ETV Bharat / entertainment

Kangana Slams Paparazzi: বলিউড মাফিয়াদের নিয়ে পাপারাৎজিরা চুপ, সওয়াল তুললেন 'কন্ট্রোভার্সি কুইন' কঙ্গনা - বলিউড কুইন

বুধবার মুম্বই বিমানবন্দরে (Mumbai airport) দেখা যায় কঙ্গনাকে ৷ মঙ্গলবার তাঁর কন্ট্রোভার্সিয়াল টুইটের পর ভাবাটা স্বাভাবিক এই নিয়ে সাংবাদিকদের প্রশ্ন আসবে ৷ কিন্তু তাজ্জব ব্যাপার ! বিমানবন্দরে কোনও সাংবাদিক কঙ্গনাকে একটাও প্রশ্ন করলেন না ! আর তাতেই চটেছেন বলিউড কুইন ৷

Etv Bharat
মুম্বই বিমানবন্দরে কঙ্গনা
author img

By

Published : Mar 29, 2023, 10:10 PM IST

মুম্বই, 29 মার্চ: তিনি সব বোঝেন ! আর সব বোঝেন বলেই হয়তো সাংবাদিকরাও প্রশ্ন করা ছেড়ে দিয়েছেন ! কিন্তু তাতেও আপত্তি রয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) ৷ মঙ্গলবার করণ জোহারকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল টুইটের পর বুধবার মুম্বই বিমানবন্দরে (Mumbai airport) দেখা যায় কঙ্গনাকে ৷ অভিনেত্রী ভেবেছিলেন সাংবাদিকদের প্রশ্ন আসবে ৷ কিন্তু তাজ্জব ব্যাপার, বিমানবন্দরে কোনও সাংবাদিক কঙ্গনাকে একটাও প্রশ্ন করলেন না ! আর তাতেই চটলেন বলিউড 'কুইন' ৷ 'ফিল্ম মাফিয়া'দের নিয়ে কেন প্রশ্ন করা হয় না, তাই নিয়ে শহর ছাড়ার আগে পাপারাৎজিদেরও একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা ৷

বিতর্ক শুরু হয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জোনাসের (Priyanka Chopra Jonas) এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে ৷ ড্যাক্স শেফার্ডের সঞ্চালনায় পডকাস্ট নেটওয়ার্ক আর্মচেয়ার এক্সপার্ট'কে দেওয়া সাক্ষাৎকারে পিগি চপস বলিউড ছাড়ার কারণ শেয়ার করেছিলেন ৷ তিনি বলেছেন, "বলিউডে আমি কোনও ভালো চরিত্রে কাজ পাচ্ছিলাম না ৷ ইন্ডাষ্ট্রির ভিতরের রাজনীতির সঙ্গে আমি প্রতিদিন লড়াই করেছিলাম ৷ বলিউডে আমাকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল ৷ আমার কাছের লোকেরা আমাকে কাস্ট করেনি ৷ ফলে এই সবকিছু থেকে আমি বিরতি চেয়েছিলাম ৷"

'দেশি গার্ল' প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকার সামনে আসতেই মঙ্গলবার প্রথম মুখ খুলেছিলেন তাঁর সহ-অভিনেত্রী কঙ্গনা ৷ সহ-অভিনেত্রীর বলিউড ছাড়ার মন্তব্য আসার পরেই চুপ থাকেননি 'মনিকর্ণিকা'(Manikarnika: The Queen of Jhansi) অভিনেত্রী ৷ তিনি টুইট বার্তায় বলেন, "ষড়যন্ত্র করে প্রিয়াঙ্কাকে বলিউড ছাড়া করা হয়েছে ৷ সকলেই জানেন শাহরুখেরর সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্বের কারণে তাঁকে খেসারত দিতে হয়েছে ৷ এমনভাবে প্রিয়াঙ্কাকে হেনস্তা করা হয়েছে যে তাঁকে দেশ ছাড়তে হয়েছে ৷ সিনেমার জগতে বাইরে থেকে যাঁরাই আসেন তাঁদের করণ জোহরের গ্যাং ও মাফিয়া পিআর হেনস্তা করেন ৷"

আরও পড়ুন: বিয়ে নিয়ে প্রশ্নে লজ্জায় লাল পরিনীতি! দেখুন ভিডিয়ো

এই টুইট সামনে আসার পর নেটিজেনদের মধ্যে বেশ হইচই পড়ে যায় ৷ কেউ কেউ কঙ্গনাকে সমর্থন করেন আবার কেউ করেন সমালোচনা ৷ এরপরেই বুধবার বিমানবন্দরে পাপারাৎজিদের দেখে হয়তো তাঁর মনে হয়েছিল কেউ তাঁকে কিছু প্রশ্ন করবেন ৷ তবে সে গুড়ে বালি ! পাপারাৎজিরা তাঁকে লেন্সবন্দী করলেও একটাও প্রশ্ন করেননি ৷ তাতেই বেজায় চটে যান কঙ্গনা ৷ সাংবাদিকদের একহাত নিয়ে তিনি বলেন, "আপনারা খুব চালাক ! যখন ফিল্মি মাফিয়াদের নিয়ে কোনও বিতর্ক হয় তখন কেউ প্রশ্ন করেন না ৷ কেন আপনারা কোনও প্রশ্ন করেন না ? আমি সব বুঝি ৷" পাপারাৎজিরদের উদ্দেশ্যে এই মন্তব্য করার পরই হেসে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী ৷

