ETV Bharat / entertainment

S S Rajamouli Praised Jawan: 'জওয়ান'-প্রশংসায় পঞ্চমুখ রাজামৌলি, 'মাস হিরো' হতে চাইলেন কিং খান! - জওয়ান

জওয়ান ছবির উত্তেজনা এখন চারিদিকে ৷ বক্সঅফিসে প্রথম দিনেই কামাল দেখিয়েছে এই ছবি ৷ এবার শাহরুখ খানকে ছবির সাফল্যের জন্য অভিনন্দন জানালেন পরিচালক রাজামৌলি ৷ শুভেচ্ছা জানিয়েছেন মহেশ বাবুও ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 7:32 PM IST

Updated : Sep 8, 2023, 11:07 PM IST

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: ''হারকর জিতনে বালো কো বাজিগর কহেতে হ্যায়'' ৷ ছবির এই সংলাপ যে বলিউড বাদশার জীবনে কতটা প্রযোজ্য, তা তার বিগত কয়েক বছরের ফিল্মি কেরিয়ার দেখলেই ধারনা করা যায় ৷ জিরো থেকে হিরো হয়ে ওঠার যে কামব্যাক পাঠান দেখিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে কিং খান বলতেই পারেন, "আভি তো ম্যায় জওয়ান হু ৷" আর তাই তো বলিউডের স্পিলবার্গ তথা পরিচালক এসএস রাজামৌলির মুখেও শাহরুখ বন্দনা ৷ সেই সুযোগে ছক্কা হাকালেন বাদশাও ৷ হাসতে হাসতেই জানিয়ে দিলেন এবার রাজামৌলির 'মাস হিরো' হতে চান কিং খান ৷

  • Thank u so much sir. We are all learning from your creative inputs for cinema. Please see it as and when u can. Then call me to tell me if I can be a mass hero also. Ha ha. Love and regards sir. https://t.co/RpI0UZ625a

    — Shah Rukh Khan (@iamsrk) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুক্তির দিনেই অ্যাটলি পরিচালিত 'জওয়ান' বক্সঅফিসে ইতিহাস তৈরি করেছে ৷ গ্লোবালি এই ছবির ঝুলিতে এসে গিয়েছে 129.6 কোটি টাকা ৷ ভারতীয় সিনেমায় প্রথমদিনে এই ধরনের কালেকশন আর কোনও ছবি করতে পারেনি ৷ ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি ও ইউকে-তেও এই ছবি ব্যবসা অসাধারণ ৷

ছবির সাফল্য দেখে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি ৷ তিনি এক্স (টুইটার)-এ লেখেন, "এই কারণেই শাহরুখ খানকে বক্সঅফিসের বাদশা বলা হয় ৷ উফফ ! কী দুর্দান্ত ওপেনিং ৷ অভিনন্দন পরিচালক অ্যাটলিকে ৷ ছবির আরও সাফল্য আসুক ৷ অভিনন্দন জওয়ান ছবির পুরো টিমকে ৷"

পরিচালকের এই বার্তার পরেই পালটা ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ ৷ তিনি সামাজিক মাধ্যমে লেখেন, "ধন্যবাদ স্যার ৷ আমরা সকলেই আপনার ক্রিয়েটিভিটি দেখে শিখেছি ৷ সেখান থেকেই কিছু ছবিতে যোগ করার চেষ্টা করেছি ৷ দয়া করে ছবিটা দেখবেন যখন আপনি সময় পাবেন ৷ তারপর আমাকে ফোন করে জানাতে পারেন, আমিও মাস হিরো হতে পারি ৷ অনেক ভালোবাসা স্যার"

  • Thank u so much. Everyone is so thrilled you liked it. Big love to you and family. Very encouraging to hear your kind words. Will keep working harder now to entertain. Love you my friend. https://t.co/won5gxilR7

    — Shah Rukh Khan (@iamsrk) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির সুপার সাকসেসের পর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দক্ষিণীসুপারস্টার মহেশ বাবুও ৷ তিনি সামাজিক মাধম্যে লেখেন, "জওয়ান ব্লকব্লাস্টার সিনেমা ৷ অ্যাটলি কিং-এর সঙ্গে কিংসাইজ ছবি উপহার দিয়েছেন ৷ এটা পরিচালকের কেরিয়ারের সেরা ছবি ৷ ছবিতে শাহরুখ খানের স্ক্রিন প্রেজেন্স অতুলনীয় ৷ তিনি আগুন ৷ জওয়ান শাহরুখের ছবির রেকর্ডও ভেঙে দেবে ৷"

আরও পড়ুন: প্রথম দিন কাটতে না কাটতেই 'জওয়ান' ছবির ওটিটি মুক্তি নিয়ে জল্পনা শুরু?

