কলকাতা, 6 অগস্ট: সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'দশম অবতার' নিয়ে উন্মাদন তুঙ্গে। ভগবান বিষ্ণুর দশ অবতারকে অন্যভাবে এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক ৷ বুধবার সামনে এল ছবির কলাকুশলীদের ফার্স্ট লুক এবং অফিশিয়াল পোস্টার। সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবিতে টলিউডের মূল আকর্ষণ তিন মহারথী ৷ তবে তাঁরা ছাড়াও রয়েছেন আরও অনেকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যর পাশাপাশি রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
জন্মাষ্টমীর পুণ্য লগ্নেই 'দশম অবতার'-এর পোস্টার নিয়ে হাজির সৃজিত মুখোপাধ্যায় । পোস্টারে রয়েছে দারুণ চমক। ছবিতে কী রয়েছে তা জানতে অপেক্ষা করা ছাড়া উপায় নেই। পোস্টারে ভগবান বিষ্ণুর দশ অবতারের প্রতীকি চিহ্ন দেখা যাচ্ছে। শুরু থেকে ডানদিকে পরপর রয়েছে রাম (তীর ধনুক), মৎস্য (মাছ), নরসিংহ (সিংহ), পরশুরাম (কুঠার), বুদ্ধ (চাকা), কলকী (দাবার সাদা ঘোড়া), বামন (বনসাই গাছ), বরাহ (বন শূকরের দাঁত), কূর্ম (কচ্ছপ), শ্রী কৃষ্ণ (ময়ূরের পালক)।
ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে প্রবীর রায়চৌধুরীর চরিত্রে। বিজয় পোদ্দারের চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। যিশু সেনগুপ্ত এবং জয়া আহসানের চরিত্র কেমন হতে চলেছে তা অবশ্য এখনও জানা যায়নি ৷ এই দুটি চরিত্রকে এখনও পর্যন্ত চমক হিসেবেই রাখা হয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের 'দশম অবতার' আসলে তাঁর কপ ইউনিভার্সের দুই জনপ্রিয় ছবি 'বাইশে শ্রাবণ' ও 'ভিঞ্চিদা'-র প্রিক্যুয়েল । এই ছবিতে প্রথমে শুভশ্রীরও অভিনয় করার কথা ছিল । কিন্তু তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রস্তাব যায় জয়া আহসানের কাছে ।
আরও পড়ুন: বলিউডে সিক্যুয়ালের সাফল্যের আবহে মুক্তি পেল 'ফুকরে 3' ছবির ট্রেলার
এই প্রথম মিলে মিশে যাবে সৃজিতের কপ ইউনিভার্স। সেখানে 'বাইশে শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরীর মতোই থাকছে 'ভিঞ্চি দা'র ডিসিডিডি পোদ্দার ।এই ছবির সঙ্গীত পরিচালক অনুপম রায়। ব্যাকগ্রাউন্ড স্কোরে ইন্দ্রদীপ দাশগুপ্ত। ডিওপি সৌমিক হালদার। ছবির বাড়তি চমক গান। অনুপম রায়ের সুরে রূপম ইসলামের গান আরও একবার ব্যবহৃত হচ্ছে সৃজিতের ছবিতে। এই পুজোতেই মুক্তি পাবে 'দশম অবতার' ।