ETV Bharat / entertainment

Pradip Mukherjee Dies জন অরণ্য ছাড়লেন সোমনাথ, প্রয়াত অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায় - Films of Pradip Mukherjee

প্রয়াত সত্যজিতের জন অরণ্য ছবির নায়ক সোমনাথ ৷ প্রদীপ মুখোপাধ্য়ায়ের নামটা সত্যজিৎ রায়ের হাত ধরে সোমনাথই হয়ে গিয়েছিল বাঙালির মননে ৷ খবর অনুযায়ী শহরের এক হাসপাতালে মৃত্যু হয় এই প্রবাদপ্রতীম অভিনেতার (Jana Aranya Star Pradip Mukherjee Dies Due to Lung Infection)৷

bengali actor pradip mukherjee dies due to lung infection
প্রয়াত সত্যজিতের জন অরণ্যর সোমনাথ
author img

By

Published : Aug 29, 2022, 11:17 AM IST

Updated : Aug 29, 2022, 11:55 AM IST

কলকাতা, 29 অগস্ট: তাঁর বিশুদা চিরঘুমের দেশে চলে গিয়েছেন আগেই ৷ এবার প্রয়াত সত্যজিতের 'জন অরণ্য' ছবির নায়ক সোমনাথ (Death of Veteran Star Pradip Mukherjee)৷ প্রদীপ মুখোপাধ্য়ায়ের নামটা সত্যজিৎ রায়ের হাত ধরে সোমনাথই হয়ে গিয়েছিল বাঙালির মননে ৷ খবর অনুযায়ী, শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 76 বছর । জানা গিয়েছে ফুসফুসের সংক্রমণের জেরেই চলে যেতে হল প্রদীপবাবুকে (Jana Aranya Star Pradip Mukherjee Dies Due to Lung Infection) ৷

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত 22 অগস্ট অসুস্থতার জেরে শহরের এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ রবিবার থেকে শুরু হয় স্বাস্থ্যের অবনতি, নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনেও এবং শেষমেষ লড়াইয়ে হেরে গেলেন প্রবীণ অভিনেতা (Jana Aranya Star Pradip Mukherjee Dies)৷ পরিবারের তরফে জানানো হয়েছে, ফুসফুসে কার্বন জমে যাওয়াতেই এই সমস্য়ার উদ্রেক ৷ অভিনেতার এই সমস্য়া নাকি বেশ পুরনো ৷

অভিনেতা শুধু যে সত্যজিৎ রায়ের স্নেহধন্য ছিলেন তা নয় বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছিলেন তিনি ৷ ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর মত একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ সম্প্রতি সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি 2' ছবিতেও অভিনয় করেছিলেন প্রদীপ মুখোপাধ্য়ায় (Films of Pradip Mukherjee) ৷ পরপর দু'বার করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছিল তাঁকে (Death of Pradip Mukherjee)৷

আরও পড়ুন: কারাগার দেখে দরাজ সার্টিফিকেট, সৃজিতের মূল্যায়ণে কৃতজ্ঞ চঞ্চল

কয়েকদিন আগেই ফিরেছিলেন ফ্লোরে ৷ অভিনয় করছিলেন পরিচালক নির্মল চক্রবর্তীর 'দত্তা' ছবিতে ৷ এটিই হয়ে রইল তাঁর বর্ণময় কেরিয়ারের শেষ ছবি ৷

কলকাতা, 29 অগস্ট: তাঁর বিশুদা চিরঘুমের দেশে চলে গিয়েছেন আগেই ৷ এবার প্রয়াত সত্যজিতের 'জন অরণ্য' ছবির নায়ক সোমনাথ (Death of Veteran Star Pradip Mukherjee)৷ প্রদীপ মুখোপাধ্য়ায়ের নামটা সত্যজিৎ রায়ের হাত ধরে সোমনাথই হয়ে গিয়েছিল বাঙালির মননে ৷ খবর অনুযায়ী, শহরের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে বয়স হয়েছিল 76 বছর । জানা গিয়েছে ফুসফুসের সংক্রমণের জেরেই চলে যেতে হল প্রদীপবাবুকে (Jana Aranya Star Pradip Mukherjee Dies Due to Lung Infection) ৷

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত 22 অগস্ট অসুস্থতার জেরে শহরের এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে ৷ রবিবার থেকে শুরু হয় স্বাস্থ্যের অবনতি, নিয়ে যাওয়া হয় ভেন্টিলেশনেও এবং শেষমেষ লড়াইয়ে হেরে গেলেন প্রবীণ অভিনেতা (Jana Aranya Star Pradip Mukherjee Dies)৷ পরিবারের তরফে জানানো হয়েছে, ফুসফুসে কার্বন জমে যাওয়াতেই এই সমস্য়ার উদ্রেক ৷ অভিনেতার এই সমস্য়া নাকি বেশ পুরনো ৷

অভিনেতা শুধু যে সত্যজিৎ রায়ের স্নেহধন্য ছিলেন তা নয় বুদ্ধদেব দাশগুপ্ত, ঋতুপর্ণ ঘোষের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছিলেন তিনি ৷ ‘অশ্লীলতার দায়ে’, ‘সতী’, ‘হিরের আংটি’, ‘বাক্স রহস্য’, ‘কালরাত্রি’, ‘দহন’, ‘উৎসব’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’-এর মত একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷ সম্প্রতি সুজয় ঘোষ পরিচালিত 'কাহানি 2' ছবিতেও অভিনয় করেছিলেন প্রদীপ মুখোপাধ্য়ায় (Films of Pradip Mukherjee) ৷ পরপর দু'বার করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছিল তাঁকে (Death of Pradip Mukherjee)৷

আরও পড়ুন: কারাগার দেখে দরাজ সার্টিফিকেট, সৃজিতের মূল্যায়ণে কৃতজ্ঞ চঞ্চল

কয়েকদিন আগেই ফিরেছিলেন ফ্লোরে ৷ অভিনয় করছিলেন পরিচালক নির্মল চক্রবর্তীর 'দত্তা' ছবিতে ৷ এটিই হয়ে রইল তাঁর বর্ণময় কেরিয়ারের শেষ ছবি ৷

Last Updated : Aug 29, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.