কলকাতা, 29 এপ্রিল: করোনা আবহে থমকে গিয়েছিল মানুষের জীবন । সেই সময়কে নিয়েই তৈরি শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তী পরিচালিত ছবি 'জঙ্গম'। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল এই ছবি । ফের দেখানো হবে ৩০ এপ্রিল নজরুল তীর্থ ২-এ(Jongom screened at Kiff 2022)।
গল্প আবর্তিত হয় উমা নামের একটি মেয়েকে কেন্দ্রে রেখে । সে একান্নবর্তী পরিবারের একটি ছটফটে, প্রাণচঞ্চল মেয়ে । সে নাচ শেখায় ৷ কিন্তু এই উমার যার সঙ্গে বিয়ে ঠিক হয় সে হঠাৎ মারা যায় । এরপরই উমার জীবন যায় পালটে । কিন্তু কীরকম এবং কতটা পালটে যায় সেটাই চমক । ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরছে । ওটিটি-তেও রিলিজ করার ইচ্ছে রয়েছে পরিচালকের ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনুস্মিতা ভট্টাচার্য (উমা), সৌম্য মজুমদার (রেহান), শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (উমার মা)। ছবিটির সময়সীমা ৬৫ মিনিট ।
আরও পড়ুন: শিবপ্রসাদকে ভয় পান ইন্দ্রাণী দত্ত ! কেন ?
এই ছবির জন্য '২০২০-র গ্লোবাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মুম্বই'তে পুরষ্কৃত হয়েছেন শর্মিষ্ঠা । তিনি একদিকে অভিনেত্রী, অন্যদিকে পরিচালক, লেখক, চলচ্চিত্র সমালোচক । বহু শর্ট ফিল্ম বানিয়েছেন তিনি । প্রসঙ্গত, শর্মিষ্ঠা একজন স্কুল শিক্ষিকা । সাহিত্যধর্মী বিষয় নিয়ে কাজ করার ভাবনা চিন্তা আছে শর্মিষ্ঠার ।