ETV Bharat / entertainment

Fake News on Ranjit Mallick : ফের রঞ্জিত মল্লিকের অসুস্থ হওয়ার ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়

বুধবার রাতে একটি ইউটিউব চ্যানেল থেকে খবর ছড়িয়ে পড়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক (Fake News of Ranjit Mallicks Illness Spread on Social media)। অথচ আদতে তিনি সুস্থ ৷ অবশ্য এই প্রথমবার নয়, আগেও রটনা রটেছে অনেক শিল্পীকে নিয়েই ৷

Fake News on Ranjit Mallick
ফের রঞ্জিত মল্লিকের অসুস্থ হওয়ার ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায়
author img

By

Published : Mar 31, 2022, 3:42 PM IST

Updated : Mar 31, 2022, 7:03 PM IST

কলকাতা, 31 মার্চ : ২০২২ সাল পড়তে না পড়তেই পরপর বিশিষ্ট মানুষদের মৃত্যু খবরে জেরবার মানুষ । আর তাই কোনও প্রিয় অভিনেতা, অভিনেত্রী কিংবা গায়ক-গায়িকার অসুস্থতার খবর পেলেই একপ্রকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তাঁদের অনুরাগীরা । এরকমই এক ভুল খবর বুধবার সন্ধে থেকে ছড়িয়ে পড়ে দিকে দিকে । কোনও এক ইউটিউব চ্যানেল থেকে এই খবর সামনে আসে যে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক (Fake News of Ranjit Mallicks Illness Spread on Social media)। অথচ আদতে তিনি সুস্থ ৷

এবার প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এরকম খবর ছড়িয়েছে তাঁকে নিয়ে । এমনকী অভিনেতা মারা গিয়েছেন এমন খবরও রটেছে একাধিকবার । তবে, শুধু তিনি নন, এমন খবর নানা সময়ে রটেছে অভিনেতা চন্দন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নিয়েও । এবার আরও একবার এরকম খবর রটল রঞ্জিত মল্লিককে নিয়ে । তিনি নাকি গুরুতর অসুস্থ । এই ব্যাপারে কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাঁদের উভয়ের ফোনই বেজে যায়।

fake news of ranjit mallicks illness on social media
বুধবার রাতে একটি ইউটিউব চ্যানেল থেকে খবর ছড়িয়ে পড়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক

আরও পড়ুন: ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা ইন্ডিগো

উল্লেখ্য, বুধবার সন্ধে থেকেই আলোচনা চলতে থাকে প্রিয় অভিনেতাকে ঘিরে । যার উৎপত্তি এক ইউটিউব চ্যানেল । অন্য কোনও সংবাদমাধ্যম অবশ্য এই খবর প্রকাশ করেনি । এরকম ঘটনা একবার ঘটেছিল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও । তাঁকে নিয়েও একবার রটেছিল, তিনি নাকি মারা গিয়েছেন ।

fake news of ranjit mallicks illness on social media
এরকম ঘটনা একবার ঘটেছিল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও

এই ব্যাপারে জয়জিৎ বলেন, ""আমাকে একবার শঙ্করদা (চক্রবর্তী) হঠাৎ আমায় ফোন করে জিজ্ঞেস করছেন, জয়জিৎ ভাল আছো তো? আমি অবাক হয়ে বললাম হ্যাঁ দাদা। তখন উনি নিজেই বললেন, আরে তোমাকে নিয়ে একটা খবর দেখলাম তুমি নাকি আর নেই । আমি তখন বলি, না দাদা । এত তাড়াতাড়ি যাব না। আরও কিছুদিন আছি তোমাদের জ্বালাতে। সত্যি কথা বলতে কি, এরকম খবরে আমি একেবারেই বেদনা পাই না । বরং ভাল লাগে । মনে হয় মার্কেটে আছি । প্রচার নেগটিভ হোক বা পজিটিভ, প্রচার তো আসলে। আর লোকে বলে, মৃত্যুর ভুল খবর নাকি মানুষের আয়ু বাড়িয়ে দেয় । তাই ভালই লাগে এরকম খবরে ।"

কলকাতা, 31 মার্চ : ২০২২ সাল পড়তে না পড়তেই পরপর বিশিষ্ট মানুষদের মৃত্যু খবরে জেরবার মানুষ । আর তাই কোনও প্রিয় অভিনেতা, অভিনেত্রী কিংবা গায়ক-গায়িকার অসুস্থতার খবর পেলেই একপ্রকার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তাঁদের অনুরাগীরা । এরকমই এক ভুল খবর বুধবার সন্ধে থেকে ছড়িয়ে পড়ে দিকে দিকে । কোনও এক ইউটিউব চ্যানেল থেকে এই খবর সামনে আসে যে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক (Fake News of Ranjit Mallicks Illness Spread on Social media)। অথচ আদতে তিনি সুস্থ ৷

এবার প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার এরকম খবর ছড়িয়েছে তাঁকে নিয়ে । এমনকী অভিনেতা মারা গিয়েছেন এমন খবরও রটেছে একাধিকবার । তবে, শুধু তিনি নন, এমন খবর নানা সময়ে রটেছে অভিনেতা চন্দন সেন, ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নিয়েও । এবার আরও একবার এরকম খবর রটল রঞ্জিত মল্লিককে নিয়ে । তিনি নাকি গুরুতর অসুস্থ । এই ব্যাপারে কোয়েল মল্লিক এবং রঞ্জিত মল্লিকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তাঁদের উভয়ের ফোনই বেজে যায়।

fake news of ranjit mallicks illness on social media
বুধবার রাতে একটি ইউটিউব চ্যানেল থেকে খবর ছড়িয়ে পড়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক

আরও পড়ুন: ঋতুপর্ণার কাছে ক্ষমা চাইল বিমান সংস্থা ইন্ডিগো

উল্লেখ্য, বুধবার সন্ধে থেকেই আলোচনা চলতে থাকে প্রিয় অভিনেতাকে ঘিরে । যার উৎপত্তি এক ইউটিউব চ্যানেল । অন্য কোনও সংবাদমাধ্যম অবশ্য এই খবর প্রকাশ করেনি । এরকম ঘটনা একবার ঘটেছিল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও । তাঁকে নিয়েও একবার রটেছিল, তিনি নাকি মারা গিয়েছেন ।

fake news of ranjit mallicks illness on social media
এরকম ঘটনা একবার ঘটেছিল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও

এই ব্যাপারে জয়জিৎ বলেন, ""আমাকে একবার শঙ্করদা (চক্রবর্তী) হঠাৎ আমায় ফোন করে জিজ্ঞেস করছেন, জয়জিৎ ভাল আছো তো? আমি অবাক হয়ে বললাম হ্যাঁ দাদা। তখন উনি নিজেই বললেন, আরে তোমাকে নিয়ে একটা খবর দেখলাম তুমি নাকি আর নেই । আমি তখন বলি, না দাদা । এত তাড়াতাড়ি যাব না। আরও কিছুদিন আছি তোমাদের জ্বালাতে। সত্যি কথা বলতে কি, এরকম খবরে আমি একেবারেই বেদনা পাই না । বরং ভাল লাগে । মনে হয় মার্কেটে আছি । প্রচার নেগটিভ হোক বা পজিটিভ, প্রচার তো আসলে। আর লোকে বলে, মৃত্যুর ভুল খবর নাকি মানুষের আয়ু বাড়িয়ে দেয় । তাই ভালই লাগে এরকম খবরে ।"

Last Updated : Mar 31, 2022, 7:03 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.