মহেশবাবুকেও পালটা ধন্যবাদ জানিয়েছেন কিং খান ৷ বলেন, "এই ছবি তোমার পছন্দ হয়েছে দেখে ভালো লাগছে ৷ তোমাকে এবং তোমার পরিবারের প্রতি অনেক ভালোবাসা ৷ তোমার কাছ থেকে প্রশংসা পেয়ে অনুপ্রাণিত ৷ বিনোদনের জন্য এবার থেকে আরও বেশি পরিশ্রম করব ৷ ভালোবাসা বন্ধু ৷"

হায়দরাবাদ, 8 সেপ্টেম্বর: ''হারকর জিতনে বালো কো বাজিগর কহেতে হ্যায়'' ৷ ছবির এই সংলাপ যে বলিউড বাদশার জীবনে কতটা প্রযোজ্য, তা তার বিগত কয়েক বছরের ফিল্মি কেরিয়ার দেখলেই ধারনা করা যায় ৷ জিরো থেকে হিরো হয়ে ওঠার যে কামব্যাক পাঠান দেখিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে কিং খান বলতেই পারেন, "আভি তো ম্যায় জওয়ান হু ৷" আর তাই তো বলিউডের স্পিলবার্গ তথা পরিচালক এসএস রাজামৌলির মুখেও শাহরুখ বন্দনা ৷ সেই সুযোগে ছক্কা হাকালেন বাদশাও ৷ হাসতে হাসতেই জানিয়ে দিলেন এবার রাজামৌলির 'মাস হিরো' হতে চান কিং খান ৷

  • Thank u so much sir. We are all learning from your creative inputs for cinema. Please see it as and when u can. Then call me to tell me if I can be a mass hero also. Ha ha. Love and regards sir. https://t.co/RpI0UZ625a

    — Shah Rukh Khan (@iamsrk) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুক্তির দিনেই অ্যাটলি পরিচালিত 'জওয়ান' বক্সঅফিসে ইতিহাস তৈরি করেছে ৷ গ্লোবালি এই ছবির ঝুলিতে এসে গিয়েছে 129.6 কোটি টাকা ৷ ভারতীয় সিনেমায় প্রথমদিনে এই ধরনের কালেকশন আর কোনও ছবি করতে পারেনি ৷ ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি ও ইউকে-তেও এই ছবি ব্যবসা অসাধারণ ৷

ছবির সাফল্য দেখে শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক এসএস রাজামৌলি ৷ তিনি এক্স (টুইটার)-এ লেখেন, "এই কারণেই শাহরুখ খানকে বক্সঅফিসের বাদশা বলা হয় ৷ উফফ ! কী দুর্দান্ত ওপেনিং ৷ অভিনন্দন পরিচালক অ্যাটলিকে ৷ ছবির আরও সাফল্য আসুক ৷ অভিনন্দন জওয়ান ছবির পুরো টিমকে ৷"

পরিচালকের এই বার্তার পরেই পালটা ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ ৷ তিনি সামাজিক মাধ্যমে লেখেন, "ধন্যবাদ স্যার ৷ আমরা সকলেই আপনার ক্রিয়েটিভিটি দেখে শিখেছি ৷ সেখান থেকেই কিছু ছবিতে যোগ করার চেষ্টা করেছি ৷ দয়া করে ছবিটা দেখবেন যখন আপনি সময় পাবেন ৷ তারপর আমাকে ফোন করে জানাতে পারেন, আমিও মাস হিরো হতে পারি ৷ অনেক ভালোবাসা স্যার"

  • Thank u so much. Everyone is so thrilled you liked it. Big love to you and family. Very encouraging to hear your kind words. Will keep working harder now to entertain. Love you my friend. https://t.co/won5gxilR7

    — Shah Rukh Khan (@iamsrk) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবির সুপার সাকসেসের পর শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দক্ষিণীসুপারস্টার মহেশ বাবুও ৷ তিনি সামাজিক মাধম্যে লেখেন, "জওয়ান ব্লকব্লাস্টার সিনেমা ৷ অ্যাটলি কিং-এর সঙ্গে কিংসাইজ ছবি উপহার দিয়েছেন ৷ এটা পরিচালকের কেরিয়ারের সেরা ছবি ৷ ছবিতে শাহরুখ খানের স্ক্রিন প্রেজেন্স অতুলনীয় ৷ তিনি আগুন ৷ জওয়ান শাহরুখের ছবির রেকর্ডও ভেঙে দেবে ৷"

আরও পড়ুন: প্রথম দিন কাটতে না কাটতেই 'জওয়ান' ছবির ওটিটি মুক্তি নিয়ে জল্পনা শুরু?

মহেশবাবুকেও পালটা ধন্যবাদ জানিয়েছেন কিং খান ৷ বলেন, "এই ছবি তোমার পছন্দ হয়েছে দেখে ভালো লাগছে ৷ তোমাকে এবং তোমার পরিবারের প্রতি অনেক ভালোবাসা ৷ তোমার কাছ থেকে প্রশংসা পেয়ে অনুপ্রাণিত ৷ বিনোদনের জন্য এবার থেকে আরও বেশি পরিশ্রম করব ৷ ভালোবাসা বন্ধু ৷"

Last Updated : Sep 8, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.