ETV Bharat / entertainment

Bagha Jatin Trailer: শেষ হল শুটিং! 'বাঘা যতীন' ছবির ট্রেলার নিয়ে বড় আপডেট দিলেন দেব - দেবের হোম প্রোডাকশন

শেষ হল দেবের আগামী ছবি 'বাঘা যতীন'-এর শুটিং ৷ সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে ছবির ট্রেলার মুক্তির তারিখও এদিন জানিয়ে দিলেন অভিনেতা ৷ দেবের হোম প্রোডাকশন থেকেই মুক্তি পাবে এই ছবি ৷

BaghaJatin Trailer
বাঘা যতীন ছবির ট্রেলার মুক্তির দিন ঘোষণা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2023, 3:41 PM IST

কলকাতা, 5 অক্টোবর: দেবের আগামী ছবি 'বাঘাযতীন' নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷ অরুণ রায় পরিচালিত এই ছবির প্রি-টিজার এবং টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ ছবির ট্রেলার দেখার জন্য় এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ এরই মাঝে বৃহস্পতিবার ছবির দু'টি নতুন আপডেট নিয়ে সোশালে হাজির হলেন অভিনেতা দেব ৷ বাঘা যতীন চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন তিনিই ৷ পুজোর ঠিক আগেই মুক্তি পাবে এই ছবি ৷ আজ ট্রেলার মুক্তির দিনক্ষণ নিজেই ঘোষণা করলেন টলিউডের এই 'হ্যান্ডসাম হাঙ্ক' ৷

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে তিনি বলেন, "আজ আমাদের শুটিং শেষ হল ৷ আর আমাদের ছবির ট্রেলার আসছে আগামী 9 তারিখ ৷ প্রতিটা ডিপার্টমেন্ট প্রচুর খাটাখাটনি করেছে ৷ আশা করি ট্রেলারটা আপনাদের ভালো লাগবে ৷ আর ছবিটা আপনাদের আরও অনেক বেশি ভালো লাগবে ৷"

কেরিয়ারে ফের একবার ঐতিহাসিক চরিত্রকে রূপোলি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করবেন দেব ৷ এর আগে অভিনেতাকে দেখা গিয়েছিল নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে ৷ 'গোলন্দাজ' ছবিতে ভারতীয় ফুটবলের জনক হিসেবে পরিচিত নগেন্দ্রপ্রসাদের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন তিনি ৷ পরাধীন ভারতের কাহিনি উঠে এসেছিল সেই ছবিতেও ৷ আর এই ছবিতেও বাঘা যতীনের আন্দোলন তাঁর দেশপ্রেমের কাহিনিই হতে চলেছে ছবির মূল উপজীব্য ৷

আরও পড়ুন: এবার থেকে সহজ উপায়ে ভারতে ঘুরবে ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'

টিজারেই বোঝা গিয়েছে হোম প্রোডাকশনের এই ছবিতেও দেব কমার্শিয়াল দিকটি খেয়াল রাখতে ভোলেননি ৷ কাহিনির যে ঝলক সামনে এসেছে তাতেই বোঝা গিয়েছে অ্যাকশনে ভরপুর হতে চলেছে দেবের 'বাঘা যতীন' ছবিটিও ৷ একইভাবে সংলাপ নিয়েও আলোচনা ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 19 অক্টোবর ৷ এই ছবিতে দেবের সঙ্গে অভিনয় করবেন সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী এবং রোহন ভট্টাচার্যের মতো অভিনেতা-অভিনেত্রীরাও ৷

কলকাতা, 5 অক্টোবর: দেবের আগামী ছবি 'বাঘাযতীন' নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে ৷ অরুণ রায় পরিচালিত এই ছবির প্রি-টিজার এবং টিজার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ৷ ছবির ট্রেলার দেখার জন্য় এখন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অনুরাগীরা ৷ এরই মাঝে বৃহস্পতিবার ছবির দু'টি নতুন আপডেট নিয়ে সোশালে হাজির হলেন অভিনেতা দেব ৷ বাঘা যতীন চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন তিনিই ৷ পুজোর ঠিক আগেই মুক্তি পাবে এই ছবি ৷ আজ ট্রেলার মুক্তির দিনক্ষণ নিজেই ঘোষণা করলেন টলিউডের এই 'হ্যান্ডসাম হাঙ্ক' ৷

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে তিনি বলেন, "আজ আমাদের শুটিং শেষ হল ৷ আর আমাদের ছবির ট্রেলার আসছে আগামী 9 তারিখ ৷ প্রতিটা ডিপার্টমেন্ট প্রচুর খাটাখাটনি করেছে ৷ আশা করি ট্রেলারটা আপনাদের ভালো লাগবে ৷ আর ছবিটা আপনাদের আরও অনেক বেশি ভালো লাগবে ৷"

কেরিয়ারে ফের একবার ঐতিহাসিক চরিত্রকে রূপোলি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করবেন দেব ৷ এর আগে অভিনেতাকে দেখা গিয়েছিল নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে ৷ 'গোলন্দাজ' ছবিতে ভারতীয় ফুটবলের জনক হিসেবে পরিচিত নগেন্দ্রপ্রসাদের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন তিনি ৷ পরাধীন ভারতের কাহিনি উঠে এসেছিল সেই ছবিতেও ৷ আর এই ছবিতেও বাঘা যতীনের আন্দোলন তাঁর দেশপ্রেমের কাহিনিই হতে চলেছে ছবির মূল উপজীব্য ৷

আরও পড়ুন: এবার থেকে সহজ উপায়ে ভারতে ঘুরবে ওটিটি প্ল্যাটফর্ম 'চরকি'

টিজারেই বোঝা গিয়েছে হোম প্রোডাকশনের এই ছবিতেও দেব কমার্শিয়াল দিকটি খেয়াল রাখতে ভোলেননি ৷ কাহিনির যে ঝলক সামনে এসেছে তাতেই বোঝা গিয়েছে অ্যাকশনে ভরপুর হতে চলেছে দেবের 'বাঘা যতীন' ছবিটিও ৷ একইভাবে সংলাপ নিয়েও আলোচনা ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 19 অক্টোবর ৷ এই ছবিতে দেবের সঙ্গে অভিনয় করবেন সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী এবং রোহন ভট্টাচার্যের মতো অভিনেতা-অভিনেত্রীরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.