srijit Mukherji) ।

Swastika Mukherjee FB Post
সৃজিতের সঙ্গে পুরনো সম্পর্কে উঁকি দিলেন স্বস্তিকা
author img

By

Published : Jun 5, 2022, 9:42 AM IST

কলকাতা, ৫ জুন : স্বস্তিকা এবং সৃজিত, দুই মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে একটা সময় পেজ-থ্রি গুলো কম শব্দ খরচ করেনি । যদিও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই রক্ষণশীল পন্থাই নিয়ে এসেছে অভিনেত্রী এবং পরিচালক । তবে আর পারলেন না স্বস্তিকা সৃজিতের সঙ্গে তাঁর অতীত সম্পর্কের কথা অবশেষে অনুরাগীমহলে স্বীকার করেই নিলেন অভিনেত্রী । এক অন্য সমীকরণের মোড়কে ১৫ বছর আগের কলেজ জীবনের প্রেমকে বর্তমানে প্রেক্ষাপটে রেখে সম্প্রতি নতুন ছবি তৈরি করেছেন সৃজিত । 'X=প্রেম' প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছে ইতিমধ্যেই । স্বস্তিকা সেই ছবি দেখেছেন কি না জানা নেই, তবে সেই ছবির সূত্রধর হয়েই পুরনো সম্পর্কে উঁকি দিলেন 'পাতাললোক' খ্যাত অভিনেত্রী (FB post of Swastika Mukherjee recalls her relation with Srijit Mukherji) ।

শনিবার সন্ধেয় করা ফেসবুক পোস্টে ঠিক কী স্বীকার করলেন অভিনেত্রী? স্বস্তিকা মনে করালেন এক্স বা প্রাক্তন মানে কেবল ভালবাসার দগদগে স্মৃতি নয় । সেখানে প্রেম ছাড়াও থাকে বন্ধুত্ব এবং আরও অনেক কিছু, যা সারাটাজীবন চলার পাথেয় হতে পারে। একটা ছেলে আর একটা মেয়ে কখনও ভাল বন্ধু হতে থাকতে পারে না । সে তত্ত্ব উড়িয়ে দিয়ে স্বস্তিকা বলেছেন, 'আমরা এসব বাজে কথায় বিশ্বাস করি না ।' অর্থাৎ, প্রেম গেলেও সৃজিতের সঙ্গে যে বন্ধুত্ব অটুট এবং তা আজীবন থাকবে, অভিনেত্রীর পোস্ট অন্তত তেমনটা বুঝিয়ে দিয়েছে । একইসঙ্গে সৃজিতের কাছে এভাবেই হাসি-খুশি গল্প বলে যাওয়ার আবদার রেখেছেন অভিনেত্রী ।

Swastika Mukherjee FB Post
স্বস্তিকার ফেসবুক পোস্ট

আরও পড়ুন : পুজোয় এবার ডবল ধামাকা, 'কাছের মানুষ' নিয়ে আসছেন দেব-প্রসেনজিৎ

পুরনো প্রেমের চৌকাঠ মাড়ানো ক্যাপশনের সঙ্গে পুরনো একটি ছবিও পোস্ট করেছেন স্বস্তিকা । যেখানে তিনি এবং সৃজিতের সঙ্গে রয়েছেন পরিচালক সত্রাজিৎ সেনও । স্বস্তিকার কথায়, সময়টা কাকতালীয় হলেও ফেসবুক মেমোরিই পুরনো এই ছবি ফিরিয়ে দিয়েছে তাঁকে । পুরনো প্রেম-বন্ধুত্বে উঁকি দিয়ে অভিনেত্রীর পোস্ট চোখ এড়ায়নি পরিচালকের । নতুন ছবির রিভিউ নিয়ে ব্যস্ততার মধ্যেও স্বস্তিকার পোস্ট টাইমলাইনে শেয়ার করলেন সৃজিত । সবমিলিয়ে প্রেক্ষাগৃহের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জমজমাট X=প্রেম ।

