ETV Bharat / entertainment

Anwesha Reply To AMA: 'কাকু নিজের স্ত্রী'র সঙ্গে থাকুন', ডেটিং প্রস্তাবের সপাটে জবাব স্বস্তিকা-কন্যার - সপাট জবাব স্বস্তিকা কন্যার

'ডেটিং করবে?' নেটিজেনদের এমন প্রশ্ন শুনে সপাটে জবাব দিলেন স্বস্তিকা কন্যা ৷ লিখলেন, 'কাকু ভুলভাল না বকে নিজের স্ত্রীর সঙ্গে থাকুন ৷'

Anwesha Reply To AMA
নেটিজেনের বেয়ারা প্রশ্নের
author img

By

Published : Jun 5, 2023, 10:46 PM IST

Updated : Jun 6, 2023, 7:07 AM IST

কলকাতা, 5 জুন: টলিউডে ট্রলারদের সপাটে জবাবে দেওয়ার ক্ষেত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম সকলের আগে উঠে আসে ৷ বহুবার বিভিন্ন ধরনের সামাজিক ট্যাবু নিয়ে মুখ খুলেছেন নায়িকা ৷ এর আগে 'শ্রীমতী' ছবির গান নিয়ে বিতর্ক তৈরি হয় সেখানে সপাটে ট্রোলারদের জবাব দিয়েছিলেন অভিনেত্রী ৷ কথায় বলে 'বাপ কা বেটা', এবার মায়ের মতোই ট্রোলারদের এক হাত নিলেন মেয়ে স্বস্তিকা কন্য়া অন্বেষা মুখোপাধ্য়ায় ৷

নেটপাড়ায় এমনিতেই বেশ জনপ্রিয় অন্বেষা ৷ তিনি এমনিতেই থাকেন কার্ডিফে ৷ সেখানেই কন্য়ার পড়াশোনার ব্যবস্থা করেছেন স্বস্তিকা ৷ তবে সোশালে তিনি পরিচিত মুখ ৷ প্রায় 34 হাজার মানুষ ফলো করেন তাঁকে ৷ তাঁদের জন্যও আপডেট দিতেই থাকেন অন্বেষা ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই একটি 'আসক মি এনিথিং' সেশনের আয়োজন করেছিলেন তিনি ৷

সেখানে তাঁকে বিভিন্ন প্রশ্ন করেছেন নেটিজেনরা ৷ নিজের মতো করে তাঁর বিভিন্ন উত্তরও দিয়েছেন অন্বেষা ৷ কেউ তাঁকে তাঁর স্কিন কেয়ার রুটিন শেয়ার করার অনুরোধ করেছিলেন তাও করতে ভোলেননি তিনি ৷ কেউ আবার তাঁকে শেয়ার করতে বলেছেন তাঁর ফিটনেস রুটিন ৷ তিনি উত্তরে লিখেছেন, "খুব ভালো লাগতো যদি আমার একটা ফিটনেস রুটিন থাকত ৷ তবে একসময় ছিল, কিন্তু আমি জিম একেবারে পছন্দ করি না ৷ তবে আমি হাঁটাহাঁটি করার চেষ্টা করি ৷ তবে ওই মূল কথা হল চেষ্টা ৷" তাঁর এই মজার উত্তর যেমন রয়েছে তেমনই নেটিজেনদের বেয়ারা প্রশ্নের বেয়ারা জবাব দিতেও ছাড়েননি অন্বেষা ৷ ঠিক একজন বিবাহিত মাঝবয়স্ক ব্যক্তি তাঁকে প্রস্তাব দেয়, "এসো ডেটিং শুরু করা যাক ৷"

Anwesha Reply To AMA
বেয়ারা প্রশ্নের সপাট জবাব স্বস্তিকা কন্যার

আরও পড়ুন: বাঘের ঘরেই ঘোগের বাসা, মুক্তি পেল 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' সিরিজের ট্রেলার

জবাবে অন্বেষা লেখেন, "কাকু আমার একজন বন্ধু আছে আর আমি তাতেই খুশি ৷ দয়া করে এসব ভুলভাল না বলে আপনার স্ত্রীর সঙ্গে থাকুন ৷" স্বস্তিকা এখন যেমন টলিউডে কাজ করছেন তেমনই চুটিয়ে কাজ করছেন বলিউডেও ৷ সম্প্রতি তাঁর নতুন বাংলা ছবি 'শিবপুর'-এর ট্রেলারও মুক্তি পেয়েছে নেটপাড়ায় ৷ অন্যদিকে অভিনেত্রীর কন্য়া অবশ্য মূলত ব্যস্ত তাঁর পড়াশোনা নিয়েই ৷

