ETV Bharat / entertainment

বোমান ইরানির জন্মদিনে ফিরে দেখা 'ডক্টর আস্থানা' থেকে 'বীরু সহস্ত্রবুদ্ধি'র জার্নি

Boman Irani Bday: ভার্সেটাইল অভিনেতা হিসাবে বিটাউনে পায়ের তলা মাটি শক্ত করেছেন অভিনেতা বোমান ইরানি ৷ তাঁর অভিনীত সেরা 5 ছবি ফিরে দেখা আর একবার ৷

Etv Bharat
বোমান ইরানির জন্মদিনে সেরা 5 ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 2:11 PM IST

Updated : Dec 2, 2023, 2:27 PM IST

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: পরিবারের জন্য তাজ হোটেলের কর্মচারী থেকে বক্সিং রিংয়ের ফটোগ্রাফার, সেই তিনিই একদিন সারা বিশ্বে নজর কাড়বেন কে জানত! ডক্টর আস্থানা থেকে বীরু সহস্ত্রবুদ্ধির জার্নি যে এইভাবে গোটা দেশ মনে রাখবে তা কী কেউ ভাবতে পেরেছিল? স্বপ্ন দেখার আর তা সফল করার জন্য নির্দিষ্ট কোনও বয়স হয় না, তা নিজের জীবন দিয়ে প্রমাণিত করেছেন ভার্সেটাইল অভিনেতা বোমান ইরানি ৷ 64তম জন্মদিনে ফিরে দেখা যাক বোমান ইরানি অভিনীত সেরা বেশ কয়েকটি ছবি, যা মানুষকে হাসিয়েছে, ভাবিয়েছে, মনে রাখতে বাধ্য করেছে ৷

মুন্নাভাই এমবিবিএস- 2001 সালে এভরিবডি সেস আই এম ফাইন ছবি দিয়ে অভিনেতার জার্নি শুরু হলেও 2003 সালে প্রথমবার তিনি সকলের মন জয় করে নেন ডক্টর জগদীশ চন্দ্র আস্থানার চরিত্রে ৷ মুরলী প্রসাদ শর্মা তথা সঞ্জয় দত্তের সঙ্গে বোমান ইরানির অসাধারণ স্ক্রিন প্লে ফেমাস করে দেয় 'মামু' চরিত্র ৷

3 ইডিয়টস- কলেজ প্রিন্সিপল বীর সহস্ত্রবুদ্ধির পরিচয় নতুন করে দিতে হয় না ৷ সিনেপর্দায় এই আইকনিক চরিত্র হয়ে রয়েছে ভাইরাসের ৷ রাজকুমার হিরানি, আমির খান, আর মাধবন, শরমন জোশি, করীনা কাপুর খানের পাশাপাশি বোমান ইরানি নিজের চরিত্র ও অভিনয় স্বত্তার আলাদা ছাপ তৈরি করেন ৷

দোস্তানা - তরুণ মসুখানি পরিচালিত রোমান্টিক কমেডি ছবি দোস্তানায় মুরালি এম লোখন্ডের চরিত্রে বোমানির অভিনয় হাসির ফোয়ার তোলে সিনেমা গৃহে ৷ অভিনেতার কমিক টাইমিং দর্শকদের মনোরঞ্জন করে ৷

ওয়েল ডান আব্বা- শ্যাম বেনেগল পরিচালিত ওয়েল ডান আব্বা বক্সঅফিসে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেয় ৷ অভিনয়ের দিক থেকে প্রশংসিত হয় বোমান ইরানির চরিত্রও ৷

খোসলা কা ঘোসলা- কমেডি ড্রামা ছবি খোসলা কা ঘোসলা ছবি যাঁরা দেখেছেন তাঁরা প্রশংসা করেছেন কিশাণ খুরানা তথা বোমান ইরানির অভিনয় ৷ এছাড়াও সেরা ছবির তালিকায় নাম করা যায় 'ব্লাফমাস্টার', 'হাউসফুল', 'জলি এলএলবি', 'উঁচাই' ৷

আরও পড়ুন:

