ETV Bharat / entertainment

Fans tease Shubman: 'সারার বাড়িতেও এভাবেই যাও?', স্পাইডারম্যানের মিমিক্রি করে ট্রল শুভমান - SpiderMan Across the Spider Verse

'স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য় স্পাইডার ভার্স' ছবির প্রচারের জন্য স্পাইডারম্যানের নকল করতে গিয়ে ট্রলিংয়ের শিকার শুভমান ৷ ফ্যানেরা লিখলেন,'সারার বাড়িতেও এভাবেই যাও না কি?'

Fans tease Shubman Gill
স্পাইডার ম্যানের মিমিক্রি করে ট্রলের শিকার শুভমান
author img

By

Published : May 19, 2023, 10:53 AM IST

হায়দরাবাদ, 19 মে: ক্রিকেটার শুভমান গিল যেমন ব্যাট হাতে ফ্য়ানেদের চমকে দেন সবুজ মাঠে তেমনই এবার আসছে তাঁর আরেকটি নতুন অবতার ৷ সকলেই জানেন, সিনেমার জগতে পা রেখেছেন অভিনেতা ৷ তিনি সম্প্রতি কণ্ঠ দিয়েছেন 'স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য় স্পাইডার ভার্স' ছবির জন্য় ৷ এই ছবির হিন্দি এবং পঞ্জাবি ভার্সানে শোনা যাবে তাঁর গলা ৷ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ আর তাঁর এই আসন্ন ছবির প্রচারের জন্য় একটি ভিডিয়ো করতে গিয়ে সম্প্রতি ট্রলিংয়ের শিকার হলেন শুভমান গিল ৷

সম্প্রতি পাপারাৎজিদের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে গাড়ির ওপর উঠে ঠিক স্পাইডার ম্যানের মতোই অঙ্গভঙ্গি করছেন এই ডান হাতি ব্যাটার ৷ শুধু তাই নয়, স্পাইডার ম্যানের নকল করে তিনি হাতের সাহায্যে মাকরসার জাল ছোঁড়ার চেষ্টাও করছেন ৷ তাঁর এই মিমিক্রি দেখে বেশ মজা পেয়েছে নেটপাড়া ৷ সকলেই জানেন শুভমানের ব্যক্তিগত জীবনও চর্চায় উঠে আসে বারবার ৷ বিশেষত তাঁর সঙ্গে সম্প্রতি জড়াচ্ছে সারা আলি খানের নাম ৷

একবার তো তথাকথিত ডেটিং করতে গিয়ে পাপারাৎজিদের ক্য়ামেরায় বন্দিও হন তাঁরা ৷ যদিও দু'জনের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি ৷ তাই তাঁদের সম্পর্ক নিয়ে সিলমোহর পড়েনি এখনও ৷ কিন্তু নেটিজেনরা সেকথা মনে রাখবেন কেন? তাঁদের অনেকেই এই ভিডিয়োর মন্তব্য করতে গিয়েও টেনে এনেছেন সারার কথা ৷ কমেন্টে একজন লেখেন, "সারার বাড়িতেও এভাবেই যাও না কি?" অন্য আরেকজন লেখেন, "শুভমান অন ফায়ার" আবার কেউ লিখেছেন, "আরে স্পাইডারম্যানের শক্তির ভুলভাল ব্যবহার হচ্ছে ৷"

আগামী 1 জুন মুক্তি পেতে চলেছে স্পাইডার ভার্সের এই নতুন ছবি ৷ হিন্দি, বাংলা, পঞ্জাবি-সহ বিভিন্ন ভাষায় মুক্তি পেতে চলেছে এই অ্যানিমেশন থ্রিলার ৷ এই ছবির ট্রেলার ইতিমধ্যেই সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে পবিত্র প্রভাকরণ নামের এক যুবকের কাহিনি ৷ সে এই বিশেষ শক্তিকে কীভাবে ব্য়বহার করবে, কীভাবে বাঁচাবে সারা পৃথিবীকে সেটাই দেখার এই ছবিতে ৷

আরও পড়ুন: প্রকাশ্যে এল 'দেবী চৌধুরানী'র মোশন পোস্টার

হায়দরাবাদ, 19 মে: ক্রিকেটার শুভমান গিল যেমন ব্যাট হাতে ফ্য়ানেদের চমকে দেন সবুজ মাঠে তেমনই এবার আসছে তাঁর আরেকটি নতুন অবতার ৷ সকলেই জানেন, সিনেমার জগতে পা রেখেছেন অভিনেতা ৷ তিনি সম্প্রতি কণ্ঠ দিয়েছেন 'স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য় স্পাইডার ভার্স' ছবির জন্য় ৷ এই ছবির হিন্দি এবং পঞ্জাবি ভার্সানে শোনা যাবে তাঁর গলা ৷ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার ৷ আর তাঁর এই আসন্ন ছবির প্রচারের জন্য় একটি ভিডিয়ো করতে গিয়ে সম্প্রতি ট্রলিংয়ের শিকার হলেন শুভমান গিল ৷

সম্প্রতি পাপারাৎজিদের শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে গাড়ির ওপর উঠে ঠিক স্পাইডার ম্যানের মতোই অঙ্গভঙ্গি করছেন এই ডান হাতি ব্যাটার ৷ শুধু তাই নয়, স্পাইডার ম্যানের নকল করে তিনি হাতের সাহায্যে মাকরসার জাল ছোঁড়ার চেষ্টাও করছেন ৷ তাঁর এই মিমিক্রি দেখে বেশ মজা পেয়েছে নেটপাড়া ৷ সকলেই জানেন শুভমানের ব্যক্তিগত জীবনও চর্চায় উঠে আসে বারবার ৷ বিশেষত তাঁর সঙ্গে সম্প্রতি জড়াচ্ছে সারা আলি খানের নাম ৷

একবার তো তথাকথিত ডেটিং করতে গিয়ে পাপারাৎজিদের ক্য়ামেরায় বন্দিও হন তাঁরা ৷ যদিও দু'জনের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি ৷ তাই তাঁদের সম্পর্ক নিয়ে সিলমোহর পড়েনি এখনও ৷ কিন্তু নেটিজেনরা সেকথা মনে রাখবেন কেন? তাঁদের অনেকেই এই ভিডিয়োর মন্তব্য করতে গিয়েও টেনে এনেছেন সারার কথা ৷ কমেন্টে একজন লেখেন, "সারার বাড়িতেও এভাবেই যাও না কি?" অন্য আরেকজন লেখেন, "শুভমান অন ফায়ার" আবার কেউ লিখেছেন, "আরে স্পাইডারম্যানের শক্তির ভুলভাল ব্যবহার হচ্ছে ৷"

আগামী 1 জুন মুক্তি পেতে চলেছে স্পাইডার ভার্সের এই নতুন ছবি ৷ হিন্দি, বাংলা, পঞ্জাবি-সহ বিভিন্ন ভাষায় মুক্তি পেতে চলেছে এই অ্যানিমেশন থ্রিলার ৷ এই ছবির ট্রেলার ইতিমধ্যেই সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে পবিত্র প্রভাকরণ নামের এক যুবকের কাহিনি ৷ সে এই বিশেষ শক্তিকে কীভাবে ব্য়বহার করবে, কীভাবে বাঁচাবে সারা পৃথিবীকে সেটাই দেখার এই ছবিতে ৷

আরও পড়ুন: প্রকাশ্যে এল 'দেবী চৌধুরানী'র মোশন পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.