ETV Bharat / entertainment

Bobby Deol First Look: 'আশ্রম'-এর বাবা নিরালা এবার 'অ্যানিম্যাল কা এনিমি', দেখুন ববির নয়া লুক - সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে খলনায়ক

Ranbir Kapoor Bobby Deol New Film Animal:সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে খলনায়ক হিসাবে কাজ করছেন ববি দেওল ৷ এই খবর সামনে এসেছিল আগেই ৷ আর এবার সামনে এল তাঁর ফার্স্ট লুক ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 1 ডিসেম্বর ৷ টি সিরিজের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

Bobby Deol First Look
রণবীর কাপুরের বিপরীতে খলনায়ক ববি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 2:24 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: খলনায়ক হিসাবে ববি দেওলের নতুন জন্ম হয়েছে 'আশ্রম' সিরিজটি সামনে আসার পর ৷ এই সিরিজে তাঁকে দেখা গিয়েছিল বাবা নিরালার চরিত্রে ৷ সাধুবেশী এই ভন্ড কীভাবে অত্যাচার চালায় তা নিয়েই কাহিনি ৷ আর এবার খলনায়ক হয়ে বড়পর্দায় পা রাখছেন ববি দেওল ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে ববিকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ৷ ছবির নাম 'অ্যানিম্যাল' ৷ কেমন হতে চলেছে ববির এই নতুন অবতার? আভাস মিলল মঙ্গলবার ৷

মঙ্গলবার অভিনেতা সামনে আনলেন তাঁর নতুন অবতারের লুক ৷ ইনস্টাগ্রামে এদিন যে ছবিটি শেয়ার করেছেন তিনি তাতে দেখা যায় রক্তমাখা এক বিভৎস মুখ ৷ মুখে দাড়ি আর গোঁফের জঙ্গল ৷ ঠোঁটে হাত দিয়ে কাউকে চুপ করানোর চেষ্টা করছেন তিনি ৷ পরনে রয়েছে নীল রঙের ব্লেজার ৷ বোঝাই যায় বেশ আভিজাত্য পূর্ণ চরিত্রে দেখা যাবে ববিকে ৷ পোস্টারের ক্যাপশানে অভিনেতা লেখেন, "অ্যানিম্যাল কা এনিমি(অ্যানিম্যালের প্রধান শত্রু) ৷"

এই প্রথম সামনে এল ববির লুক ৷ এর আগে ছবির যে প্রি টিজার সামনে এনেছিলেন নির্মাতারা তাতেও রণবীর ছাড়া আর কাউকেই দেখা যায়নি ৷ ভিডিয়োতে দেখা গিয়েছিল কুঠার হাতে শত্রু নিধনে ব্যস্ত রণবীর ৷ তাঁর আচরণ পশুর মতোই হিংস্র ৷ পরে এক এক করে অনিল কাপুর এবং রশ্মিকা মন্দানার লুক সামনে এনেছেন নির্মাতারা ৷ আর এবার সামনে এলেন ববি দেওল ৷

আরও পড়ুন: ফের হাজার কোটির শৃঙ্গ জয়, প্রথমে পাঠান পরে জওয়ান; বলিউডে রাজত্ব কিং খানের

ছবিটির টিজার মুক্তি পেতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর ৷ অর্থাৎ অপেক্ষার আর বাকি মাত্র দু'টি দিন ৷ আর এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 1 ডিসেম্বর ৷ যদিও আগে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 11 অগস্ট ৷ কিন্তু পরে সেই তারিখ বদল করেন নির্মাতারা ৷

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: খলনায়ক হিসাবে ববি দেওলের নতুন জন্ম হয়েছে 'আশ্রম' সিরিজটি সামনে আসার পর ৷ এই সিরিজে তাঁকে দেখা গিয়েছিল বাবা নিরালার চরিত্রে ৷ সাধুবেশী এই ভন্ড কীভাবে অত্যাচার চালায় তা নিয়েই কাহিনি ৷ আর এবার খলনায়ক হয়ে বড়পর্দায় পা রাখছেন ববি দেওল ৷ সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে ববিকে দেখা যাবে রণবীর কাপুরের বিপরীতে ৷ ছবির নাম 'অ্যানিম্যাল' ৷ কেমন হতে চলেছে ববির এই নতুন অবতার? আভাস মিলল মঙ্গলবার ৷

মঙ্গলবার অভিনেতা সামনে আনলেন তাঁর নতুন অবতারের লুক ৷ ইনস্টাগ্রামে এদিন যে ছবিটি শেয়ার করেছেন তিনি তাতে দেখা যায় রক্তমাখা এক বিভৎস মুখ ৷ মুখে দাড়ি আর গোঁফের জঙ্গল ৷ ঠোঁটে হাত দিয়ে কাউকে চুপ করানোর চেষ্টা করছেন তিনি ৷ পরনে রয়েছে নীল রঙের ব্লেজার ৷ বোঝাই যায় বেশ আভিজাত্য পূর্ণ চরিত্রে দেখা যাবে ববিকে ৷ পোস্টারের ক্যাপশানে অভিনেতা লেখেন, "অ্যানিম্যাল কা এনিমি(অ্যানিম্যালের প্রধান শত্রু) ৷"

এই প্রথম সামনে এল ববির লুক ৷ এর আগে ছবির যে প্রি টিজার সামনে এনেছিলেন নির্মাতারা তাতেও রণবীর ছাড়া আর কাউকেই দেখা যায়নি ৷ ভিডিয়োতে দেখা গিয়েছিল কুঠার হাতে শত্রু নিধনে ব্যস্ত রণবীর ৷ তাঁর আচরণ পশুর মতোই হিংস্র ৷ পরে এক এক করে অনিল কাপুর এবং রশ্মিকা মন্দানার লুক সামনে এনেছেন নির্মাতারা ৷ আর এবার সামনে এলেন ববি দেওল ৷

আরও পড়ুন: ফের হাজার কোটির শৃঙ্গ জয়, প্রথমে পাঠান পরে জওয়ান; বলিউডে রাজত্ব কিং খানের

ছবিটির টিজার মুক্তি পেতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর ৷ অর্থাৎ অপেক্ষার আর বাকি মাত্র দু'টি দিন ৷ আর এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 1 ডিসেম্বর ৷ যদিও আগে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 11 অগস্ট ৷ কিন্তু পরে সেই তারিখ বদল করেন নির্মাতারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.