হায়দরাবাদ, 3 মে: অবশেষে শুরু হতে চলেছে দেব-এর 'ব্যোমকেশ' যাত্রা ৷ শুক্রবার শুটিং ফ্লোরে আসছেন ব্যোমকেশ ও সত্যবতী ৷ ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে সোশাল মাধ্যমে জানালেন অভিনেতা দেব ও রুক্মিণী ৷ আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনিবার্ণ ভট্টাচার্যের পর এবার পর্দায় রহস্যের সমাধান করতে আসছেন দেব ওরফে নতুন ব্যোমকেশ ৷
প্রথমদিকে ছবির ঘোষণার সময় নেটিজেনদের অনেক কটূক্তি শুনতে হয়েছিল অভিনেতাকে ৷ ব্যোমকেশ চরিত্রে তাঁকে মানাবে না, এমন কথাও উঠেছিল ৷ তবে চমক আসে নববর্ষের দিন ৷ ওইদিন রহস্যপ্রিয় বাঙালির কাছে উপহার হিসাবে আসে 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'র প্রথম পোস্টার ৷ পরিপাটি করা চুল, কালো ফ্রেমের বড় চশমা, একহাতে টর্চ ও অন্য হাতে সাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাংলার নতুন ব্যোমকেশ ৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ৷
আরও পড়ুন: ওটিটিতে অন্য স্বাদ দেবে 'সাবাশ ফেলুদা'
ছবির পোস্টার সামনে আসতেই হইচই পড়ে যায় ৷ মগজাস্ত্রের লড়াইয়ে যে পিছিয়ে পড়বেন না বাংলার এই তারকা, তা আরও একবার বুঝিয়ে দিয়েছেন ৷ বিরসা দাশগুপ্তের হাত ধরে এই ছবির শুটিং শুরু হতে চলেছে ৷ বুধবার নিজের সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেতা দেব ৷ সেখানেই তিনি জানিয়ে দিয়েছেন শ্যুটিং ফ্লোরে আসছে ব্যোমকেশ ও দুর্গরহস্য ৷ ক্যাপশনে দেব লিখেছেন, "মহরত হয়ে গিয়েছে ৷ আমরা তৈরি ৷ ফ্লোরে আসছি পরশুদিন ৷" পাশে ছিলেন সত্যবতী ওরফে রুক্মিণী মৈত্র ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রসঙ্গত, দেবের ব্যোমকেশ হওয়ার পর থেকে টলিউডে গুঞ্জন উঠেছিল, সত্যবতীর চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে ৷ শোনা গিয়েছিল দু-একজন অভিনেত্রীদের কথাও। কিন্তু সকলকে পিছনে ফেলে অবশেষে দেবের প্রিয়তমা রুক্মিণী মৈত্রকেই দেখা যাবে সত্যবতীর চরিত্রে । উল্লেখ্য, এই ছবির পাশাপাশি নববর্ষে আরও একটি ছবির কথা ঘোষণা করে দিয়েছেন অভিনেতা দেব ৷ প্রকাশ্যে এসেছে আপকামিং ছবি 'প্রধান'-এর ঘোষণা। দেবের প্রযোজনা সংস্থা এবং বেঙ্গল টকিজের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। পোস্টার শেয়ার করে দেব জানিয়েছেন, অভিজিৎ সেন পরিচালিত ছবি 'প্রধান’ মুক্তি পাবে ক্রিসমাসে।