1. সোশাল মিডিয়ায় ঝড় তুলল 'সালার', প্রভাসের লুকে 'ফিদা' নেটিজেনরা

2. রাজনীতির ময়দানে নামবেন ? সোশাল মিডিয়ায় স্পষ্ট জবাব কঙ্গনার

3. ফের একবার সোশাল মিডিয়ায় ঝড় তুললেন লাস্যময়ী জ্যাকলিন-ম্রুণাল-ত্রিশা

হায়দরাবাদ, 2 ডিসেম্বর: পরিবারের জন্য তাজ হোটেলের কর্মচারী থেকে বক্সিং রিংয়ের ফটোগ্রাফার, সেই তিনিই একদিন সারা বিশ্বে নজর কাড়বেন কে জানত! ডক্টর আস্থানা থেকে বীরু সহস্ত্রবুদ্ধির জার্নি যে এইভাবে গোটা দেশ মনে রাখবে তা কী কেউ ভাবতে পেরেছিল? স্বপ্ন দেখার আর তা সফল করার জন্য নির্দিষ্ট কোনও বয়স হয় না, তা নিজের জীবন দিয়ে প্রমাণিত করেছেন ভার্সেটাইল অভিনেতা বোমান ইরানি ৷ 64তম জন্মদিনে ফিরে দেখা যাক বোমান ইরানি অভিনীত সেরা বেশ কয়েকটি ছবি, যা মানুষকে হাসিয়েছে, ভাবিয়েছে, মনে রাখতে বাধ্য করেছে ৷

মুন্নাভাই এমবিবিএস- 2001 সালে এভরিবডি সেস আই এম ফাইন ছবি দিয়ে অভিনেতার জার্নি শুরু হলেও 2003 সালে প্রথমবার তিনি সকলের মন জয় করে নেন ডক্টর জগদীশ চন্দ্র আস্থানার চরিত্রে ৷ মুরলী প্রসাদ শর্মা তথা সঞ্জয় দত্তের সঙ্গে বোমান ইরানির অসাধারণ স্ক্রিন প্লে ফেমাস করে দেয় 'মামু' চরিত্র ৷

3 ইডিয়টস- কলেজ প্রিন্সিপল বীর সহস্ত্রবুদ্ধির পরিচয় নতুন করে দিতে হয় না ৷ সিনেপর্দায় এই আইকনিক চরিত্র হয়ে রয়েছে ভাইরাসের ৷ রাজকুমার হিরানি, আমির খান, আর মাধবন, শরমন জোশি, করীনা কাপুর খানের পাশাপাশি বোমান ইরানি নিজের চরিত্র ও অভিনয় স্বত্তার আলাদা ছাপ তৈরি করেন ৷

দোস্তানা - তরুণ মসুখানি পরিচালিত রোমান্টিক কমেডি ছবি দোস্তানায় মুরালি এম লোখন্ডের চরিত্রে বোমানির অভিনয় হাসির ফোয়ার তোলে সিনেমা গৃহে ৷ অভিনেতার কমিক টাইমিং দর্শকদের মনোরঞ্জন করে ৷

ওয়েল ডান আব্বা- শ্যাম বেনেগল পরিচালিত ওয়েল ডান আব্বা বক্সঅফিসে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেয় ৷ অভিনয়ের দিক থেকে প্রশংসিত হয় বোমান ইরানির চরিত্রও ৷

খোসলা কা ঘোসলা- কমেডি ড্রামা ছবি খোসলা কা ঘোসলা ছবি যাঁরা দেখেছেন তাঁরা প্রশংসা করেছেন কিশাণ খুরানা তথা বোমান ইরানির অভিনয় ৷ এছাড়াও সেরা ছবির তালিকায় নাম করা যায় 'ব্লাফমাস্টার', 'হাউসফুল', 'জলি এলএলবি', 'উঁচাই' ৷

আরও পড়ুন:

1. সোশাল মিডিয়ায় ঝড় তুলল 'সালার', প্রভাসের লুকে 'ফিদা' নেটিজেনরা

2. রাজনীতির ময়দানে নামবেন ? সোশাল মিডিয়ায় স্পষ্ট জবাব কঙ্গনার

3. ফের একবার সোশাল মিডিয়ায় ঝড় তুললেন লাস্যময়ী জ্যাকলিন-ম্রুণাল-ত্রিশা

Last Updated : Dec 2, 2023, 2:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.