ETV Bharat / entertainment

KIFF 2022: চলচ্চিত্র উৎসবে নজর কাড়ল শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তীর 'জঙ্গম'

27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তী পরিচালিত ছবি 'জঙ্গম' (Jongom screened at Kiff 2022)। ফের দেখানো হবে ৩০ এপ্রিল নজরুল তীর্থ ২-এ।

KIFF 2022
চলচ্চিত্র উৎসবে নজর কাড়ল শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তীর 'জঙ্গম'
author img

By

Published : Apr 29, 2022, 5:03 PM IST

Updated : Apr 29, 2022, 7:42 PM IST

কলকাতা, 29 এপ্রিল: করোনা আবহে থমকে গিয়েছিল মানুষের জীবন । সেই সময়কে নিয়েই তৈরি শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তী পরিচালিত ছবি 'জঙ্গম'। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল এই ছবি । ফের দেখানো হবে ৩০ এপ্রিল নজরুল তীর্থ ২-এ(Jongom screened at Kiff 2022)।
গল্প আবর্তিত হয় উমা নামের একটি মেয়েকে কেন্দ্রে রেখে । সে একান্নবর্তী পরিবারের একটি ছটফটে, প্রাণচঞ্চল মেয়ে । সে নাচ শেখায় ৷ কিন্তু এই উমার যার সঙ্গে বিয়ে ঠিক হয় সে হঠাৎ মারা যায় । এরপরই উমার জীবন যায় পালটে । কিন্তু কীরকম এবং কতটা পালটে যায় সেটাই চমক । ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরছে । ওটিটি-তেও রিলিজ করার ইচ্ছে রয়েছে পরিচালকের ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনুস্মিতা ভট্টাচার্য (উমা), সৌম্য মজুমদার (রেহান), শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (উমার মা)। ছবিটির সময়সীমা ৬৫ মিনিট ।

আরও পড়ুন: শিবপ্রসাদকে ভয় পান ইন্দ্রাণী দত্ত ! কেন ?

এই ছবির জন্য '২০২০-র গ্লোবাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মুম্বই'তে পুরষ্কৃত হয়েছেন শর্মিষ্ঠা । তিনি একদিকে অভিনেত্রী, অন্যদিকে পরিচালক, লেখক, চলচ্চিত্র সমালোচক । বহু শর্ট ফিল্ম বানিয়েছেন তিনি । প্রসঙ্গত, শর্মিষ্ঠা একজন স্কুল শিক্ষিকা । সাহিত্যধর্মী বিষয় নিয়ে কাজ করার ভাবনা চিন্তা আছে শর্মিষ্ঠার ।

কলকাতা, 29 এপ্রিল: করোনা আবহে থমকে গিয়েছিল মানুষের জীবন । সেই সময়কে নিয়েই তৈরি শর্মিষ্ঠা মিত্র চক্রবর্তী পরিচালিত ছবি 'জঙ্গম'। এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হল এই ছবি । ফের দেখানো হবে ৩০ এপ্রিল নজরুল তীর্থ ২-এ(Jongom screened at Kiff 2022)।
গল্প আবর্তিত হয় উমা নামের একটি মেয়েকে কেন্দ্রে রেখে । সে একান্নবর্তী পরিবারের একটি ছটফটে, প্রাণচঞ্চল মেয়ে । সে নাচ শেখায় ৷ কিন্তু এই উমার যার সঙ্গে বিয়ে ঠিক হয় সে হঠাৎ মারা যায় । এরপরই উমার জীবন যায় পালটে । কিন্তু কীরকম এবং কতটা পালটে যায় সেটাই চমক । ছবিটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরছে । ওটিটি-তেও রিলিজ করার ইচ্ছে রয়েছে পরিচালকের ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনুস্মিতা ভট্টাচার্য (উমা), সৌম্য মজুমদার (রেহান), শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (উমার মা)। ছবিটির সময়সীমা ৬৫ মিনিট ।

আরও পড়ুন: শিবপ্রসাদকে ভয় পান ইন্দ্রাণী দত্ত ! কেন ?

এই ছবির জন্য '২০২০-র গ্লোবাল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মুম্বই'তে পুরষ্কৃত হয়েছেন শর্মিষ্ঠা । তিনি একদিকে অভিনেত্রী, অন্যদিকে পরিচালক, লেখক, চলচ্চিত্র সমালোচক । বহু শর্ট ফিল্ম বানিয়েছেন তিনি । প্রসঙ্গত, শর্মিষ্ঠা একজন স্কুল শিক্ষিকা । সাহিত্যধর্মী বিষয় নিয়ে কাজ করার ভাবনা চিন্তা আছে শর্মিষ্ঠার ।

Last Updated : Apr 29, 2022, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.