কলকাতা, ৫ জুন : স্বস্তিকা এবং সৃজিত, দুই মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে একটা সময় পেজ-থ্রি গুলো কম শব্দ খরচ করেনি । যদিও নিজেদের সম্পর্ক নিয়ে বরাবরই রক্ষণশীল পন্থাই নিয়ে এসেছে অভিনেত্রী এবং পরিচালক । তবে আর পারলেন না স্বস্তিকা সৃজিতের সঙ্গে তাঁর অতীত সম্পর্কের কথা অবশেষে অনুরাগীমহলে স্বীকার করেই নিলেন অভিনেত্রী । এক অন্য সমীকরণের মোড়কে ১৫ বছর আগের কলেজ জীবনের প্রেমকে বর্তমানে প্রেক্ষাপটে রেখে সম্প্রতি নতুন ছবি তৈরি করেছেন সৃজিত । 'X=প্রেম' প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়েছে ইতিমধ্যেই । স্বস্তিকা সেই ছবি দেখেছেন কি না জানা নেই, তবে সেই ছবির সূত্রধর হয়েই পুরনো সম্পর্কে উঁকি দিলেন 'পাতাললোক' খ্যাত অভিনেত্রী (FB post of Swastika Mukherjee recalls her relation with Srijit Mukherji) ।

শনিবার সন্ধেয় করা ফেসবুক পোস্টে ঠিক কী স্বীকার করলেন অভিনেত্রী? স্বস্তিকা মনে করালেন এক্স বা প্রাক্তন মানে কেবল ভালবাসার দগদগে স্মৃতি নয় । সেখানে প্রেম ছাড়াও থাকে বন্ধুত্ব এবং আরও অনেক কিছু, যা সারাটাজীবন চলার পাথেয় হতে পারে। একটা ছেলে আর একটা মেয়ে কখনও ভাল বন্ধু হতে থাকতে পারে না । সে তত্ত্ব উড়িয়ে দিয়ে স্বস্তিকা বলেছেন, 'আমরা এসব বাজে কথায় বিশ্বাস করি না ।' অর্থাৎ, প্রেম গেলেও সৃজিতের সঙ্গে যে বন্ধুত্ব অটুট এবং তা আজীবন থাকবে, অভিনেত্রীর পোস্ট অন্তত তেমনটা বুঝিয়ে দিয়েছে । একইসঙ্গে সৃজিতের কাছে এভাবেই হাসি-খুশি গল্প বলে যাওয়ার আবদার রেখেছেন অভিনেত্রী ।

Swastika Mukherjee FB Post
স্বস্তিকার ফেসবুক পোস্ট

আরও পড়ুন : পুজোয় এবার ডবল ধামাকা, 'কাছের মানুষ' নিয়ে আসছেন দেব-প্রসেনজিৎ

পুরনো প্রেমের চৌকাঠ মাড়ানো ক্যাপশনের সঙ্গে পুরনো একটি ছবিও পোস্ট করেছেন স্বস্তিকা । যেখানে তিনি এবং সৃজিতের সঙ্গে রয়েছেন পরিচালক সত্রাজিৎ সেনও । স্বস্তিকার কথায়, সময়টা কাকতালীয় হলেও ফেসবুক মেমোরিই পুরনো এই ছবি ফিরিয়ে দিয়েছে তাঁকে । পুরনো প্রেম-বন্ধুত্বে উঁকি দিয়ে অভিনেত্রীর পোস্ট চোখ এড়ায়নি পরিচালকের । নতুন ছবির রিভিউ নিয়ে ব্যস্ততার মধ্যেও স্বস্তিকার পোস্ট টাইমলাইনে শেয়ার করলেন সৃজিত । সবমিলিয়ে প্রেক্ষাগৃহের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও জমজমাট X=প্রেম ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.