ETV Bharat / entertainment

Boycott Adipurush: 'এত খারাপ ছবি আগে হয়নি', 'আদিপুরুষ' বয়কটের ডাক নেটিজেনদের - আদিপুরুষ বয়কট এর ডাক নেটিজেনদের

ছবি মুক্তির পরেও বিতর্ক পিছু ছাড়েনি 'আদিপুরুষ'-এর ৷ ছবির গল্প থেকে ভিস্যুয়াল এফেক্টস এমনকী চরিত্রায়ণ নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা ৷ ডাক দিয়েছেন ছবি বয়কটের ৷

Etv Bharat
'আদিপুরুষ' বয়কট-এর ডাক নেটিজেনদের
author img

By

Published : Jun 16, 2023, 6:30 PM IST

হায়দরাবাদ, 16 জুন: অবশেষে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষীত ছবি 'আদিপুরুষ' ৷ ওম রাউত পরিচালিত প্রভাস, কৃতি শ্যানন ও সইফ আলি খান অভিনীত এই ছবি শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ বাড়িয়েছিল ৷ 500 কোটি টাকা ব্যায়ে তৈরি এই ছবি ঘিরে প্রত্যাশা রয়েছে তুঙ্গে ৷ ইতিমধ্যেই আগাম বুকিংয়ের ক্ষেত্রে 'কেজিএফ'কে পিছনে ফেলেছে 'আদিপুরুষ' ৷ তবে মুক্তির পরেও বিতর্কের হাত থেকে মুক্তি পেল না এই ছবি ৷ বেশ কিছু দর্শকের প্রশংসা পেলেও অনেকেই এই ছবিকে ঘিরে হতাশা সামনে এনেছেন ৷ যার ফলে 'আদিপুরুষ' বয়কটের ডাক উঠেছে ৷

  • With due respect, here you are slightly wrong, sir.

    The boycott is not because, to stop producers to dare to make hindu theme based movies.

    In the movie, Hanuman Ji is portrayed as a MULLA. Prabhu Shri Ram is wearing leather shoes. Do u think it's legitimate?#BoycottAdipurush pic.twitter.com/vOwA3AOWOh

    — Gudamit 🇮🇳 🚩 (@gudamit) June 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য মহাকাব্য রামায়ণ ও মহাভারত নিয়ে অনেক চিত্রনাট্য ফুটে উঠেছে সেলুলয়েডের পর্দায় ৷ পরিচালক ওম রাউত বরাবরই লার্জার দ্যান লাইফের কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করেন ছবির পর্দায় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ রাম,সীতা,লক্ষণ, হলুমান ও রাবণকে নিয়ে এলেন রূপোলি পর্দায় ৷ ট্রেলার লঞ্চ থেকে প্রোমোশন সবকিছুতেই নিত্য নতুন স্ট্রাটেজি নিয়েছিল 'আদিপুরুষ' ছবির টিম ৷

কিন্তু শেষ রক্ষা হল কই ? ছবি দেখার পর সোশাল মিডিয়া ভরে গিয়েছে নেটিজেনদের মন্তব্যে ৷ ছবিকে ঘিরে নানা হতাশা ফুটে উঠেছে নেটদুনিয়ায় ৷ ছবিতে রাবণের লুক ও পোশাক অন্যদিকে হনুমানের পোশাক নিয়ে বিরোধিতা করেছেন নেটিজেনরা ৷ ছবিতে হনুমানর শরীরে চামড়ার বেল্ট ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে ৷ এক ইউজার লিখেছেন, "সত্যি করে বলুন তো, রাবণের কোথায় ডবল-ডেকারের মতো মাথা ছিল? পুরো ছবি জুড়ে অন্ধকার রঙ কেন? ঘটনাগুলি কি শুধু মাত্র রাতেই হয়েছে? আপনি কোন রামায়ন থেকে আদিপুরুষ বানানোর অনুপ্রেরণা পেয়েছেন দয়া করে বলতে পারবেন ? হ্যাশট্যাগ বয়কট আদিপুরুষ ৷"

অপর এক নেটিজেন লিখেছেন, "পুরো ছবি জুড়ে কেন অন্ধকার? ছবির সেই গ্লো কোথায়? ছবি দেখে যেন মনে হয়েছে কোনও ডার্ক ভার্সন দেখছি ৷ 600 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ছবি, একটু তো দেখতে ভালো হতে পারত ! প্রভাস হতাশ করেছে আমাদের ৷"

আরও পড়ুন: ফাটল আতশবাজি, রাত দু'টো থেকে লাইন...'আদিপুরুষ' মুক্তির দিনে প্রভাস-প্রেমে মাতোয়ারা ভক্তরা

অনেকে আবার ছবির ভিস্যুয়াল এফেক্টস নিয়েও মুখ খুলেছেন ৷ আবার কেউ লিখেছেন, ছবিতে ভারতীয় দেব-দেবীর উপস্থাপন সঠিকভাবে হয়নি ৷ দেব-দেবীর পোশাক নিয়েও সমালোচনার সম্মুখীন হয়েছে 'আদিপুরুষ' টিম ৷ সকলের বক্তব্য একটাই, রামায়ণ আমাদের ইতিহাসের অন্যতম একটা অঙ্গ ৷ আমাদের সংস্কৃতির বাহক ৷ কিন্তু পরিচালক ওম রাউত এই ছবিতে তার কণাটুকুও তুলে ধরতে পারেননি ৷

