কলকাতা, 5 নভেম্বর: রাতে শুটিং ফ্লোরেই আচমকাই বিপত্তি ৷ মধ্যরাতে হঠাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্যের গাড়ির উপর এলোপাথারি ইট বৃষ্টি হয় বলে অভিযোগ (Aparajita Adhya)। ঘটনায় অভিনেত্রী জখম না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে । অভিনেত্রীর গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যও ছড়িয়েছে ( Bricks were thrown at Aparajitas car)। পাটুলি থানা এবং লালবাজারে ইমেইল মারফত অভিনেত্রীর তরফ থেকে একটি অভিযোগও দায়ের করা হয়েছে । লক্ষীকাকিমা সুপারস্টার ধারাবাহিকের শুটিং নিয়েই এখন ব্যস্ত রয়েছেন অভিনেত্রী ৷ সেই শুটিং ফ্লোরেই ঘটে গেল এই ঘটনা ৷ কারা এই ঘটনা ঘটালো বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা এখনো জানা যায়নি । গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
পুলিশ সূত্রের খবর রাত সাড়ে বারোটা নাগাদ শুটিং ফ্লোরে ছিলেন তিনি । স্টুডিয়োর বাইরে গাড়ি রাখা কে কেন্দ্র করে ড্রাইভারের সঙ্গে বেশ কয়েকজন যুবকের কথা কাটাকাটি চলছিল । অভিযোগ ঠিক সেই সময় অভিনেত্রী দেখেন তার গাড়িতে এলোপাথাড়ি বেশ কয়েকজন যুবক ইঁট ছুঁড়ছে । তিনি গোটা ঘটনার প্রতিবাদ করলে এলাকা ছেড়ে পালায় অভিযুক্তরা ।
আরও পড়ুন: 'মন্ত্রী হলে আজকাল যা যা করতে হয় তা আমার আসে না', অকপট অরিন্দম
গাড়ির সামনের কাচ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে । এই বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই লিখিত অভিযোগ আমাদের কাছে এসেছে । গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই পুলিশ নেমেছে পাশাপাশি সংশ্লিষ্ট স্টুডিয়োর সিসিটিভি ফুটেজ এবং স্টুডিয়োর পাশে যে পার্কিং লট ছিল সেই পার্কিং লটের নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । কারা ঘটনাস্থলে গিয়েছিল তার খোঁজ খবরও চালাচ্ছে পুলিশ ।