ETV Bharat / entertainment

Fan Proposes Salman: 'শাহরুখের কথা বলছেন তো ?', বিদেশি অনুরাগীনী 'প্রেম প্রস্তাব' দিতেই বললেন সলমন - Salman Khan latest interview on marriage

ফের একবার তাঁর অনুরাগীর কাছে বিয়ের প্রস্তাব পেলেন ভাইজান ৷ মজার ছলেই তাঁকে উত্তর দিলেন ভাইজান ৷

Fan Proposes Salman
অনুরাগীর বিয়ের প্রস্তাবে কি বললেন সলমন
author img

By

Published : May 27, 2023, 9:51 PM IST

হায়দরাবাদ, 27 মে: বলিউডের প্রিয় ভাইজান সলমন খানকে নিয়ে ফ্যানেদের মধ্য়ে আগ্রহ সর্বদাই চরমে থাকে ৷ এমনকী সবার সামনে ভাইজানকে বিয়ের প্রস্তাব দেওয়াও কোনও নতুন খবর নয় ৷ এর আগেও অনেক অনুরাগীই তাঁকে বিবাহের প্রস্তাব দিয়েছেন আর তা খুব সযত্নে এড়িয়েও যেতে পারেন ভাইজান ৷ এবারও 23তম ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড চলাকালীনও দেখা গেল একই দৃশ্য় ৷ এক বিদেশী অনুরাগীর কাছে বিয়ের প্রস্তাব পেলেন তিনি ৷

পাপারাৎজিদের দৌলতে একটি ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ ভিডিয়োতে শোনা গিয়েছে একজন বিদেশিনীর গলা ৷ যেখানে তিনি বলছেন, "সলমন খান আমি হলিউড থেকে এখানে এসেছি শুধু একটাই প্রশ্ন নিয়ে ৷ আমি যখনই আপনাকে প্রথম দেখেছি আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি ৷" আবেগী এই অনুরাগীকে মাঝপথেই থামিয়ে দেন সলমন ৷ একটু হাসির ছলেই তিনি বলেন, "আপনি নিশ্চই শাহরুখ খানের কথা বলছেন তাই না?"

কিন্তু ওই বিদেশিনী বলেন, "না আমি সলমন খানের কথাই বলছি ৷ আপনি কি আমায় বিয়ে করবেন?" উত্তরে একটু হেসে সলমন বলেন, "আমার বিয়ের বয়স পার হয়ে গিয়েছে ৷ আপনার আরও 20 বছর আগে আমার জীবনে আসা উচিত ছিল ৷" আর তারপর তিনি হেঁটে বেড়িয়ে যান ৷ তাঁর এই মজার কথপোকথনে আনন্দ পেয়েছেন অনেকেই ৷ সোশাল মিডিয়ায় নেটিজেনরা একের পর মন্তব্য করছেন এই নিয়ে ৷

Fan Proposes Salman
অনুরাগীর বিয়ের প্রস্তাবে কি বললেন সলমন

আরও পড়ুন: 'এসব আলোচনা অর্থহীন', সলমনের দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি বিতর্কে সাফ মত ভিকির

একজন ব্যবহারকারী লেখেন, "ওঁর সেন্স অফ হিউমারের সঙ্গে কারও তুলনা চলে না ৷ 'আপনি শাহরুখের কথা বলছেন তাই না?' যেভাবে বললেন উনি হা হা !" অন্য আরেকজন লেখেন, "ভাইজান আপনার এই লুকটা কিক-এর কথা মনে করিয়ে দিচ্ছে ৷" সলমন এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'টাইগার 3'-এর কাজ নিয়ে ৷ এই ছবিতে আবার টাইগার আর পাঠান অর্থাৎ সলমন ও শাহরুখকে একসঙ্গে দেখতে পাবেন অনুরাগীরা ৷

হায়দরাবাদ, 27 মে: বলিউডের প্রিয় ভাইজান সলমন খানকে নিয়ে ফ্যানেদের মধ্য়ে আগ্রহ সর্বদাই চরমে থাকে ৷ এমনকী সবার সামনে ভাইজানকে বিয়ের প্রস্তাব দেওয়াও কোনও নতুন খবর নয় ৷ এর আগেও অনেক অনুরাগীই তাঁকে বিবাহের প্রস্তাব দিয়েছেন আর তা খুব সযত্নে এড়িয়েও যেতে পারেন ভাইজান ৷ এবারও 23তম ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড চলাকালীনও দেখা গেল একই দৃশ্য় ৷ এক বিদেশী অনুরাগীর কাছে বিয়ের প্রস্তাব পেলেন তিনি ৷

পাপারাৎজিদের দৌলতে একটি ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশালে ৷ ভিডিয়োতে শোনা গিয়েছে একজন বিদেশিনীর গলা ৷ যেখানে তিনি বলছেন, "সলমন খান আমি হলিউড থেকে এখানে এসেছি শুধু একটাই প্রশ্ন নিয়ে ৷ আমি যখনই আপনাকে প্রথম দেখেছি আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি ৷" আবেগী এই অনুরাগীকে মাঝপথেই থামিয়ে দেন সলমন ৷ একটু হাসির ছলেই তিনি বলেন, "আপনি নিশ্চই শাহরুখ খানের কথা বলছেন তাই না?"

কিন্তু ওই বিদেশিনী বলেন, "না আমি সলমন খানের কথাই বলছি ৷ আপনি কি আমায় বিয়ে করবেন?" উত্তরে একটু হেসে সলমন বলেন, "আমার বিয়ের বয়স পার হয়ে গিয়েছে ৷ আপনার আরও 20 বছর আগে আমার জীবনে আসা উচিত ছিল ৷" আর তারপর তিনি হেঁটে বেড়িয়ে যান ৷ তাঁর এই মজার কথপোকথনে আনন্দ পেয়েছেন অনেকেই ৷ সোশাল মিডিয়ায় নেটিজেনরা একের পর মন্তব্য করছেন এই নিয়ে ৷

Fan Proposes Salman
অনুরাগীর বিয়ের প্রস্তাবে কি বললেন সলমন

আরও পড়ুন: 'এসব আলোচনা অর্থহীন', সলমনের দেহরক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কি বিতর্কে সাফ মত ভিকির

একজন ব্যবহারকারী লেখেন, "ওঁর সেন্স অফ হিউমারের সঙ্গে কারও তুলনা চলে না ৷ 'আপনি শাহরুখের কথা বলছেন তাই না?' যেভাবে বললেন উনি হা হা !" অন্য আরেকজন লেখেন, "ভাইজান আপনার এই লুকটা কিক-এর কথা মনে করিয়ে দিচ্ছে ৷" সলমন এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'টাইগার 3'-এর কাজ নিয়ে ৷ এই ছবিতে আবার টাইগার আর পাঠান অর্থাৎ সলমন ও শাহরুখকে একসঙ্গে দেখতে পাবেন অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.