হায়দরাবাদ, 16 জুন: অবশেষে মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষীত ছবি 'আদিপুরুষ' ৷ ওম রাউত পরিচালিত প্রভাস, কৃতি শ্যানন ও সইফ আলি খান অভিনীত এই ছবি শুরু থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ বাড়িয়েছিল ৷ 500 কোটি টাকা ব্যায়ে তৈরি এই ছবি ঘিরে প্রত্যাশা রয়েছে তুঙ্গে ৷ ইতিমধ্যেই আগাম বুকিংয়ের ক্ষেত্রে 'কেজিএফ'কে পিছনে ফেলেছে 'আদিপুরুষ' ৷ তবে মুক্তির পরেও বিতর্কের হাত থেকে মুক্তি পেল না এই ছবি ৷ বেশ কিছু দর্শকের প্রশংসা পেলেও অনেকেই এই ছবিকে ঘিরে হতাশা সামনে এনেছেন ৷ যার ফলে 'আদিপুরুষ' বয়কটের ডাক উঠেছে ৷

  • With due respect, here you are slightly wrong, sir.

    The boycott is not because, to stop producers to dare to make hindu theme based movies.

    In the movie, Hanuman Ji is portrayed as a MULLA. Prabhu Shri Ram is wearing leather shoes. Do u think it's legitimate?#BoycottAdipurush pic.twitter.com/vOwA3AOWOh

    — Gudamit 🇮🇳 🚩 (@gudamit) June 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য মহাকাব্য রামায়ণ ও মহাভারত নিয়ে অনেক চিত্রনাট্য ফুটে উঠেছে সেলুলয়েডের পর্দায় ৷ পরিচালক ওম রাউত বরাবরই লার্জার দ্যান লাইফের কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করেন ছবির পর্দায় ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ রাম,সীতা,লক্ষণ, হলুমান ও রাবণকে নিয়ে এলেন রূপোলি পর্দায় ৷ ট্রেলার লঞ্চ থেকে প্রোমোশন সবকিছুতেই নিত্য নতুন স্ট্রাটেজি নিয়েছিল 'আদিপুরুষ' ছবির টিম ৷

কিন্তু শেষ রক্ষা হল কই ? ছবি দেখার পর সোশাল মিডিয়া ভরে গিয়েছে নেটিজেনদের মন্তব্যে ৷ ছবিকে ঘিরে নানা হতাশা ফুটে উঠেছে নেটদুনিয়ায় ৷ ছবিতে রাবণের লুক ও পোশাক অন্যদিকে হনুমানের পোশাক নিয়ে বিরোধিতা করেছেন নেটিজেনরা ৷ ছবিতে হনুমানর শরীরে চামড়ার বেল্ট ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে ৷ এক ইউজার লিখেছেন, "সত্যি করে বলুন তো, রাবণের কোথায় ডবল-ডেকারের মতো মাথা ছিল? পুরো ছবি জুড়ে অন্ধকার রঙ কেন? ঘটনাগুলি কি শুধু মাত্র রাতেই হয়েছে? আপনি কোন রামায়ন থেকে আদিপুরুষ বানানোর অনুপ্রেরণা পেয়েছেন দয়া করে বলতে পারবেন ? হ্যাশট্যাগ বয়কট আদিপুরুষ ৷"

অপর এক নেটিজেন লিখেছেন, "পুরো ছবি জুড়ে কেন অন্ধকার? ছবির সেই গ্লো কোথায়? ছবি দেখে যেন মনে হয়েছে কোনও ডার্ক ভার্সন দেখছি ৷ 600 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে ছবি, একটু তো দেখতে ভালো হতে পারত ! প্রভাস হতাশ করেছে আমাদের ৷"

আরও পড়ুন: ফাটল আতশবাজি, রাত দু'টো থেকে লাইন...'আদিপুরুষ' মুক্তির দিনে প্রভাস-প্রেমে মাতোয়ারা ভক্তরা

অনেকে আবার ছবির ভিস্যুয়াল এফেক্টস নিয়েও মুখ খুলেছেন ৷ আবার কেউ লিখেছেন, ছবিতে ভারতীয় দেব-দেবীর উপস্থাপন সঠিকভাবে হয়নি ৷ দেব-দেবীর পোশাক নিয়েও সমালোচনার সম্মুখীন হয়েছে 'আদিপুরুষ' টিম ৷ সকলের বক্তব্য একটাই, রামায়ণ আমাদের ইতিহাসের অন্যতম একটা অঙ্গ ৷ আমাদের সংস্কৃতির বাহক ৷ কিন্তু পরিচালক ওম রাউত এই ছবিতে তার কণাটুকুও তুলে ধরতে পারেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.