উল্লেখ্য, 'কোয়ান্টিকো' খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের এই মন্তব্য সামনে আসার পর পিগি চপস'কে সমর্থন করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অপূর্ব আসরানি, সঙ্গীত পরিচালক আমল মল্লিক ৷

মুম্বই, 29 মার্চ: তিনি সব বোঝেন ! আর সব বোঝেন বলেই হয়তো সাংবাদিকরাও প্রশ্ন করা ছেড়ে দিয়েছেন ! কিন্তু তাতেও আপত্তি রয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) ৷ মঙ্গলবার করণ জোহারকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল টুইটের পর বুধবার মুম্বই বিমানবন্দরে (Mumbai airport) দেখা যায় কঙ্গনাকে ৷ অভিনেত্রী ভেবেছিলেন সাংবাদিকদের প্রশ্ন আসবে ৷ কিন্তু তাজ্জব ব্যাপার, বিমানবন্দরে কোনও সাংবাদিক কঙ্গনাকে একটাও প্রশ্ন করলেন না ! আর তাতেই চটলেন বলিউড 'কুইন' ৷ 'ফিল্ম মাফিয়া'দের নিয়ে কেন প্রশ্ন করা হয় না, তাই নিয়ে শহর ছাড়ার আগে পাপারাৎজিদেরও একহাত নিলেন অভিনেত্রী কঙ্গনা ৷

বিতর্ক শুরু হয়েছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জোনাসের (Priyanka Chopra Jonas) এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে ৷ ড্যাক্স শেফার্ডের সঞ্চালনায় পডকাস্ট নেটওয়ার্ক আর্মচেয়ার এক্সপার্ট'কে দেওয়া সাক্ষাৎকারে পিগি চপস বলিউড ছাড়ার কারণ শেয়ার করেছিলেন ৷ তিনি বলেছেন, "বলিউডে আমি কোনও ভালো চরিত্রে কাজ পাচ্ছিলাম না ৷ ইন্ডাষ্ট্রির ভিতরের রাজনীতির সঙ্গে আমি প্রতিদিন লড়াই করেছিলাম ৷ বলিউডে আমাকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল ৷ আমার কাছের লোকেরা আমাকে কাস্ট করেনি ৷ ফলে এই সবকিছু থেকে আমি বিরতি চেয়েছিলাম ৷"

'দেশি গার্ল' প্রিয়াঙ্কার এই সাক্ষাৎকার সামনে আসতেই মঙ্গলবার প্রথম মুখ খুলেছিলেন তাঁর সহ-অভিনেত্রী কঙ্গনা ৷ সহ-অভিনেত্রীর বলিউড ছাড়ার মন্তব্য আসার পরেই চুপ থাকেননি 'মনিকর্ণিকা'(Manikarnika: The Queen of Jhansi) অভিনেত্রী ৷ তিনি টুইট বার্তায় বলেন, "ষড়যন্ত্র করে প্রিয়াঙ্কাকে বলিউড ছাড়া করা হয়েছে ৷ সকলেই জানেন শাহরুখেরর সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্বের কারণে তাঁকে খেসারত দিতে হয়েছে ৷ এমনভাবে প্রিয়াঙ্কাকে হেনস্তা করা হয়েছে যে তাঁকে দেশ ছাড়তে হয়েছে ৷ সিনেমার জগতে বাইরে থেকে যাঁরাই আসেন তাঁদের করণ জোহরের গ্যাং ও মাফিয়া পিআর হেনস্তা করেন ৷"

আরও পড়ুন: বিয়ে নিয়ে প্রশ্নে লজ্জায় লাল পরিনীতি! দেখুন ভিডিয়ো

এই টুইট সামনে আসার পর নেটিজেনদের মধ্যে বেশ হইচই পড়ে যায় ৷ কেউ কেউ কঙ্গনাকে সমর্থন করেন আবার কেউ করেন সমালোচনা ৷ এরপরেই বুধবার বিমানবন্দরে পাপারাৎজিদের দেখে হয়তো তাঁর মনে হয়েছিল কেউ তাঁকে কিছু প্রশ্ন করবেন ৷ তবে সে গুড়ে বালি ! পাপারাৎজিরা তাঁকে লেন্সবন্দী করলেও একটাও প্রশ্ন করেননি ৷ তাতেই বেজায় চটে যান কঙ্গনা ৷ সাংবাদিকদের একহাত নিয়ে তিনি বলেন, "আপনারা খুব চালাক ! যখন ফিল্মি মাফিয়াদের নিয়ে কোনও বিতর্ক হয় তখন কেউ প্রশ্ন করেন না ৷ কেন আপনারা কোনও প্রশ্ন করেন না ? আমি সব বুঝি ৷" পাপারাৎজিরদের উদ্দেশ্যে এই মন্তব্য করার পরই হেসে ক্যামেরার সামনে পোজ দেন অভিনেত্রী ৷

উল্লেখ্য, 'কোয়ান্টিকো' খ্যাত প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের এই মন্তব্য সামনে আসার পর পিগি চপস'কে সমর্থন করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অপূর্ব আসরানি, সঙ্গীত পরিচালক আমল মল্লিক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.