ETV Bharat / entertainment

Dolly Jain : ছক ভাঙা বধূর সাজে নেটপাড়ার মন কেড়েছেন আলিয়া, নেপথ্যে কে ? - dolly jain the drape stylist who draped the outfits of alia

নববধূর সাজে নেটপাড়ার মন কেড়েছেন আলিয়া ৷ তবে তাঁকে এই রূপে সাজানোর পিছনে রয়েছেন ড্রেপ স্টাইলিস্ট ডলি জৈন (Drape Stylist Dolly Jain) ৷

Dolly Jain
ছক ভাঙা বধুর সাজে নেটপাড়ার মন কেড়েছেন আলিয়া, পিছনে রয়েছেন এই মানুষটি
author img

By

Published : Apr 16, 2022, 4:09 PM IST

হায়দরাবাদ, 16 এপ্রিল : নিজের একেবারে অন্য রকমের পছন্দের জন্য় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আলিয়া ভাট ৷ নববধূ হিসাবে বিয়ের দিনেও তিনি বেছে নিয়েছিলেন সাদা গোল্ডেন কম্বিনেশনের জমকালো শাড়টি ৷ এই পোশাকের নিঁখুত রূপদানের পিছনে রয়েছে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্য়ায়ের হাত ৷

কিন্তু শাড়ি তো শুধু তৈরি হলেই হল না তা কীভাবে পড়ানো হবে, তার উপর পুরোটাই নির্ভর করে কেমন হবে নববধূর লুক ৷ আর এর জন্য় দরকার একজন ড্রেপ ডিজাইনার ৷ আলিয়ার বিয়েতে সেই দায়িত্ব পালন করেছেন ড্রেপ ডিজাইনার ডলি জৈন ৷ ডলি কলকাতার মানুষ । আর শুধু যে আলিয়া তা কিন্তু নয়, বলিউডের অনেক সুন্দরীরই এক্ষেত্রে ভরসা ডলি (Drape Stylist Dolly Jain) ৷

সম্প্রতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের রাজকীয় আয়োজন সবচেয়ে বেশি শোরগোল ফেলেছিল ৷ তাঁকে সুন্দর করে লেহেঙ্গায় সাজানোর পিছনেও ছিল ডলির হাত ৷ আবার মুকেশ আম্বানির কন্য়া ইশা আম্বানিকেও সাবেকি ঢংয়ে শাড়ি পরিয়েছিলেন এই ড্রেপ ডিজাইনারই ৷

আরও পড়ুন : মিস্টার অ্যান্ড মিসেস কাপুর, রণলিয়ার বিয়ের মিষ্টি মুহূর্তগুলো দেখেছেন ?

রণবীর আলিয়া হল, ভিকি-ক্যাটরিনা হল তাহলে কি দীপিকাকেও..? হ্যাঁ ঠিক তাই দীপিকার অসামান্য় নববধূর রূপ ফুটিয়ে তোলার পিছনেও ভূমিকা ছিল ডলিরই ৷ দীপিকাকে রিসেপশনের জন্য প্রস্তুত করেছিলেন তিনি ৷ তবে তালিকা কিন্তু এখানেই শেষ নয় । বিয়ের সাজে রীতিমত সকলের নজর কেড়েছিলেন পিগি চপস ৷ প্রিয়াঙ্কার এই সাজের পিছনেও ছিলেন ডলি ৷

হায়দরাবাদ, 16 এপ্রিল : নিজের একেবারে অন্য রকমের পছন্দের জন্য় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আলিয়া ভাট ৷ নববধূ হিসাবে বিয়ের দিনেও তিনি বেছে নিয়েছিলেন সাদা গোল্ডেন কম্বিনেশনের জমকালো শাড়টি ৷ এই পোশাকের নিঁখুত রূপদানের পিছনে রয়েছে ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্য়ায়ের হাত ৷

কিন্তু শাড়ি তো শুধু তৈরি হলেই হল না তা কীভাবে পড়ানো হবে, তার উপর পুরোটাই নির্ভর করে কেমন হবে নববধূর লুক ৷ আর এর জন্য় দরকার একজন ড্রেপ ডিজাইনার ৷ আলিয়ার বিয়েতে সেই দায়িত্ব পালন করেছেন ড্রেপ ডিজাইনার ডলি জৈন ৷ ডলি কলকাতার মানুষ । আর শুধু যে আলিয়া তা কিন্তু নয়, বলিউডের অনেক সুন্দরীরই এক্ষেত্রে ভরসা ডলি (Drape Stylist Dolly Jain) ৷

সম্প্রতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের রাজকীয় আয়োজন সবচেয়ে বেশি শোরগোল ফেলেছিল ৷ তাঁকে সুন্দর করে লেহেঙ্গায় সাজানোর পিছনেও ছিল ডলির হাত ৷ আবার মুকেশ আম্বানির কন্য়া ইশা আম্বানিকেও সাবেকি ঢংয়ে শাড়ি পরিয়েছিলেন এই ড্রেপ ডিজাইনারই ৷

আরও পড়ুন : মিস্টার অ্যান্ড মিসেস কাপুর, রণলিয়ার বিয়ের মিষ্টি মুহূর্তগুলো দেখেছেন ?

রণবীর আলিয়া হল, ভিকি-ক্যাটরিনা হল তাহলে কি দীপিকাকেও..? হ্যাঁ ঠিক তাই দীপিকার অসামান্য় নববধূর রূপ ফুটিয়ে তোলার পিছনেও ভূমিকা ছিল ডলিরই ৷ দীপিকাকে রিসেপশনের জন্য প্রস্তুত করেছিলেন তিনি ৷ তবে তালিকা কিন্তু এখানেই শেষ নয় । বিয়ের সাজে রীতিমত সকলের নজর কেড়েছিলেন পিগি চপস ৷ প্রিয়াঙ্কার এই সাজের পিছনেও ছিলেন ডলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.