কলকাতা, 5 জুন: টলিউডে ট্রলারদের সপাটে জবাবে দেওয়ার ক্ষেত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম সকলের আগে উঠে আসে ৷ বহুবার বিভিন্ন ধরনের সামাজিক ট্যাবু নিয়ে মুখ খুলেছেন নায়িকা ৷ এর আগে 'শ্রীমতী' ছবির গান নিয়ে বিতর্ক তৈরি হয় সেখানে সপাটে ট্রোলারদের জবাব দিয়েছিলেন অভিনেত্রী ৷ কথায় বলে 'বাপ কা বেটা', এবার মায়ের মতোই ট্রোলারদের এক হাত নিলেন মেয়ে স্বস্তিকা কন্য়া অন্বেষা মুখোপাধ্য়ায় ৷

নেটপাড়ায় এমনিতেই বেশ জনপ্রিয় অন্বেষা ৷ তিনি এমনিতেই থাকেন কার্ডিফে ৷ সেখানেই কন্য়ার পড়াশোনার ব্যবস্থা করেছেন স্বস্তিকা ৷ তবে সোশালে তিনি পরিচিত মুখ ৷ প্রায় 34 হাজার মানুষ ফলো করেন তাঁকে ৷ তাঁদের জন্যও আপডেট দিতেই থাকেন অন্বেষা ৷ সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই একটি 'আসক মি এনিথিং' সেশনের আয়োজন করেছিলেন তিনি ৷

সেখানে তাঁকে বিভিন্ন প্রশ্ন করেছেন নেটিজেনরা ৷ নিজের মতো করে তাঁর বিভিন্ন উত্তরও দিয়েছেন অন্বেষা ৷ কেউ তাঁকে তাঁর স্কিন কেয়ার রুটিন শেয়ার করার অনুরোধ করেছিলেন তাও করতে ভোলেননি তিনি ৷ কেউ আবার তাঁকে শেয়ার করতে বলেছেন তাঁর ফিটনেস রুটিন ৷ তিনি উত্তরে লিখেছেন, "খুব ভালো লাগতো যদি আমার একটা ফিটনেস রুটিন থাকত ৷ তবে একসময় ছিল, কিন্তু আমি জিম একেবারে পছন্দ করি না ৷ তবে আমি হাঁটাহাঁটি করার চেষ্টা করি ৷ তবে ওই মূল কথা হল চেষ্টা ৷" তাঁর এই মজার উত্তর যেমন রয়েছে তেমনই নেটিজেনদের বেয়ারা প্রশ্নের বেয়ারা জবাব দিতেও ছাড়েননি অন্বেষা ৷ ঠিক একজন বিবাহিত মাঝবয়স্ক ব্যক্তি তাঁকে প্রস্তাব দেয়, "এসো ডেটিং শুরু করা যাক ৷"

Anwesha Reply To AMA
বেয়ারা প্রশ্নের সপাট জবাব স্বস্তিকা কন্যার

আরও পড়ুন: বাঘের ঘরেই ঘোগের বাসা, মুক্তি পেল 'দ্য নাইট ম্যানেজার পার্ট 2' সিরিজের ট্রেলার

জবাবে অন্বেষা লেখেন, "কাকু আমার একজন বন্ধু আছে আর আমি তাতেই খুশি ৷ দয়া করে এসব ভুলভাল না বলে আপনার স্ত্রীর সঙ্গে থাকুন ৷" স্বস্তিকা এখন যেমন টলিউডে কাজ করছেন তেমনই চুটিয়ে কাজ করছেন বলিউডেও ৷ সম্প্রতি তাঁর নতুন বাংলা ছবি 'শিবপুর'-এর ট্রেলারও মুক্তি পেয়েছে নেটপাড়ায় ৷ অন্যদিকে অভিনেত্রীর কন্য়া অবশ্য মূলত ব্যস্ত তাঁর পড়াশোনা নিয়েই ৷

Last Updated : Jun 6, 2023, 7:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.